ETV Bharat / state

কেজরির বাড়িতে মমতা, কথা সুনীতার সঙ্গে - Mamata Banerjee Delhi Visit

Mamata Banerjee Visit Arvind Kejriwal's House: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তিহাড়ে বন্দি কেজরিওয়াল ৷ তিনি না-থাকলেও স্ত্রী সুনীতা কেজরিওয়াল ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 9:02 PM IST

Updated : Jul 26, 2024, 9:37 PM IST

Mamata Banerje Visit Arvind Kejriwal's House
অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে মমতা (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 26 জুলাই: জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দিল্লি গেলেই তাঁর সঙ্গে কেজরির দেখা হয়। এখন তিনি জেলে বলে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মমতা । শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লি গিয়েছেন মমতা। দুপুরে সেখানে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন । পরে দলীয় সাংসদদের সঙ্গেও কথা হয় মুখ্যমন্ত্রীর। আরও পরে কেজরির বাড়ি গেলেন মমতা ।

কেজরির বাড়িতে মমতা (ইটিভি ভারত)

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর সমস্ত দিক থেকেই গুরুত্বপূর্ণ । নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া শিবিরের মুখ্যমন্ত্রীরা থাকছেন না । শুধু মমতা থাকছেন। দিল্লি পৌঁছে তার কারণও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । তিনি জানান, নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত বাজেট পেশ হওয়ার আগেই নিয়েছিলেন । আর তাছাড়া কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবিরের বাকি নেতারা একত্রে সিদ্ধান্ত নিলে তিনিও অনুপস্থিত থাকার কথা ভেবে দেখতে পারতেন ।

নীতি আয়োগ নিয়ে প্রশ্ন:

পাশাপাশি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নীতি আয়োগোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দেন । মমতার কথায়, " নীতি আয়োগের আর্থিক ক্ষমতা নেই ৷ নীতি আয়োগকে আমি একটিও কাজ করতে দেখিনি কারণ তাদের কোনও ক্ষমতা নেই । আগে পরিকল্পনা কমিশন ছিল । একজন মুখ্যমন্ত্রী হিসাবে... সেই সময়ে আমি দেখেছিলাম সেখানে একটি ব্যবস্থা ছিল ৷"

অরবিন্দ-উপাখ্যান:

লোকসভা নির্বাচনের ঠিক আগে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি । পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিলেও একই মামলায় সিবিআই গ্রেফতার করে । আর তাই এখনও তিহার জেলই তাঁর ঠিকানা । ইডির মামলায় জামিন পাওয়ার আগে নির্বাচনে প্রচার করার জন্য তাঁকে অন্তবর্তীকালীন জামিনও দেওয়া হয়েছিল। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আবারও জেলে ফিরে যান কেজরি । শুধু তাই নয়, রাজনৈতিকভাবেও আপ ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক বেশ কয়েকটি স্তর পেরিয়েছে । কেজরির দল জানিয়েছে হরিয়ানা বা দিল্লি বিধানসভা নির্বাচনে তাঁরা একাই লড়াই করবে । এমনই পরিস্থিতি জেলবন্দি নেতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মমতা ।

নয়াদিল্লি, 26 জুলাই: জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দিল্লি গেলেই তাঁর সঙ্গে কেজরির দেখা হয়। এখন তিনি জেলে বলে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মমতা । শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লি গিয়েছেন মমতা। দুপুরে সেখানে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন । পরে দলীয় সাংসদদের সঙ্গেও কথা হয় মুখ্যমন্ত্রীর। আরও পরে কেজরির বাড়ি গেলেন মমতা ।

কেজরির বাড়িতে মমতা (ইটিভি ভারত)

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর সমস্ত দিক থেকেই গুরুত্বপূর্ণ । নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া শিবিরের মুখ্যমন্ত্রীরা থাকছেন না । শুধু মমতা থাকছেন। দিল্লি পৌঁছে তার কারণও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । তিনি জানান, নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত বাজেট পেশ হওয়ার আগেই নিয়েছিলেন । আর তাছাড়া কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবিরের বাকি নেতারা একত্রে সিদ্ধান্ত নিলে তিনিও অনুপস্থিত থাকার কথা ভেবে দেখতে পারতেন ।

নীতি আয়োগ নিয়ে প্রশ্ন:

পাশাপাশি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নীতি আয়োগোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দেন । মমতার কথায়, " নীতি আয়োগের আর্থিক ক্ষমতা নেই ৷ নীতি আয়োগকে আমি একটিও কাজ করতে দেখিনি কারণ তাদের কোনও ক্ষমতা নেই । আগে পরিকল্পনা কমিশন ছিল । একজন মুখ্যমন্ত্রী হিসাবে... সেই সময়ে আমি দেখেছিলাম সেখানে একটি ব্যবস্থা ছিল ৷"

অরবিন্দ-উপাখ্যান:

লোকসভা নির্বাচনের ঠিক আগে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি । পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিলেও একই মামলায় সিবিআই গ্রেফতার করে । আর তাই এখনও তিহার জেলই তাঁর ঠিকানা । ইডির মামলায় জামিন পাওয়ার আগে নির্বাচনে প্রচার করার জন্য তাঁকে অন্তবর্তীকালীন জামিনও দেওয়া হয়েছিল। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আবারও জেলে ফিরে যান কেজরি । শুধু তাই নয়, রাজনৈতিকভাবেও আপ ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক বেশ কয়েকটি স্তর পেরিয়েছে । কেজরির দল জানিয়েছে হরিয়ানা বা দিল্লি বিধানসভা নির্বাচনে তাঁরা একাই লড়াই করবে । এমনই পরিস্থিতি জেলবন্দি নেতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মমতা ।

Last Updated : Jul 26, 2024, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.