ETV Bharat / entertainment

কলঙ্ক সিনেমায় আলিয়ার কাজকে স্বীকৃতি অস্কারের, দেখুন ভিডিয়ো - Alia Bhatt

The Academy: অ্যাকাডেমি বুধবার সোশাল মিডিয়ায় করণ জোহরের ছবি 'কলঙ্ক' থেকে আলিয়া ভাটের একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছে । এই ভিডিয়োর মাধ্যমে আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করেছে অ্যাকাডেমি । কী লিখেছেন দেখুন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 4:03 PM IST

Alia Bhatt
আলিয়া ভাট (ফাইল চিত্র)

হায়দরাবাদ, 23 মে: আলিয়া ভাটের মুকুটে নয়া পালক ৷ অভিনেত্রীর প্রতিভাকে স্বীকৃতি দিল দ্য অ্যাকাডেমি বা অস্কার ৷ অ্যাকাডেমি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে করণ জোহরের ফিল্ম কলঙ্কের বিখ্যাত গান 'ঘর মোরে পরদেশিয়া'-এর একটি ভিডিয়ো শেয়ার করে আলিয়ার প্রশংসা করেছে ৷ পোস্টের ক্যাপশনে লেখা,"কলঙ্ক ছবির 'ঘর মোরে পরদেশিয়া'তে আলিয়া ভাটের পারফরমেন্স ৷ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে বৈশালী মাহাদে । 'ঘর মোরে পরদেশিয়া' গানটিতে সুর দিয়েছেন প্রীতম চক্রবর্তী । গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা অভিনয় করেছেন কলঙ্ক ছবিতে ৷"

দ্য অ্যাকাডেমির শেয়ার করা ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায় । আলিয়ার প্রতিভাকে স্বীকৃতি দেওয়ায় অস্কারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুগামীরা । একজন ভক্ত লিখেছেন, "হিন্দি সিনেমায় দেখা সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ বা এক্সপ্রেসিভ মুখগুলির মধ্যে একটি হল আলিয়ার ।" অন্য একজন লিখেছেন, "দিওয়ানি মাস্তানির পর এখন ঘর মোর পরদেশিয়া স্বীকৃতি পেল । সুরের রানি শ্রেয়া ঘোষালকে স্যালুট।"

কয়েকদিন আগে মেট গালায় বাংলার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে ঐশ্বরিক রূপে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ৷ রণবীর জায়ায় ওই রূপে মুগ্ধ হয়েছিল নেটপাড়া ৷ এরপরে দ্য অ্যাকাডেমির প্রশংসা কুড়োনোয় ফের আলিয়ার জয়জয়কার হচ্ছে ৷ কাজের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন আলিয়া ৷ তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমা ৷ পরবর্তীতে তাঁকে ভাসান বালার ফিল্ম জিগরাতে দেখা যাবে ৷ যেটি করণ জোহর এবং আলিয়া নিজেই প্রযোজনা করেছেন । এই বছরের 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই সিনেমার মাধ্যমে গুপ্তচর দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি । চলতি বছরের শেষের দিকে স্পাই ইউনিভার্স ছবির শুটিং শুরু হবে আলিয়ার । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ফিল্ম ৷ যেখানে আর একবার রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন:

  1. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া
  2. রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা
  3. সাদা খোলামোলা পোশাকে কানের গালা ডিনারে লাস্যময়ী কিয়ারা, দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 23 মে: আলিয়া ভাটের মুকুটে নয়া পালক ৷ অভিনেত্রীর প্রতিভাকে স্বীকৃতি দিল দ্য অ্যাকাডেমি বা অস্কার ৷ অ্যাকাডেমি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে করণ জোহরের ফিল্ম কলঙ্কের বিখ্যাত গান 'ঘর মোরে পরদেশিয়া'-এর একটি ভিডিয়ো শেয়ার করে আলিয়ার প্রশংসা করেছে ৷ পোস্টের ক্যাপশনে লেখা,"কলঙ্ক ছবির 'ঘর মোরে পরদেশিয়া'তে আলিয়া ভাটের পারফরমেন্স ৷ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে বৈশালী মাহাদে । 'ঘর মোরে পরদেশিয়া' গানটিতে সুর দিয়েছেন প্রীতম চক্রবর্তী । গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা অভিনয় করেছেন কলঙ্ক ছবিতে ৷"

দ্য অ্যাকাডেমির শেয়ার করা ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায় । আলিয়ার প্রতিভাকে স্বীকৃতি দেওয়ায় অস্কারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুগামীরা । একজন ভক্ত লিখেছেন, "হিন্দি সিনেমায় দেখা সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ বা এক্সপ্রেসিভ মুখগুলির মধ্যে একটি হল আলিয়ার ।" অন্য একজন লিখেছেন, "দিওয়ানি মাস্তানির পর এখন ঘর মোর পরদেশিয়া স্বীকৃতি পেল । সুরের রানি শ্রেয়া ঘোষালকে স্যালুট।"

কয়েকদিন আগে মেট গালায় বাংলার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে ঐশ্বরিক রূপে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ৷ রণবীর জায়ায় ওই রূপে মুগ্ধ হয়েছিল নেটপাড়া ৷ এরপরে দ্য অ্যাকাডেমির প্রশংসা কুড়োনোয় ফের আলিয়ার জয়জয়কার হচ্ছে ৷ কাজের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন আলিয়া ৷ তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমা ৷ পরবর্তীতে তাঁকে ভাসান বালার ফিল্ম জিগরাতে দেখা যাবে ৷ যেটি করণ জোহর এবং আলিয়া নিজেই প্রযোজনা করেছেন । এই বছরের 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই সিনেমার মাধ্যমে গুপ্তচর দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি । চলতি বছরের শেষের দিকে স্পাই ইউনিভার্স ছবির শুটিং শুরু হবে আলিয়ার । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ফিল্ম ৷ যেখানে আর একবার রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন:

  1. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া
  2. রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা
  3. সাদা খোলামোলা পোশাকে কানের গালা ডিনারে লাস্যময়ী কিয়ারা, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.