পশ্চিমবঙ্গ

west bengal

KBFC beat SCEB : হেরেই চলেছে লাল-হলুদ, পুষ্পার কায়দায় গোল সেলিব্রেট সিপোভিচের

By

Published : Feb 14, 2022, 10:55 PM IST

বিরতির আগে দু'দলই একটি করে সুযোগ পেয়েছিল। কিন্তু তা থেকে গোল আসেনি ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে পুইটিয়ার কর্নার থেকে সিপোভিচের ড্রপ হেডারে পরাস্ত করেন শঙ্কর রায়কে (Enes Sipovic scores from Puitea's corner)।

KBFC beat SCEB
হেরেই চলেছে লাল-হলুদ, পুষ্পার কায়দায় গোল সেলিব্রেট সিপোভিচের

ভাস্কো, 14 ফেব্রুয়ারি :হার যেন অভ্যেসে পরিণত হয়েছে ইস্টবেঙ্গলের ৷ প্রেম দিবসেও লাল-হলুদ জনতার মুখ চুন করে ম্যাচ হারল মারিও রিভেরার ছেলেরা ৷ এনেস সিপোভিচের করা একমাত্র গোলে লাল-হলুদকে হারিয়ে তিনে উঠে এল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters beat SC East Bengal) ৷ গোল করে আল্লু অর্জুনের পুষ্পা ছবির ডান্স স্টেপ নকল করে তাক লাগালেন বসনিয়ার ডিফেন্ডার ৷

সে যাইহোক, প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচ লড়াকু মানসিকতার বুলি নিয়ম করে আওড়ালেও এসসি ইস্টবেঙ্গলের খেলায় তার বাস্তবায়ন কোথায়? এখন ইস্টবেঙ্গল ম্যাচে বল গড়ানোর আগে ম্যাচ রিপোর্ট লিখে রাখলে বোধহয় শেষে তা বদলের প্রয়োজন পড়ে না। চার মাসের টুর্নামেন্টে তিনটি কোচের অধীনে খেলছেন ফুটবলাররা। ভিন্ন ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে তাদের পক্ষেও পারফরম্যান্স দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একাদশে এদিন ছ'টি পরিবর্তন করেছিলেন লাল-হলুদের বর্তমান কোচ মারিও রিভেরা। ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করলেও তার হাতে থাকা অস্ত্ররা এতটাই শাণহীন যে, এক পয়েন্ট পাওয়া জয়ের সমান। ব্যতিক্রম আন্তোনিও পেরোসোভিচ একমাত্র উজ্বল। স্বদেশীদের মধ্যে হীরা মণ্ডল ছাড়া ধারাবাহিকতা নেই কারও পারফরম্যান্সে ।

আরও পড়ুন : ATK Mohun Bagan vs FC Goa : লক্ষ্য শীর্ষস্থান, তবে গোয়ার বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো

এদিন বিরতির আগে দু'দলই একটি করে সুযোগ পেয়েছিল। কিন্তু তা থেকে গোল আসেনি ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে পুইটিয়ার কর্নার থেকে সিপোভিচের ড্রপ হেডারে পরাস্ত করেন শঙ্কর রায়কে (Enes Sipovic scores from Puitea's corner)। বিপক্ষ রক্ষণের ছোট ভুল কাজে লাগিয়ে কেরালা ব্লাস্টার্সের বসনিয়ার ফুটবলারটি গোল করে যান। দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল ফ্রান সোতার কাছে ৷ কিন্তু 82 মিনিটে ওপেন সিটার মিস করে এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও খারিজ করেন স্প্যানিশ মিডিও ৷

ABOUT THE AUTHOR

...view details