আমেদাবাদ, 23 মে: কেমন রয়েছেন শাহরুখ খান? আমেদাবাদের গরমে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন 'বাদশা' ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রবিবারের ফাইনালে দলকে তাতাতে কি দেখা মিলবে তাঁর ? তিন বছর পর শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলের ফাইনালে উঠেছে ৷ আগামী রবিবার চেন্নাইয়ে ফাইনাল খেলতে চলেছে পার্পল ব্রিগেড ৷ প্রতিপক্ষ রাজস্থান নাকি হায়দরাবাদ, তা ঠিক হয়ে যাবে শুক্রবার ৷ সবকিছুর মধ্যে ফাইনালে চিপকের গ্যালারিতে 'ঝুমে জো পাঠান' হবে কি না, জানিয়ে দিলেন শাহরুখের একদা সহ-অভিনেত্রী তথা কেকেআরের মালকিন জুহি চাওলা ৷
2012 ও 2014 সালের পর দশ বছর আইপিএল ট্রফির স্বাদ পায়নি কলকাতা নাইট রাইডার্স ৷ তবে এর মাঝে 2021-এ অল্পের জন্য হাতছানি হয় আইপিএল ট্রফি ৷ সেবার রানার্স হয়ে সন্তুষ্ট হয়ে থাকতে হয় নাইট শিবিরকে ৷ তবে এবার বাদশার দল রয়েছে আগুনে মেজাজে ৷ মঙ্গল সন্ধেয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে গো-হারা হয় সানরাইজার্স ৷ তবে এরই মাঝে বৃহস্পতিবার আসে মনখারাপ করা খবর ৷ হাসপাতালে ভরতি হন শাহরুখ খান ৷
আরও পড়ুন: অবশেষে সফল আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, অজি সতীর্থের 'পিঠ' দেখতে পেরে খুশি স্টার্ক
ডিহাইড্রেশন ও আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি হন কেকেআরের মালিক ৷ বুধবার খবরের শিরোনামে চলে আসে তাঁর হাসপাতালে ভরতি হওয়ার খবর ৷ গতকাল রাতে এও জানা যায়, বর্তমানে ভালো রয়েছেন শাহরুখ। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন বিশ্রামে ৷ তাঁর সুস্থতার খবরে মান্যতা দিয়েছেন নাইটদের অন্যতম কর্ণধার জুহি চাওলা ৷ বুধবার আইপিএল ফাইনাল খেলতে চেন্নাই উড়ে যাওয়ার সময় টিম হোটেলের বাইরে ভিড় করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। প্রথম ট্রফি জয়ের সেই রাত এখনও তরতাজা জুহির স্মৃতিতে। সেই স্মৃতি উসকে জুহি বলেন, "উৎসবে মেতে ওঠ ৷ আমরা এখন ফাইনালে ৷ শাহরুখ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ও ফাইনালে গ্যালারিতেই থাকবেন ৷ 2012-র পুনরাবৃত্তি হবে রবিবার ৷"
আরও পড়ুন: স্টার্কের দাপটে 'অস্তমিত' হায়দরাবাদ, তিন বছর পর ফাইনালে নাইটরা
শাহরুখ মাঠে থাকলে সাধারণত কেকেআর হারে না। তাই দলের ক্রিকেটারেরাও চান শাহরুখ গ্যালারিতে থাকুন। কিন্তু শারীরিক কারণে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার ৷ 2012 সালের সঙ্গে চলতি আইপিএলের গতিপ্রকৃতি অনেকটাই মিলে যাচ্ছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথম ট্রফি জয়ের সময় প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে পৌঁছেছিল কেকেআর। এবার হায়দরাবাদকে হেলায় হারিয়ে চেন্নাই এক্সপ্রেসে উঠে পড়েছেন শ্রেয়স আইয়াররা।
আরও পড়ুন: 25 কোটিতে কিনেছিল কেকেআর, মোতেরায় এসে 'দাম' চোকালেন স্টার্ক