ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি পরিস্থিতি, ভোট-বঙ্গে শুধু রাজনৈতিক উত্তাপ - WB Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 8:06 AM IST

WB Weather Update: আগামী চার-পাঁচ দিন বঙ্গে বৃষ্টির দাপট চলবে ৷ জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এর ফলে অবশ্য কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই মিলবে ৷

WB Weather Update
জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টি পরিস্থিতি (ফাইল ছবি)

কলকাতা, 12 মে: জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলা জুড়ে এখনও থাকবে বৃষ্টি পরিস্থিতি ৷ উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ সেটি বর্তমানে পশ্চিম-উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত ৷ এটি পূর্ব-উত্তরপ্রদেশ, বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর রয়েছে ৷ এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে ৷ এই দুই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলায় । বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া ৷

হাওয়া অফিস বলছে শনিবার থেকে বৃষ্টির অভিঘাত অনেকটা কমেছে ৷ 13 মে অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে ৷ তবে তীব্রতা কমবে ৷ কমে যাবে বজ্রপাতের তীব্রতাও ৷ আবহাওবিদের কথায়, এবার টানা তাপপ্রবাহের পরিস্থিতি চলছিল বেশকিছুদিন ৷ আবহাওয়ার অস্থিরতা ছিল ৷ তবে এখন পরিস্থিতি পালটেছে ৷ বায়ুর গতিপথেরও পরিবর্তন হয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে ৷ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এর ফলে এই বৃষ্টিপাতের পরিস্থিতি ৷

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টির দাপট অনেকটা কমেছে । আগামিকাল সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও, তার তীব্রতা কম থাকবে ৷ পাশাপাশি বজ্রপাতের তীব্রতাও অনেকটাই কমবে ৷ তবে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত আরও 4-5 দিন চলবে ৷ এর ফলে চাঁদিফাটা রোদ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বঙ্গবাসীর ৷ এদিকে সোমবারই দক্ষিণবঙ্গের 8টি কেন্দ্রে নির্বাচন ৷ তাই রাজনৈতিক উত্তাপও তুঙ্গে ৷

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে ৷ তবে সেখানে আরও চার-পাঁচদিন বৃষ্টি হবে ৷ সঙ্গে থাকবে দমকা হাওয়া ৷ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইবে ৷ তবে উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদা, দুই-দিনাজপুরে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে ৷ বৃষ্টির ফলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন খুব একটা হবে না ৷ বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে পারদ ফের উর্ধ্বগামী হবে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ এবং সর্বনিম্ন 60 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.1 মিলিমিটার ৷ আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32ডিগ্রি এবং 23ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা থাকবে ৷

আরও পড়ুন:

  1. নতুন সপ্তাহে আয়ের সুযোগ মিথুনের, কর্মে উন্নতি সিংহের; বাকিদের ভাগ্য়ে কী জানুন রাশিফলে
  2. ছুটির দিনেও অর্থপ্রাপ্তি মেষ রাশির, আপনার কপালে কী আছে ? জানুন রাশিফলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.