ETV Bharat / state

Reconstruction of Bridge: সেতুর পুনর্নিমাণ, কাঁটাতারে ঘেরা কলসিগ্রামে খুশির হাওয়া

author img

By

Published : Feb 19, 2023, 10:39 AM IST

কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে ঘেরা কলসিগ্রাম ৷ এই গ্রামের প্রবেশ পথের সেতুর অবস্থা বেহাল ৷ আর তা নতুন করে তৈরি করার জন্য টাকা বরাদ্দ হয়েছে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতেছেন কাঁটাতারের এই গ্রামবাসী (Villagers are Happy for Reconstruction of Bridge)।

Etv Bharat
Etv Bharat

কাঁটাতারে ঘেরা কলসিগ্রামে খুশির হাওয়া

কোচবিহার, 19 ফেব্রুয়ারি: ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে থাকা মেখলিগঞ্জের কলসিগ্রামে ভগ্নপ্রায় সানিয়াজান নদীর সেতুটি (Saniajan River in India-Bangladesh Border) নতুন করে তৈরিতে বরাদ্দ হয়েছে টাকা। রাতভোর বিএসএফের কড়া নজরদারিতে চলছে ৷ তাই কলসিগ্রামে এখন খুশির হাওয়া। নতুন সেতুতে ভর করে নতুন দিন আসবে গ্রামে, এই ভাবনা নিয়েই দিন কাটছে স্থানীয়দের।

কলসিগ্রামের অবস্থান কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে। সাধারণত, একটি মাটির কলসিকে অনুভূমিকভাবে ফেলে রাখলে যেমন জ্যামিতিক ছবি অঙ্কিত হয়, ঠিক তেমনই এই গ্রামের ভৌগলিক মানচিত্র। গ্রামে প্রবেশের পথ প্রায় কলসির মুখের অনুরূপ। এরপর সেই গোটা গ্রামের চারদিকে ঘিরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। গ্রামের মোট জনসংখ্যা প্রায় 3 হাজারের বেশি। গ্রামটির প্রায় সর্বত্র বিএসএফের কড়া নজরদারিতে থাকে। গ্রামে প্রবেশের একটি মাত্র পথ।

বিএসএফ (BSF) ও গ্রামবাসীরা সেই পথ দিয়ে যাতায়াত করে। প্রবেশ পথে রয়েছে সানিয়াজান নদী। এই নদীতে বাম আমলে তৈরি করা হয়েছে একটি সেতু। কালের নিয়মে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ওভারলোড গাড়ি, যানবাহন বাধ্য হয়েই চলাচল করছে। আর কবে যে ভেঙে পড়বে তা সর্বদা ঝুঁকিপূর্ণ । এই অবস্থায় বাসিন্দাদের দাবি মতো কলসিগ্রামে প্রবেশ পথে এই সেতু নতুন করে তৈরি করা হবে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির উৎসব কাঁটাতারের এই গ্রামে।

আরও পড়ুন: বিহারে সেতু বিপর্যয়, দ্বারভাঙায় ভাঙল ব্রিজ

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তের এই গ্রামে সানিয়াজান নদীর উপর সেতুর জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খুব দ্রুত এই কাজ শুরু হবে। নতুন করে এই পাকা সেতুর খবরে খুশি গ্রামবাসী। তাঁদের কথায়, এমনিতেই গ্রামের প্রায় চতুর্দিক ঘিরে রয়েছে কাঁটাতারের বেড়া। এই অবস্থায় এলাকায় প্রবেশের মুখেই সানিয়াজান নদীর উপর থাকা একমাত্র সেতুটির বর্তমানে খুবই বেহাল অবস্থা। সেতুটির যা অবস্থা তাতে যেকোনও সময় ভেঙে পড়তে পারে। সেতুর নীচে থাকা খুঁটিগুলির নড়বড়ে অবস্থা। আর সেতু ভেঙে পড়লে ভারত ভূখণ্ড থেকেই সীমান্তের এই গ্রামের মানুষদের বিচ্ছিন্ন হয়ে যাবার আশংকা রয়েছে।

কারণ গ্রামের তিনদিকেই বাংলাদেশ সীমান্ত। তবে শুধু গ্রামের মানুষদেরই নয় সেতু ভেঙে গেলে গ্রামের ভিতরে থাকা বিএসএফের সীমান্ত চৌকির সঙ্গেও বাইরের এলাকার যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। এতে নিরাপত্তা রক্ষার কাজেও বিঘ্ন ঘটার আশংকা রয়েছে। তাই দীর্ঘদিন থেকেই এই গ্রামের মানুষ এখানে নতুন করে একটু বড় মাপের সেতু গড়ার দাবি করে আসছিলেন। স্থানীয়দের পাশপাশি সীমান্তের বিএসএফের তরফেও এখানকার দুর্বল সেতুর সমস্যার সমাধানের দাবির কথা জানিয়ে ব্লক ও জেলা প্রশাসনের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অবশেষে এ নিয়ে উদ্যোগ গৃহীত হওয়ার বিষয়টি নিয়ে সন্তুষ্ট সকলেই ৷

আরও পড়ুন: রাজমহল ও মালদার মধ্যে গঙ্গাসেতু নির্মাণে আগ্রহী ঝাড়খণ্ড, বাংলার প্রস্তাবের অপেক্ষা

দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে সেতু তৈরির করার অর্থ বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত ৷ এদিন জলপাইগুড়ি সেক্টরের অধীনে বিএসএফের 40 নম্বর ব্যাটেলিয়নের সিও বলেন, " আমরাও প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম। অবশেষে উদ্যোগ গৃহীত হওয়ায় আমরাও খুশি।" স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন দাবি করা হয়েছিল এই সেতুর পুনর্নিমাণের জন্য। অবশেষে নতুন সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয়েছে শুনেছি, এতে তাঁরা আনন্দিত। তবে, গ্রামের আরও কিছু রাস্তার সংস্কারের দাবি তুলেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.