ETV Bharat / state

সম্পত্তির লোভ, মহিলার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারল ভাইপোরা ! - Nephews burn woman to death

Nephews burn woman to death: সম্পত্তির লোভে মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে ৷ অভিযুক্তরা পলাতক ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 3:46 PM IST

ETV BHARAT
ইনসেটে মৃত মহিলা (নিজস্ব চিত্র)

দুর্গাপুর, 20 মে: সম্পত্তির লোভে এক মহিলার গায়ে আগুন লাগিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর ভাইপোদের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । নৃশংস এই ঘটনার সাক্ষী দুর্গাপুরের কাঁটাবেড়িয়া গ্রামের বাসিন্দারা ।

কাতর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ভয়ংকর দৃশ্য । আমড়া গাছের তলায় দাউ দাউ করে জ্বলছেন মহিলা । নিমেষে দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া জুড়ে পড়ে যায় শোরগোল । রবিবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হলেও রাতেই মৃত্যু হয় মহিলার । তাঁর নাম চায়না বাউরি (53)।

মৃতার ছেলে প্রদীপ বাউরির অভিযোগ, কাঁটাবেড়িয়া এলাকার নিজস্ব বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে মা-বাবা আর তাঁদের এলাকা ছাড়া করেছিলেন মামার ছেলেরা । তারপর থেকেই মা-বাবা কখনও দিদিদের বাড়িতে, আবার কখনও তাঁদের বাড়িতে থাকতেন । মাঝেমধ্যে মা কাঁটাবেড়িয়ার বাড়িতে গেলে মামার ছেলে বাবলু বাউরি, কার্তিক বাউরী ও তাঁর বউ সরস্বতী বাউরি এবং সরস্বতীর দাদা ঠাকুর বাউরি চায়নার উপর অত্যাচার করতেন বলে অভিযোগ ।

রবিবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে প্রদীপ কাঁটাবেড়িয়ায় পৌঁছে দেখেন, বাড়ির বাইরে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন মা । বাড়ির ভেতরেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । ওই অবস্থায় কোনওক্রমে বাড়ি থেকে বেরোতে পারলেও, আগুনের ভয়াবহতায় শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় চায়নার । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বাবলু বাউরি ও সরস্বতী বাউড়ি-সহ চারজনকে অপরাধী হিসেবে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তিনি ।

প্রদীপের কথায়, "দীর্ঘদিন ধরে মায়ের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল মামার ছেলেদের সঙ্গে । সেই জন্যই নির্মমভাবে মাকে পুড়িয়ে মারা হল ।" তাঁরা দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বাউরি সমাজকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান প্রদীপ ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ ।

আরও পড়ুন:

  1. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  2. বিয়ের পরেও খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, জামাই বাড়ি নিয়ে যেতে বলায় মেয়েকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দিল বাবা!
  3. মহন্ত নিয়োগ নিয়ে বিরোধ, আশ্রমের ভিতরেই সাধুকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

দুর্গাপুর, 20 মে: সম্পত্তির লোভে এক মহিলার গায়ে আগুন লাগিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর ভাইপোদের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । নৃশংস এই ঘটনার সাক্ষী দুর্গাপুরের কাঁটাবেড়িয়া গ্রামের বাসিন্দারা ।

কাতর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ভয়ংকর দৃশ্য । আমড়া গাছের তলায় দাউ দাউ করে জ্বলছেন মহিলা । নিমেষে দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া জুড়ে পড়ে যায় শোরগোল । রবিবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হলেও রাতেই মৃত্যু হয় মহিলার । তাঁর নাম চায়না বাউরি (53)।

মৃতার ছেলে প্রদীপ বাউরির অভিযোগ, কাঁটাবেড়িয়া এলাকার নিজস্ব বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে মা-বাবা আর তাঁদের এলাকা ছাড়া করেছিলেন মামার ছেলেরা । তারপর থেকেই মা-বাবা কখনও দিদিদের বাড়িতে, আবার কখনও তাঁদের বাড়িতে থাকতেন । মাঝেমধ্যে মা কাঁটাবেড়িয়ার বাড়িতে গেলে মামার ছেলে বাবলু বাউরি, কার্তিক বাউরী ও তাঁর বউ সরস্বতী বাউরি এবং সরস্বতীর দাদা ঠাকুর বাউরি চায়নার উপর অত্যাচার করতেন বলে অভিযোগ ।

রবিবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে প্রদীপ কাঁটাবেড়িয়ায় পৌঁছে দেখেন, বাড়ির বাইরে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন মা । বাড়ির ভেতরেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । ওই অবস্থায় কোনওক্রমে বাড়ি থেকে বেরোতে পারলেও, আগুনের ভয়াবহতায় শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় চায়নার । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বাবলু বাউরি ও সরস্বতী বাউড়ি-সহ চারজনকে অপরাধী হিসেবে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তিনি ।

প্রদীপের কথায়, "দীর্ঘদিন ধরে মায়ের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল মামার ছেলেদের সঙ্গে । সেই জন্যই নির্মমভাবে মাকে পুড়িয়ে মারা হল ।" তাঁরা দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বাউরি সমাজকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান প্রদীপ ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ ।

আরও পড়ুন:

  1. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  2. বিয়ের পরেও খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, জামাই বাড়ি নিয়ে যেতে বলায় মেয়েকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দিল বাবা!
  3. মহন্ত নিয়োগ নিয়ে বিরোধ, আশ্রমের ভিতরেই সাধুকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.