সৌগত রায় ও সায়ন্তিকার সমর্থনে পদযাত্রা মমতার, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 3:32 PM IST

Updated : May 23, 2024, 4:42 PM IST

thumbnail

Mamata Banerjee LIVE: দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন ও বরানগর বিধানসভায় উপনির্বাচন রয়েছে 1 জুন ৷ বৃহস্পতিবার এই দুই কেন্দ্রে দলীয় প্রার্থীদ্বয় সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রায় সামিল হলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কামারহাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে চলছে এই পদযাত্রা ৷ দুটি কেন্দ্রের বেশ কিছু এলাকা ছুঁয়ে এই পদযাত্রা শেষ হবে সিঁথির মোড়ে । নির্বাচনী প্রচারে দু'মাসের বেশি সময় ধরে জেলার প্রার্থীরা নানাভাবে ভোটারদের কাছে গিয়েছেন। প্রচারের মাধ্যমে জনসংযোগ সেরেছেন তৃণমূল প্রার্থীরা । ফলে, প্রার্থী থেকে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট । তাই, ভোটের শেষবেলায় দলের সুপ্রিমোকে এনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছে তৃণমূল শিবির । সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

Last Updated : May 23, 2024, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.