ETV Bharat / bharat

তিন মাসের শিশু-সহ ভাই ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা যুবকের - Triple Murder in Haryana

Triple Murder in Sonipat: হরিয়ানার সোনিপতে চাঞ্চল্যকর ঘটনা ৷ যুবকের হাতে খুন তিনমাসের শিশু-সহ পরিবারের তিনজন সদস্য ৷ অভিযুক্ত পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 4:37 PM IST

Triple Murder in Haryana
পরিবারের তিন জন সদস্যকে খুন (ফাইল চিত্র)

সোনিপত, 23 মে: ঘুমন্ত অবস্থায় স্ত্রী, তিন মাসের সন্তান ও ভাইকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের বিন্ধ্রোলি গ্রামে ৷ খবর পেয়ে সোনিপত কুন্ডলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতরা হলেন অভিযুক্তের স্ত্রী মধু ও ছেলে শিবম এবং অমরদীপ ৷ পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বিন্ধ্রোলি গ্রামের বাসিন্দা অমরদীপ সোনিপত পৌর কর্পোরেশনে কর্মরত ছিলেন। কয়েকবছর আগেই মধুর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন মাসের ছেলে শিবমকে নিয়ে ওখানেই থাকতেন। অমরদীপের দাদা মনদীপ কোনও বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই গভীর রাতে অমরদীপ যখন বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন প্রথমে মনদীপ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ পরে মধু ও তিন মাসের নিষ্পাপ শিবমকেও নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত । সকালে পরিবারের লোকজন তিন জনের দেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্রামে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় ।

ঘটনার খবর দেওয়া হয় কুন্ডলী থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠায় । তদন্তকারী অফিসারের দাবি, ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল মনদীপকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযানে চালাচ্ছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে গ্রেফতার করা হবে। সোনিপতের খুনের ঘটনা নিয়ে এসিপি মুকেশ জাখর বলেছেন, "আমরা খবর পেয়েছি যে, মনদীপ নামে এক যুবক তাঁর ভাই অমরদীপ, ভাইয়ের স্ত্রী মধু এবং তাঁদের ছেলে শিবমকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে ৷ মনদীপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । শিঘ্রই তাকে গ্রেফতার করা হবে।"

আরও পড়ুন:

  1. নেপথ্যে কি অপূর্ণ প্রেম ? ছত্তিশগড়ে যুবকের হাতে বলি একই পরিবারের 5 জন
  2. বেলচা দিয়ে স্ত্রীকে খুন ! সারারাত দেহের পাশেই শুয়ে মদ্যপ স্বামী
  3. সম্পত্তির লোভ, মহিলার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারল ভাইপোরা !

সোনিপত, 23 মে: ঘুমন্ত অবস্থায় স্ত্রী, তিন মাসের সন্তান ও ভাইকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের বিন্ধ্রোলি গ্রামে ৷ খবর পেয়ে সোনিপত কুন্ডলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতরা হলেন অভিযুক্তের স্ত্রী মধু ও ছেলে শিবম এবং অমরদীপ ৷ পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বিন্ধ্রোলি গ্রামের বাসিন্দা অমরদীপ সোনিপত পৌর কর্পোরেশনে কর্মরত ছিলেন। কয়েকবছর আগেই মধুর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন মাসের ছেলে শিবমকে নিয়ে ওখানেই থাকতেন। অমরদীপের দাদা মনদীপ কোনও বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই গভীর রাতে অমরদীপ যখন বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন প্রথমে মনদীপ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ পরে মধু ও তিন মাসের নিষ্পাপ শিবমকেও নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত । সকালে পরিবারের লোকজন তিন জনের দেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্রামে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় ।

ঘটনার খবর দেওয়া হয় কুন্ডলী থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠায় । তদন্তকারী অফিসারের দাবি, ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল মনদীপকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযানে চালাচ্ছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে গ্রেফতার করা হবে। সোনিপতের খুনের ঘটনা নিয়ে এসিপি মুকেশ জাখর বলেছেন, "আমরা খবর পেয়েছি যে, মনদীপ নামে এক যুবক তাঁর ভাই অমরদীপ, ভাইয়ের স্ত্রী মধু এবং তাঁদের ছেলে শিবমকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে ৷ মনদীপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । শিঘ্রই তাকে গ্রেফতার করা হবে।"

আরও পড়ুন:

  1. নেপথ্যে কি অপূর্ণ প্রেম ? ছত্তিশগড়ে যুবকের হাতে বলি একই পরিবারের 5 জন
  2. বেলচা দিয়ে স্ত্রীকে খুন ! সারারাত দেহের পাশেই শুয়ে মদ্যপ স্বামী
  3. সম্পত্তির লোভ, মহিলার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারল ভাইপোরা !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.