ETV Bharat / sports

361 দিন পর পরাজিত লেভারকুসেন, জার্মানি সেরাদের হারিয়ে ইউরোপা লিগ আটালান্টার - Atalanta Win Europa League

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 8:27 AM IST

UEFA Europa League: থামল জাবি আলোনসোর লেভারকুসেনের অশ্বমেধের দৌড় ৷ 51 ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ফাইনালে আটালান্টার কাছে মুখ থুবড়ে পড়ল জার্মান সেরারা ৷ আডিমোলা লুকম্যানের হ্যাটট্রিকে 61 বছর পর খেতাব এল ইতালির ক্লাবে ৷

ATALANTA WIN EUROPA LEAGUE
ইউরোপা লিগ জয় আটালান্টার (উয়েফা ইউরোপা লিগ-এক্স)

ডাবলিন, 23 মে: পৃথিবীতে কোনওকিছুই চিরস্থায়ী নয়, সবকিছুরই একটা শেষ রয়েছে ৷ হারতে ভুলে যাওয়া বায়ার লেভারকুসেনকে বাস্তবের রুক্ষ মাটিতে নামিয়ে ইউরোপা লিগ জিতল আটালান্টা ৷ আডিমোলা লুকম্যানের হ্যাটট্রিকে 51 ম্যাচ, 361 দিন পর কোনও প্রতিযোগিতার হারের স্বাদ পেল জাবি আলোনসোর ছেলেরা ৷ অপরাজিত থেকে সদ্য প্রথম বুন্দেসলিগা জয়ী লেভারকুসেনকে ইতালির ক্লাবটি হারাল 3-0 গোলে ৷ জার্মানির ক্লাবটির অজেয় দৌড় থামিয়ে 61 বছর পর কোনও ট্রফি জিতল আটালান্টা ৷

বুধবার সন্ধেয় লেভারকুসেনের হাসি কাড়ল যাঁর পা, সেই লুকম্যান-ও এদিন নজির গড়লেন হ্যাটট্রিক করে ৷ 1975 জুপ হেইঙ্কেসের পর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের (পূর্বতন উয়েফা কাপ) ফাইনালে হ্যাটট্রিক করলেন তিনি ৷ যার শুরুটা এদিন হয় ম্যাচের 12 মিনিটে ৷ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির ছেলেদের আগ্রাসী ফুটবলে এদিন একাধিক ভুল করে বসে লেভারকুসেন রক্ষণ ৷ তারই ফলশ্রুতি প্রথম দু'টি গোল ৷ 26 মিনিটে দলকে 2-0 এগিয়ে দেন নাইজিরিয়া জাতীয় দলের স্ট্রাইকার লুকম্যান ৷

আরও পড়ুন: আগামী মরশুমই হয়তো শেষ, ইতিহাস গড়ে জানিয়ে দিলেন পেপ

প্রথমার্ধে দু'গোলে পিছিয়ে পড়লেও মরশুমের অন্যান্য ম্যাচগুলোর মতোই প্রিয় দলের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিলেন লেভারকুসেন অনুরাগীরা ৷ কিন্তু আটালান্টার সামনে এদিন খুবই সাধারণ দেখায় গ্রানিথ জাকাদের ৷ ঠিক যেমনটা ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে দেখিয়েছিল জুর্গেন ক্লপের লিভারপুলকে ৷ ফলস্বরূপ দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরা হয়নি লেভারকুসেনের ৷ উলটে 75 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করে জার্মানির দলটির ত্রিমুকুট জয়ের স্বপ্নে শেষ পেরেকটি পুঁতে দেন লুকম্যান ৷

আরও পড়ুন: 62 হাজার মুখোশ-পুষ্প বৃষ্টিতে সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করার পরিকল্পনা

এদিন ম্যাচ হেরে স্বভাবতই হতাশ লেভারকুসেন ম্যানেজার আলোনসো বলেন, "আমাদের শরীরী ভাষায় কোনও খামতি ছিল না ৷ আমরা হেরেছি সম্পূর্ণ ফুটবলীয় কারণে ৷ ফুটবলে এমনটা হয়ে থাকে ৷ আজকের দিনটা আমাদের ছিল না ৷ ওরা অনেক ভালো খেলেছে ৷" শনিবার জার্মান কাপের ফাইনালে এফসি কাইসারস্লটার্নের মুখোমুখি হবে লেভারকুসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.