thumbnail

চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর, দেখুন সরাসরি... - Chandrababu Naidu Oath

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 11:26 AM IST

Updated : Jun 12, 2024, 12:40 PM IST

Naidu Oath Taking Ceremony Live: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নারা চন্দ্রবাবু নাইডু ৷ এই নিয়ে চতুর্থবার এই দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে তিনি ৷ টিডিপি নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টিডিপি নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কৃষ্ণা জেলার গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারাপল্লি আইটি পার্কে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে ৷ মঙ্গলবার একটি সভায় তেলুগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি বিধায়করা সর্বসম্মতভাবে চন্দ্রবাবুকে রাজ্য বিধানসভায় এনডিএ নেতা হিসেবে নির্বাচিত করেন ৷ এদিন সভায় উপস্থিত থেকে অন্ধ্রের বিজেপি প্রধান ডি পুরন্দেশ্বরী এবং জনসেনা প্রধান পবন কল্যাণও চন্দ্রবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন ৷ শপথ নেওয়ার আগে এদিনের সভায় অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম ঘোষণা করেন চন্দ্রবাবু ৷ তিনি জানান, আগামী দিনে অমরাবতীকেই অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হবে ৷ 1995 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন চন্দ্রবাবু ৷ এরপর টানা 9 বছর মুখ্যমন্ত্রী থাকার পর তাঁর তৃতীয় মেয়াদে রাজ্য ভাগ হয় ৷ 2014 সালে দ্বিখণ্ডিত অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ 2019 সালের নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ের পর ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু ৷  
Last Updated : Jun 12, 2024, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.