ETV Bharat / international

Pakistan PM Imran Khan : 'আম্পায়ার'-এর সিদ্ধান্তে নট আউট ইমরান, ভোটাভুটির আগেই সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ

author img

By

Published : Apr 3, 2022, 1:14 PM IST

Updated : Apr 3, 2022, 3:00 PM IST

পাকিস্তানের মসনদে আপাতত টিকে গেলেন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইস্তফা দিতে হল না ৷ তার আগেই অনাস্থা বাতিল হয়ে গেল (Pakistan PM Imran Khan) ৷

Pakistan PM Imran Khan
প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, 3 এপ্রিল : নিশ্চিত আউট ছিলেন ৷ বিরোধীদের আনা অনাস্থায় ভোটাভুটি হলে পরাজয় প্রায় নিশ্চিতই ছিল ৷ কিন্তু এ যাত্রায় 'আম্পায়ার' ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে নট আউট ইমরান ৷ এদিন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকার কোয়াসিম খান সুরি (Qasim Khan Suri) বিরোধীদের অনাস্থা প্রস্তাবই খারিজ করে দিলেন ৷ ঘোষণা করলেন এটা অসাংবিধানিক ৷ এর সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিতও করে দেন (Pakistan National Assembly Deputy Speaker rejects the no-confidence motion against PM Imran Khan, declares it unconstitutional) ৷ যা নিয়ে উত্তাল ওয়াঘার ওপার ৷

ইমরান জানান, তিন মাসের মধ্যে পাকিস্তানে নির্বাচন ৷ অন্যদিকে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে গঠিত ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশ মেনে অ্যাসেম্বলি ভেঙে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ৷

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন, "স্পিকারের এই সিদ্ধান্তে আমি প্রত্যেক পাকিস্তানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ৷ অনাস্থা ভোট আমাদের বিরুদ্ধে অন্য দেশের ষড়যন্ত্র ৷ কে তাকে শাসন করবে, তা পাকিস্তানই ঠিক করবে ৷" তিনি প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা জানিয়ে লিখেছিলেন ৷ তাঁর মতে দেশে গণতান্ত্রিক মাধ্য়মে নির্বাচন হওয়া উচিত ৷ পাকিস্তানবাসীকে ইমরান বলেন, "আমি দেশবাসীকে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিচ্ছি ৷"

  • Government has violated constitution. did not allow voting on no confidence motion. The united opposition is not leaving parliament. Our lawyers are on their way to Supreme Court. We call on ALL institutions to protect, uphold, defend & implement the constitution of Pakistan 🇵🇰 pic.twitter.com/sThqng0SI5

    — BilawalBhuttoZardari (@BBhuttoZardari) April 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Imran Khan : 'ক্যাপ্টেনের ঝুলিতে একাধিক পরিকল্পনা থাকে', অনাস্থা ভোটের চ্যালেঞ্জের সামনে আত্মবিশ্বাসী ইমরান

এদিকে বিরোধী পক্ষের পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বিরোধীদের পক্ষের অন্যতম প্রধান বিলওয়াল ভুট্টো জ়ারদারি টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "সংবিধান লঙ্ঘন করেছে সরকার ৷ অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি করতে দেওয়াই হয়নি ৷ ঐক্যবদ্ধ বিরোধীপক্ষ সংসদ ছেড়ে যাবে না ৷ আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছে ৷ পাকিস্তানের সংবিধান রক্ষার্থে, সমর্থন জানাতে, তুল ধরতে এবং সংবিধানকে প্রয়োগ করতে আমরা সব প্রতিষ্ঠানকে ডাক দিচ্ছি ৷"

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট 342 জন সদস্যের আসন রয়েছে ৷ সরকার গড়তে হলে শাসকদলের কাছে কমপক্ষে 172টি আসন থাকতে হবে ৷ এ সপ্তাহের প্রথম দিকে পিটিআই সরকারের জোটসঙ্গী এমকিউএম-পি ইমরানকে ছেড়ে বিলওয়াল ভুট্টো জ়ারদারির নেতৃত্বে গঠিত বিরোধী পক্ষে যোগ দিয়েছে ৷ ইমরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীদের দাবি ছিল, ন্যাশনাল অ্যাসেম্বলির 175 জন তাদের সঙ্গে আছেন ৷ অনাস্থা ভোটাভুটি হলে ইমরানের গদি উল্টে যেতে পারত ৷ আজ ন্যাশনাল অ্যাসেম্বলি শুরুর আগেই বিরোধী শিবির ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ আসাদ কাইজ়ারের (Asad Qaiser) অপসারণ চেয়ে প্রস্তাব পেশ করে ৷ তাতে 100-রও বেশি সংখ্যক বিরোধী দলনেতা ভোট দিয়েছিলেন ৷ কিন্তু শেষমেশ ইমরান চেকমেট করলেন ৷

আরও পড়ুন : Motion for Pakistan Speaker Removal : সংসদ রক্ষায় বিরোধীদের চাল, পাকিস্তানে স্পিকারের অপসারণ চেয়ে প্রস্তাব

Last Updated :Apr 3, 2022, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.