দার্জিলিং, 26 জুলাই: ধর্ষণে অভিযুক্ত জনৈক তৃণমূল নেতার রহস্য মৃত্যু ৷ বৃহস্পতিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল নির্যাতিতার পরিবার ৷ তারপরই স্থানীয় শ্মশানঘাট এলাকা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ শুক্রবার শিলিগুড়ি এলাকার খড়িবাড়ি ব্লকের ঘটনা ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক সময়ে সিপিএমের শিল্পীসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তবে রাজ্যে পালা বদলের পর তিনি শাসকদলে নাম লেখান ৷ রানিগঞ্জ পানিশালির শিল্পী সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন ৷ খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকার বলেন, "অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা করা হয়েছে ৷ সকালে অভিযুক্তের দেহ উদ্ধার হয় ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে ৷"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই নেতা নাবালিকার পরিবারের ঘনিষ্ঠ ৷ মেয়েটির বাবা পেশায় দিনমজুর ৷ মা মূক ও বধির ৷ তাদের আর্থিক অবস্থা ভলো নয় ৷ প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত তৃণমূল নেতা ৷
তৃণমূলের রানিগঞ্জ অঞ্চল-2 এর, সভাপতি শিবানন্দ পণ্ডিত বলেন, "লোকসভা নির্বাচনের আগে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে ৷ দল এইরকম লোকের পাশে নেই ৷ এসব অনৈতিক কাজ দল কোনওভাবে বরদাস্ত করবে না ৷ তবে অভিযুক্তের মৃ্ত্যু কীভাবে হল এবং কী ঘটনা ঘটেছিল, সেটা পুলিশ খতিয়ে দেখুক ৷"
নির্যাতিতা ওই নাবালিকার বাবা বৃহস্পতিবার খড়িবাড়ি থানায় অভিযোগে জানান ৷ অভিযোগ, মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই তৃণমূল নেতা। মার্চ মাসে পরিবারের সকলের অনুপস্থিতিতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে ৷ এরপরও একাধিকবার ধর্ষণের শিকার হয় ৷ এমনকী বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দিয়েছিল অভিযুক্ত শিল্পী নেতা।
সম্প্রতি ওই নাবালিকার শরীরে অন্তঃসত্ত্বার লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান ৷ ফলে সত্যটা প্রকাশ্যে চলে আসে। সমস্ত ঘটনার কথা জানাজানি হওয়ার পর তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । এরপর প্রতিবেশীদের সহযোগিতায় বৃহস্পতিবার ছাত্রীর বাবা খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে অভিযোগ দায়ের হওয়ার খবর চাউর হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা। এদিন সকালেই শ্মশানঘাট এলাকা থেকে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷