ETV Bharat / Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024

দেশজুড়ে 18তম লোকসভা নির্বাচন শুরু 19 এপ্রিল ৷ 2024 সালের এই নির্বাচন হবে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ রাজ্যের 42টি আসনে ভোটগ্রহণ সাত দফায় ৷ ভোটগণনা 4 জুন ৷ রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷

2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে ৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালেও বিজেপি নেতৃত্বে দ্বিতীয় এনডিএ সরকার গঠিত হয় ৷ ফের প্রধানমন্ত্রী হন মোদি ৷ আসন্ন নির্বাচনে বিজেপির টার্গেট 370টি আসন ৷ আর এনডিএ জোট 400টিরও বেশি আসনের দখল নেবে ৷ প্রচারে বারবার এই কথা শোনা গিয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের গলায় ৷ এদিকে ভোটের আগে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের বাড়িতে ইডি, সিবিআই তল্লাশি নিয়ে সরব হয়েছে বিরোধী কংগ্রেস-সহ 'ইন্ডিয়া' শিবির ৷ বিরোধী জোটের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি ৷ তবে আবারও কি কেন্দ্রে বিজেপিই সরকার গড়বে ? জানা যাবে দেড় মাস পর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.