ETV Bharat / snippets

রামকৃষ্ণ মিশনের জমি দখল, সোশালে ধৃতদের সঙ্গে ছবি তৃণমূল নেতা-পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 4:29 PM IST

Ramakrishna Mission Land Controversy
সোশালে ধৃতদের সঙ্গে ছবি তৃণমূল নেতা-পুলিশের (ইটিভি ভারত)

Ramakrishna Mission Land Controversy: রামকৃষ্ণ মিশনের জমি কাণ্ডের ঘটনায় ধৃতদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা এবং পুলিশ যোগের অভিযোগ। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সরব হয়েছে বিরোধীরাও। বিজেপির দাবি, শাসকদল তৃণমূলের যোগাযোগ না-থাকলে মিশনের উপরে হামলার সাহস কারও হয় না।

দলের একাংশই জানাচ্ছে, ধৃতের সঙ্গে বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের একাংশের ছবি সোশাল মিডিয়ায় রয়েছে। নেতাদের পাশাপাশি যুব তৃণমূল সক্রিয় নেতাদের সঙ্গে অভিযুক্তকে দেখা যেত বলে অভিযোগ। তালিকায় রয়েছে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নাম। তেমনই, ভক্তিনগর থানায় সদ্য প্রাক্তন এক আইসি অমরেশ সিংয়ের সঙ্গেও ধৃতের ছবি সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.