ETV Bharat / Tmc

Tmc

বাংলায় 34 বছরের বাম-শাসনের অবসান ঘটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ৷ 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাব 215টি আসনে জয়লাভ করে ৷ ফলে টানা তিন বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024 লোকসভা নির্বাচনে দেশজুড়ে প্রথম দফার ভোট 19 এপ্রিল ৷ উত্তরপ্রদেশ ও বিহারের মতো বঙ্গেও সাত দফায় নির্বাচন ৷ প্রথম দফায় ভোট উত্তরবঙ্গের তিন জেলার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ৷ তিনটি কেন্দ্রই বিজেপির দখলে ৷ 2014 সালের লোকসভা ভোটে এই তিন কেন্দ্রে প্রথমবার দখলে নেয় শাসকদল তৃণমূল ৷ কিন্তু 2019 লোকসভা ভোটে এই কেন্দ্রগুলিতে পারাজিত হন তৃণমূল প্রার্থীরা ৷ গতবারের ভোটে বঙ্গে 42টি কেন্দ্রের মধ্যে 18টির দখল নেয় বিজেপি ৷ যেখানে 2014 সালে এই তারা মাত্র 2টি আসনে জয়ী হয়েছিল পদ্মশিবির ৷ এবার পরিস্থিতি কিছুটা হলেও অন্যরকম ৷ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ বীরভূমে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি ৷ রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন ইডি হেফাজতে ৷ সব মিলিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূল এবার কিছুটা হলেও চাপে রয়েছে ৷ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার প্রাপ্য টাকা না-দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ তাই এবারের ভোটযুদ্ধে দুর্নীতি বনাম বঞ্চনার অভিযোগে সরগরম বাংলার রাজনীতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.