ETV Bharat / Mamata Banerjee

Mamata Banerjee

দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে বারবারই গুরুত্ব পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে ৷ যার অন্যতম উদ্য়োক্তা তৃণমূল সুপ্রিমো ৷ তবে ভোটের আগে রাজ্যের 42টি আসন ভাগাভাগি নিয়ে তৃণমূলের সঙ্গে মতানৈক্য তৈরি হয় ৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের বিরোধী বলে সাফ জানিয়ে দিয়েছেন ৷

'স্ট্রিট ফাইটার' বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল 2011 সালে পশ্চিমবঙ্গে তিন দশকেরও দীর্ঘ বাম জমানার অবসান ঘটায় ৷ সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্যে তাঁর নেতৃত্বে তিন-তিন বার সরকার গঠন করেছে তৃণমূল ৷ কোভিড পরিস্থিতিতেও তিনি রাস্তায় নেমে মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছেন ৷ সম্প্রতি 31 মার্চ রাতে তিনি ছুটে গিয়েছেন জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে টর্নেডো বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ৷ নির্বাচনী প্রচারে ঘাসফুলের প্রধান মুখ তিনিই ৷ এদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতিতে রাজ্য বিজেপি বারবারই তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷ এবারে 'দিদি'-ম্যাজিকে ক'টি আসন জিততে পারবে তৃণমূল ? উত্তর মিলবে 4 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.