New Ganga Bridge Proposal: রাজমহল ও মালদার মধ্যে গঙ্গাসেতু নির্মাণে আগ্রহী ঝাড়খণ্ড, বাংলার প্রস্তাবের অপেক্ষা

author img

By

Published : Feb 7, 2023, 4:04 PM IST

New Ganga Bridge Proposal

ঝাড়খণ্ডের (Jharkhand) রাজমহল আর পশ্চিমবঙ্গের মালদার মধ্যে গঙ্গাসেতু নির্মাণে উৎসাহী হেমন্ত সোরেনের (Hemant Soren) সরকার ৷ কেন্দ্রের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কেন্দ্র তাদের জানিয়েছে, পশ্চিমবঙ্গের তরফে প্রস্তাব গেলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মালদা, 7 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের (Bengal Government) তরফে প্রস্তাব গেলেই মালদা থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গার উপর নতুন সেতু তৈরির চিন্তাভাবনা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ এই সেতু নির্মাণের বিষয়ে আগ্রহী ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government) ৷ তাদের তরফে দুই রাজ্যের মধ্যে সংযোগকারী গঙ্গা সেতু (New Ganga Bridge) নির্মাণের বিষয়ে কেন্দ্রকে আবেদনও জানানো হয়েছে ৷ তার প্রেক্ষিতে কেন্দ্রের তরফে প্রতিবেশী রাজ্যের সরকারকে জানিয়ে দেওয়া হয়, যেহেতু এটি দুই রাজ্যের বিষয়, তাই দুই রাজ্যের তরফেই এই সেতুর প্রস্তাব কেন্দ্রকে পাঠাতে হবে ৷ যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন কোনও প্রস্তাব এখনও কেন্দ্রের কাছে যায়নি বলেই খবর ৷

গত বছরের মে মাসে ঝাড়খণ্ড সরকারের সড়ক নির্মাণ দফতরের সচিব সুনীল কুমার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) চেয়ারম্যানকে পাঠানো আবেদনপত্রে জানিয়েছেন, বর্তমানে বিহারের মনিহারী ও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মধ্যে গঙ্গার উপর চার লেনের ব্রিজ নির্মাণের কাজ চলছে ৷ সেই সেতুর আপস্ট্রিমে 82 কিলোমিটার দূরে ভাগলপুরে রয়েছে গঙ্গার আরেকটি সেতু ৷ সাহেবগঞ্জের ডাউনস্ট্রিমে 79 কিলোমিটার দূরে ফরাক্কায় রয়েছে গঙ্গার সেতু ৷ মধ্যের এই বিস্তীর্ণ অংশে গঙ্গার উপর কোনও সেতু নেই ৷ এই অবস্থায় সাহেবগঞ্জ থেকে মাত্র 39 কিলোমিটার দূরে রাজমহল ও মানিকচক ঘাটের মধ্যে গঙ্গার উপর একটি সেতু নির্মাণ করা হলে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি ঘটবে ৷

New Ganga Bridge Proposal
সেতু না থাকায় এভাবেই চলে পারাপার

এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের রাজমহল কেন্দ্রের বিধায়ক আনন্দ ওঝা বলেন, “রাজমহল ও মালদার মানিকচক ঘাটের মধ্যে গঙ্গার উপর সেতু নির্মাণ হলে দুই রাজ্যেরই অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ৷ দুই রাজ্যের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ আরও আরও বাড়বে ৷ পর্যটন শিল্পের বিকাশেও এই সেতু দুই রাজ্যের কাছে সহায়ক হবে ৷ সেদিকে লক্ষ্য রেখে আমি দীর্ঘদিন ধরেই এই সেতু নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘বিষয়টি কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গডকড়ির নজরেও নিয়ে আসি ৷ ঝাড়খণ্ড সরকারের তরফে এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, এনিয়ে এখনও পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও প্রস্তাব তাঁদের কাছে যায়নি ৷ যেহেতু এই সেতুর সঙ্গে দুই রাজ্য জড়িয়ে রয়েছে, তাই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও প্রস্তাব আসা প্রয়োজন ৷ সেই প্রস্তাব এলেই তারা বিষয়টি পর্যালোচনা করবে ৷”

New Ganga Bridge Proposal
সেতু না থাকায় এভাবেই চলে পারাপার

বিষয়টি নিয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, “কেন্দ্রের কাছে গঙ্গার নতুন সেতু নির্মাণের জন্য ঝাড়খণ্ড সরকার আমাদের রাজ্য সরকারকে লিখিত আবেদন জানাতে পারে ৷ এক্ষেত্রে রাজ্য সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ তবে মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত গঙ্গার উপর সেতু নির্মিত হলে মালদার অর্থনৈতিক পরিকাঠামোর যে উন্নতি ঘটবে, তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷”

আরও পড়ুন: ড্রোন ও রোবটিক্স নিয়ে স্বপ্নের উড়ান, রাজ্যে প্রথম মউ চুক্তি স্বাক্ষর জিকেসিআইইটি'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.