বারাসত, 8 মার্চ: 'ওনার (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) একটা আলাদা ইমেজ রয়েছে মানুষের মধ্যে। সেই ইমেজ উপরের দিকে আছে বলেই তো বিজেপি ওনাকে নিয়েছে।' কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদান নিয়ে এবার মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ উলটো সুর শোনা গেল তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলায়। বিচারপতির আঙিনা ছেড়ে সদ্য রাজনীতির ময়দানে যোগ দিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সে পথে না হেঁটে বরং অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসা করে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "বিজেপিতে যোগ দিয়ে উনি তৃণমূলের বিরুদ্ধে যেটা চাইছিল সেটা মনে হয় আরও সহজ হয়ে গেল।"
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বিধানসভা এলাকায় পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বারাসতে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। অনুষ্ঠান শেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন, "মিডিয়াকে ব্যবহার করে উনি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করেছেন। সেটা তিনি নিজেও স্বীকার করেন। ওনার ইমেজ আজ শিখরে পৌঁছেছে বলেই বিজেপি নিজেদের পার্টিতে যোগদান করিয়েছে ওনাকে (অভিজিৎ গঙ্গোপাধ্যায়)। এতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা ওনার পক্ষে আরও সহজ হয়ে গেল। এটাই তো সে চাইছিল!"
তাহলে কি বিজেপিতে যোগ দেওয়ার আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যাবতীয় মামলার রায় পক্ষপাতদুষ্ট ছিল ? সেই প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, "এভাবে বিচার করলে হবে না। উনি কী রায় দিয়েছিলেন, সেই রায় ঠিক ছিল না ভুল ছিল, এভাবে দেখলে তা হবে না। এই প্রশ্নগুলো কোর্টেও টিকবে না।" এদিকে, বিজেপিতে যোগ দেওয়ার ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইমেজ কমল না বাড়ল ? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, "সেটাই আমি বললাম। তবে শেষ পর্যন্ত কী হবে সেটা ভবিষ্যতই বলবে।"
অন্যদিকে, বিজেপিতে যোগ না দিয়ে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দল হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর ইমেজ আরও ভালো হত বলেই মনে করছেন তৃণমূল বিধায়ক। এই বিষয়ে চিরঞ্জিত বলেন, "অনেকেই আশা করেছিল তিনি নির্দল হয়ে ভোটে লড়াই করবেন। সবাই ভেবেছিল এটা করলেই হয়তো দেশের মঙ্গল হত। কিন্তু সেটা না করে উনি যোগ দিল বিজেপিতে। এটা ওনার পছন্দ। যার যেখানে মনে হবে সে সেখানে যোগ দেবে। এর মধ্যে আপত্তি কোথায় ?"
আরও পড়ুন
বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের
'পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে', মোদিকে নতুন নাম দিলেন মমতা!