ETV Bharat / entertainment

সাদা খোলামোলা পোশাকে কানের গালা ডিনারে লাস্যময়ী কিয়ারা, দেখুন ভিডিয়ো - Cannes 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 6:43 PM IST

Kiara Advani at Cannes Film Festival 2024: পরনে সাদা রঙের থাই-হাই স্লিট লং গাউন ৷ পোশাকের ফাঁক থেকে স্পষ্ট বক্ষবিভাজিকা ৷ কানে মানানসই মুক্তার দুল ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের গালা ডিনারে কিয়ারা আডবাণীর থেকে চোখ সরানো দায় ৷

Kiara Advani
কানের গালা ডিনারে কিয়ারা আডবাণী (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 18 মে: তিনি বরাবরই স্টাইলিশ ৷ ধরা দেন নজরকাড়া পোশাকে ৷ তবে কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার হাঁটতে চলেছেন তিনি ৷ তাই স্বাভাবিকভাবেই নজর ছিল তাঁর উপর ৷ নিরাশ করলেন না বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী ৷ কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় এখনও না হাঁটলেও গালা ডিনারে আগুন ঝরালেন সিদ্ধার্থ ঘরণী ৷

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশনের উইমেন ইন সিনেমা গালা ডিনারে যোগ দিয়েছিলেন কিয়ারা ৷ সেখানে তাঁর পরনে ছিল সাদা রঙের থাই-হাই স্লিট লং গাউন ৷ পোশাকের ফাঁক থেকে স্পষ্ট বক্ষবিভাজিকা ৷ কানে মানানসই মুক্তার লম্বা পেঁচানো দুল ৷ প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে সাদা পরী লাগছিল কবীর সিং খ্যাত অভিনেত্রীকে ৷

ফ্রেঞ্চ রিভেরা থেকে কিয়ারা খোদ তাঁর এই রূপের ঝলক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তাতে অনুরাগীদের প্রশংসার ঝড় বয়ে গিয়েছে ৷ কেউ লিখেছে, দেবীর মতো সুন্দর লাগছে ৷ কেউ আবার লিখেছে, রানির মতো সুন্দর ৷ কেউ কেউ আবার অভিনেত্রীকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেছেন ৷ যদিও সবটাই মজার ছলেই ৷ ইতিমধ্যে কিয়ারার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় কয়েক লক্ষাধিক ভক্তের মন কেড়েছে ৷ ভালোবাসার লাল হৃদয় এঁকে দিয়েছেন অনুরাগীরা ৷

পোশাক ও জুয়েলারির পাশাপাশি নজর কেড়েছে কিয়ারার সাজ ৷ লক্ষ্মী লেহর দ্বারা স্টাইল করা আইকনিক ক্রিশ্চিয়ান লুবউটিন হিল পরেছিলেন অভিনেত্রী ৷ সঙ্গে ছিল হালকা মেকআপ ৷ স্মোকি আই, ফ্লাশ চিকস এবং একটি নিউড লিপ গ্লস দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিলেন কিয়ারা ৷ হালকা ঢিলেঢালা কার্ল করে চুলও খুলে রাখতেই স্বাচ্ছন্দবোধ করেছেন তিনি ৷ এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে তাঁর লাস্যময়ী চোখের চাহনি, যাতে ঘায়েল আট থেকে আশি ৷

আরও পড়ুন:

  1. থ্রিডি মেটালিক পোশাকে বয়স থমকে ঐশ্বর্য'র, রেড কার্পেটে যেন এক 'সোনালী পরী
  2. ভূস্বর্গের মাইলফলক ! কানে ঐতিহাসিক অভিষেক জম্মু ও কাশ্মীরের
  3. উজ্জ্বল দেশের মুখ ! কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন কিয়ারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.