ETV Bharat / entertainment

থ্রিডি মেটালিক পোশাকে বয়স থমকে ঐশ্বর্য'র, রেড কার্পেটে যেন এক 'সোনালী পরী' - Cannes 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 5:48 PM IST

Aishwarya Rai Bachchan at Cannes: তাঁর কাছে থমকে গিয়েছে বয়স ৷ জীবনের মধ্য গগনে পৌঁছে আজও যাঁর সৌন্দর্য পাগল করে দিতে পারে আট থেকে আশি সকলকে ৷ কানের রেড কার্পেটে তিনি এলেন, হাঁটলেন, জয় করলেন মানুষের মন ৷ বিশ্ববাসীকে তাক লাগালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷

Aishwarya Rai Bachchan at Cannes
কানের রেড কার্পেটে ঐশ্বর্য (ভাইরাল ভয়ানি ইন্সটাগ্রাম)

নয়াদিল্লি, 17 মে: কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ ফাল্গুনী এবং শেন ময়ূরের ডিজাইনার গাউনে ফ্রান্সিস ফোর্ড কপোলার 'মেগালোপলিস'-এর প্রিমিয়ারের লাল গালিচায় হাঁটলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷ বিগত 20 বছর ধরে কানের রেড কার্পেটে ম্যাজিক দেখিয়েছেন সুন্দরী ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ ভিডিয়ো ও ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

এদিন অ্যাশকে দেখা গিয়েছে মনোক্রম গাউনে ৷ যেখানে থ্রিডি মেটালিক ও সোনালী রঙের অ্যাকসেন্টের ডিজাইন দেখা যায় তাঁকে ৷ মানানসই করসেটের সিলুয়েট ও ফ্লোর-সুইপিং ট্রেন পোশাকে লেন্সবন্দী হন ঐশ্বর্য ৷ এদিন হলিউড তারকা ফোর্ড কপোলার সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'মেগালোপলিস' প্রিমিয়ারে হাজির হন বচ্চন পুত্রবধূ ৷ পাশাপাশি, তাক লাগিয়েছে ঐশ্বর্যর ডেডিকেশনও ৷

কিছুদিন আগেই হাতে চোট পেয়েছেন অভিনেত্রী ৷ ফলে কানের লাল গালিচায় হাঁটার সময় আহত হাতে ব্যান্ডেজও নজরে আসে ৷ বৃহস্পতিবার সকালে মুম্বই বিমান বন্দরে অ্যাশ ও আরাধ্যাকে দেখা যায় ৷ বিগত কয়েক বছর ধরে মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকছেন মেয়ে আরাধ্যা বচ্চনও ৷ এদিন কান চলচ্চিত্র উৎসবে মা-মেয়েকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় ৷

শুধু ঐশ্বর্য নয়, বলিউড তারকা কিয়ারা আদবানি, শোভিতা ধুলিপালা ও অদিতি রাও হায়দারিকেও থাকছেন কানের রেড কার্পেটে ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বেশ কিছু ভারতীয় ছবি প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার "অল উই ইমাজিন অ্যাজ লাইট", যা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ৷ পামে ডি'অর পুরস্কারেল লড়াইয়ে লড়েছে এই ছবি ৷

ব্রিটিশ-ইন্ডিয়ান পরিচালক সন্ধ্যা সুরির "সন্তোষ" 77তম কান ফিল্ম ফেস্টিভ্যালের আন সার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত হবে৷ পুণের এফটিআইআই-এর পড়ুয়াদের শর্ট ফিল্ম "সানফ্লাওয়ার্স ওয়ের দ্য ফার্স্ট ওয়ানস টু নো" প্রদর্শিত হবে। লা সিনেফ প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে এই শর্ট ফিল্ম ৷

আরও পড়ুন

  1. আরাধ্যাকে নিয়ে কানের পথে ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো
  2. ভূস্বর্গের মাইলফলক ! কানে ঐতিহাসিক অভিষেক জম্মু ও কাশ্মীরের
  3. উজ্জ্বল দেশের মুখ ! কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন কিয়ারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.