ETV Bharat / bharat

Bihar Bridge Collapse: বিহারে সেতু বিপর্যয়, দ্বারভাঙায় ভাঙল ব্রিজ

author img

By

Published : Jan 16, 2023, 7:05 PM IST

সোমবার বিহারের দ্বারভাঙায় কমলা নদীর উপর ভেঙে পড়ে একটি পুরনো ব্রিজ (Bihar Bridge Accident) ৷ যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ETV Bharat
বিহারে ভাঙল সেতু

বিহারে মাঝ নদীর উপর ভাঙল সেতু

দ্বারভাঙা, 16 জানুয়ারি: বিহারের দ্বারভাঙায় সেতু বিপর্যয় ৷ মাঝ নদীর উপর ভেঙে পড়ল ব্রিজ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কমলা নদীর উপর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি-বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময়ে ভেঙে যায় সেতুটি ৷ ফলে ট্রাকটি ব্রিজটি থেকে নীচে পড়ে আটকে যায় ৷ তেবে ট্রাক চালক প্রাণে রক্ষা পেয়েছেন (Bridge on Kamala river collapsed) ৷

এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ৷ এই সেতু বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ৷ ভাঙা ব্রিজে আটকে থাকা ট্রাকটিকে সরানোর চেষ্টা চলছে ৷ স্থানীয়রা জানিয়েছেন আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য এই সেতুটি ব্যবহার করা হয় ৷ এই দুর্ঘটনার জন্য ব্রিজটির নির্মাণকারী সংস্থার উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা (bridge collapsed in Darbhanga) ৷ এই সেতুটি এদিন ভেঙে পড়ায় তাঁদের যাতায়াতে অসুবিধা হবে বলে দাবি গ্রামবাসীদের ৷ ঘুরপথে যেতে সময়ও অনেক বেশি লাগবে ৷

আরও পড়ুন: মাদুরাইয়ে জাল্লিকাট্টুতে অংশ নেওয়া এক ট্যামারের মৃত্যু, আহত 67

স্থানীয়দের দাবি সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও এই সেতুটির রক্ষণাবেক্ষণ ঠিক করে করেনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি ৷ সংশ্লিষ্ট আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ এই সেতুটির পাশে আর একটি নতুন সেতু নির্মাণেরও কথা ছিল বলে জানা গিয়েছে ৷ 2021 সালে এই নতুন সেতুর নির্মাণকাজের সূচনা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

আরও পড়ুন: অসমে কুয়াশার কারণে ট্রাকে ধাক্কা বাসের, মৃত 3 তীর্থযাত্রী

কিন্তু স্থানীয়দের অভিযোগ নতুন ব্রিজ নির্মাণের কাজ তো এগোয়নি, তার উপর এদিন ভেঙে পড়ল পুরনো সেতুটিও ৷ বিহারের এই সেতু বিপর্যয়ের ঘটনা এদিন মনে করিয়ে দিয়েছে কয়েক মাস আগে গুজরাতের মরবি সেতুর বিপর্যয়ের কথা ৷ ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 135 জন ৷ তবে এদিন বিহারের যে সেতুটি ভেঙেছে, সেটিতে আগেও সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.