ETV Bharat / politics

বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দুই হয়তো মুখ্যমন্ত্রী, কেন এমন মন্তব্য দেবের? - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পালটা জবাব দিতে দেবের তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দু অধিকারীই হয়তো মুখ্যমন্ত্রী হবেন ৷ এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 4:16 PM IST

Updated : May 23, 2024, 6:40 PM IST

Lok Sabha Election 2024
দেব-শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
দেব ওরফে দীপক অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

ঘাটাল, 23 মে: ভোট প্রচারের শেষদিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ৷ সেই পোস্টের জবাব দিতে গিয়ে দেব যা বললেন, তা পালটা হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ দেবের কথায়, ‘‘...শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবী ৷ বিজেপি যদি কোনোদিনও জেতে, তখন শুভেন্দুদার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আছে ৷’’ এখন প্রশ্ন হল, দেব কি সত্যিই এমনটা ভাবেন, নাকি কটাক্ষ করলেন !

যাবতীয় বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্টকে কেন্দ্র করে ৷ ‘দেবের কীর্তি’ শীর্ষক ওই পোস্টে শুভেন্দু দাবি করেছেন, গরুপাচারের টাকা নিয়েছেন দেব ৷ গরুপাচারের মূল অভিযুক্ত এনামুল হকের থেকে দামী উপহারও নিয়েছেন ৷ যদিও শুভেন্দু কোথাও গরুপাচার সংক্রান্ত বিষয় বা এনামুলের নাম উল্লেখ করেননি ৷ বরং দু’টি নথির ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ পরে ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় গরুপাচারে দেবের যোগ থাকার অভিযোগে সরব হন ৷

দেব প্রথম সোশাল মিডিয়াতেই এই নিয়ে জবাব দেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি দাবি করেন, ‘‘আমার খারাপ লাগল যে হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দুদাকে এতটা নিচে নামতে হল ৷ শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবী ৷ বিজেপি যদি কোনও দিনও জেতে, তখন শুভেন্দুদার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আছে ৷’’

পাশাপাশি যে নথি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দেবের দাবি ৷ তিনি বলেন, ‘‘আমি মামলায় অভিযুক্ত নেই ৷ প্রতিবারই বয়ান নথিভুক্ত করার জন্য ডেকেছে ৷ এমন একটা নথি, যা ইডি-সিবিআইয়ের কাছে আছে ৷ আমার বক্তব্যও আমি ইডি-সিবিআইকে জানিয়েছি ৷ আমি ওই লোকটাকে চিনি না ৷ দেব নামে লক্ষ মানুষ হতে পারে ৷ যে ঘড়ি বা জিনিসগুলো দেখিয়েছে, সেগুলো আমাকে দেওয়া হয়নি ৷ ...দ্বিতীয়ত যে 50 লক্ষ টাকা দেওয়ার কথা বলছে, সেই টাকা আট ন’মাসের মধ্য়ে আমরা আরণ্যক ট্রেডার্সকে ফেরতও দিয়ে দিয়েছি ৷ সেই নথি এখনই আপলোড করে দেব ৷ তাতে ওঁর বুঝতে সুবিধা হবে ৷’’ পরে তিনি তা সোশাল মিডিয়ায় আপলোডও করেন ৷

নির্বাচনের আরও খবরের জন্য...

তবে তিনি পালটা প্রশ্ন তুলেছেন ৷ দেব জানতে চান, ‘‘আমরা মনে হয় এটা প্রশ্ন ছুঁড়ে দেয় সিবিআই ও ইডি-র কাছে ৷ গরু চুরি সংক্রান্ত এই তথ্য ইডি, সিবিআই ও আদালতের কাছে থাকার কথা ৷ এটা শুভেন্দুদা কী করে পেলেন ? তার মানে কী ইডি-সিবিআই এর সঙ্গে শুভেন্দুদার সরাসরি যোগাযোগ আছে ? যা তথ্য ওখানে দেওয়া হচ্ছে, সেটা ওরা কি এখানে কাছে পাঠিয়ে দিচ্ছেন ? এটা আমার প্রশ্ন ৷’’

তিনি বলেন, ‘‘আমার মনে হয় শুভেন্দু অধিকারীর চেয়ে ইডি-সিবিআইয়ের বুদ্ধি অনেক বেশি ৷ ওরা যদি বুঝত যে আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এই সাক্ষাৎকার দিতেই পারতাম না ৷’’ তিনি আরও বলেন, ‘‘এত হওয়া গরম করা হল যে বিশাল কিছু আসবে ৷ এবং ধমকানো-চমকানোর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক ৷ শুভেন্দুদার মতো এত পোড়খাওয়া রাজনীতিক, আমি সকালে মেসেজও করেছি, এটা কি দরকার ছিল ?’’

ঘাটালে ভোট আগামী শনিবার ৷ আজই প্রচারের শেষদিন ৷ সেই দিনই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কর্মীদের মনোবল বাড়াতেই তিনি মুখ খুললেন বলে দাবি দেবের ৷ মুখ খুলে তিনি যেমন নিজের স্বপক্ষে যুক্তি দিলেন, পাশাপাশি কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয় এবার আর ভদ্রতা করে লাভ নেই ৷ এবার জবাব দেওয়া দরকার ৷ সবচেয়ে বড় কথা, যখন থেকে হিরণ এই অঞ্চলে আসছে, তখন থেকে আমাকে গরু চোর বলছে ৷ সবচেয়ে আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে ৷ 2013 র পেপার কাটিং, যেটা পোস্ট করেছি ৷ তাহলে তো উনিও গরু চোর ৷’’

তাঁর আরও বক্তব্য, পিন্টু মণ্ডলের সঙ্গে অনেকে কাজ করেছে ইন্ডাস্ট্রির ৷ তাহলে তো সবাই গরু চোর ৷ শুভেন্দুকে ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ দেব বলেন, ‘‘আজ শুভেন্দুদা স্পষ্ট করে দিলেন যে এই মামলায় আমি জড়িত নই ৷ ধন্যবাদ শুভেন্দুদা ৷’’ তাঁর আরও দাবি, হিরণকে ঘাটালের কেউ পছন্দ করছেন না ৷ ঘাটালের মানুষ থেকে বিজেপির নেতা-কর্মী-ভোটার কেউই পছন্দ করছেন না ৷ শুভেন্দু অধিকারী যেহেতু হিরণকে টিকিট দিয়েছেন, তাই জেতানোর মরিয়া চেষ্টায় এই সব পোস্ট করছেন ৷

আরও পড়ুন:

দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও

দেব ওরফে দীপক অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

ঘাটাল, 23 মে: ভোট প্রচারের শেষদিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ৷ সেই পোস্টের জবাব দিতে গিয়ে দেব যা বললেন, তা পালটা হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ দেবের কথায়, ‘‘...শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবী ৷ বিজেপি যদি কোনোদিনও জেতে, তখন শুভেন্দুদার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আছে ৷’’ এখন প্রশ্ন হল, দেব কি সত্যিই এমনটা ভাবেন, নাকি কটাক্ষ করলেন !

যাবতীয় বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্টকে কেন্দ্র করে ৷ ‘দেবের কীর্তি’ শীর্ষক ওই পোস্টে শুভেন্দু দাবি করেছেন, গরুপাচারের টাকা নিয়েছেন দেব ৷ গরুপাচারের মূল অভিযুক্ত এনামুল হকের থেকে দামী উপহারও নিয়েছেন ৷ যদিও শুভেন্দু কোথাও গরুপাচার সংক্রান্ত বিষয় বা এনামুলের নাম উল্লেখ করেননি ৷ বরং দু’টি নথির ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ পরে ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় গরুপাচারে দেবের যোগ থাকার অভিযোগে সরব হন ৷

দেব প্রথম সোশাল মিডিয়াতেই এই নিয়ে জবাব দেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি দাবি করেন, ‘‘আমার খারাপ লাগল যে হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দুদাকে এতটা নিচে নামতে হল ৷ শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবী ৷ বিজেপি যদি কোনও দিনও জেতে, তখন শুভেন্দুদার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ আছে ৷’’

পাশাপাশি যে নথি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দেবের দাবি ৷ তিনি বলেন, ‘‘আমি মামলায় অভিযুক্ত নেই ৷ প্রতিবারই বয়ান নথিভুক্ত করার জন্য ডেকেছে ৷ এমন একটা নথি, যা ইডি-সিবিআইয়ের কাছে আছে ৷ আমার বক্তব্যও আমি ইডি-সিবিআইকে জানিয়েছি ৷ আমি ওই লোকটাকে চিনি না ৷ দেব নামে লক্ষ মানুষ হতে পারে ৷ যে ঘড়ি বা জিনিসগুলো দেখিয়েছে, সেগুলো আমাকে দেওয়া হয়নি ৷ ...দ্বিতীয়ত যে 50 লক্ষ টাকা দেওয়ার কথা বলছে, সেই টাকা আট ন’মাসের মধ্য়ে আমরা আরণ্যক ট্রেডার্সকে ফেরতও দিয়ে দিয়েছি ৷ সেই নথি এখনই আপলোড করে দেব ৷ তাতে ওঁর বুঝতে সুবিধা হবে ৷’’ পরে তিনি তা সোশাল মিডিয়ায় আপলোডও করেন ৷

নির্বাচনের আরও খবরের জন্য...

তবে তিনি পালটা প্রশ্ন তুলেছেন ৷ দেব জানতে চান, ‘‘আমরা মনে হয় এটা প্রশ্ন ছুঁড়ে দেয় সিবিআই ও ইডি-র কাছে ৷ গরু চুরি সংক্রান্ত এই তথ্য ইডি, সিবিআই ও আদালতের কাছে থাকার কথা ৷ এটা শুভেন্দুদা কী করে পেলেন ? তার মানে কী ইডি-সিবিআই এর সঙ্গে শুভেন্দুদার সরাসরি যোগাযোগ আছে ? যা তথ্য ওখানে দেওয়া হচ্ছে, সেটা ওরা কি এখানে কাছে পাঠিয়ে দিচ্ছেন ? এটা আমার প্রশ্ন ৷’’

তিনি বলেন, ‘‘আমার মনে হয় শুভেন্দু অধিকারীর চেয়ে ইডি-সিবিআইয়ের বুদ্ধি অনেক বেশি ৷ ওরা যদি বুঝত যে আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এই সাক্ষাৎকার দিতেই পারতাম না ৷’’ তিনি আরও বলেন, ‘‘এত হওয়া গরম করা হল যে বিশাল কিছু আসবে ৷ এবং ধমকানো-চমকানোর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক ৷ শুভেন্দুদার মতো এত পোড়খাওয়া রাজনীতিক, আমি সকালে মেসেজও করেছি, এটা কি দরকার ছিল ?’’

ঘাটালে ভোট আগামী শনিবার ৷ আজই প্রচারের শেষদিন ৷ সেই দিনই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কর্মীদের মনোবল বাড়াতেই তিনি মুখ খুললেন বলে দাবি দেবের ৷ মুখ খুলে তিনি যেমন নিজের স্বপক্ষে যুক্তি দিলেন, পাশাপাশি কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয় এবার আর ভদ্রতা করে লাভ নেই ৷ এবার জবাব দেওয়া দরকার ৷ সবচেয়ে বড় কথা, যখন থেকে হিরণ এই অঞ্চলে আসছে, তখন থেকে আমাকে গরু চোর বলছে ৷ সবচেয়ে আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে ৷ 2013 র পেপার কাটিং, যেটা পোস্ট করেছি ৷ তাহলে তো উনিও গরু চোর ৷’’

তাঁর আরও বক্তব্য, পিন্টু মণ্ডলের সঙ্গে অনেকে কাজ করেছে ইন্ডাস্ট্রির ৷ তাহলে তো সবাই গরু চোর ৷ শুভেন্দুকে ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ দেব বলেন, ‘‘আজ শুভেন্দুদা স্পষ্ট করে দিলেন যে এই মামলায় আমি জড়িত নই ৷ ধন্যবাদ শুভেন্দুদা ৷’’ তাঁর আরও দাবি, হিরণকে ঘাটালের কেউ পছন্দ করছেন না ৷ ঘাটালের মানুষ থেকে বিজেপির নেতা-কর্মী-ভোটার কেউই পছন্দ করছেন না ৷ শুভেন্দু অধিকারী যেহেতু হিরণকে টিকিট দিয়েছেন, তাই জেতানোর মরিয়া চেষ্টায় এই সব পোস্ট করছেন ৷

আরও পড়ুন:

দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও

Last Updated : May 23, 2024, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.