ETV Bharat / politics

'পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে', মোদিকে নতুন নাম দিলেন মমতা!

Mamata Banerjee: 'পিন্টুবাবু' নাম নিয়ে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বাংলায় এসে তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাজ্য সরকারকে নানা কারণে বারবার কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালের সভায় কি মুখ্যমন্ত্রী মমতা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন নামকরণ করলেন?

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 10:09 PM IST

মোদিকে নতুন নাম দিলেন মমতা!
Mamata Banerjee

কলকাতা, 7 মার্চ: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে এসে নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিকে সামনে রেখে মমতা সরকারকে কড়া আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার নারী দিবসের মিছিলকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একবারও সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিলেন না তিনি। তবে, এদিন মমতার মুখে পিন্টুবাবুর কথা শোনা গিয়েছে। আর এই নাম নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে ৷

কে এই পিন্টুবাবু? তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির কথা বললেও রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি পিন্টুবাবু নামকরণ করেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে।" নাম না-করে এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "গতকালও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি সব থেকে বেশি নারী নির্যাতন হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা হল সেই রাজ্য যেখানে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "নারী নির্যাতন হলে বিহারে বিচার হয় না, উত্তরপ্রদেশেও মহিলারা বিচার পান না। রাজস্থানেও বিচার হয় না। হাথরাসে বিচার পায় না। মণিপুর যখন জ্বলছিল সেখানে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল তখন কোথায় ছিলেন বিজেপি নেতারা?" মমতা প্রশ্ন তোলেন, "হাথরাস যখন উত্তপ্ত হয়েছিল কোথায় ছিলেন আপনারা! এরপরেও পিন্টুবাবুর কেন বাংলার নাম শুনলেই রাগ হয়! বাংলার মেয়েকে নিয়ে তাঁর কীসের এত সমস্যা?"

মমতা আরও বলেন, "নারী সম্মানের কথা বলেন উনি। আপনারা মেয়েদের সম্মানের কথা বলেন? আপনারা মেয়েদের কী সম্মান করেন তার জলজ্যান্ত প্রমাণ হলেন সাক্ষী মালিক, তিনি একজন কুস্তিগীর ৷ আপনার পার্টির এমপি (ব্রিজভূষণ) সাক্ষীকে হেনস্থা করার পরও আপনি তাঁকেই বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না, তারাই মহিলা সম্মানের কথা বলেন। হাথরাসে মহিলাদের উপর এত অত্যাচার করার পরেও তাঁরা বিচার পায়নি। তিনদিন আগেও তারা আমার কাছে ফোন করেছিল। সংবাদমাধ্যমে তাদের কথা আর প্রকাশিত হয় না।"

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাংলায় 454টি টিম পাঠিয়েছে বিজেপি সরকার। মণিপুর এতদিন ধরে জ্বলছে। সেখানে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হল কতগুলি টিম পাঠানো হয়েছে সেখানে? মমতার প্রশ্ন হাথরাসে কতগুলি টিম গিয়েছিল? জবকার্ড হোল্ডারদের তিন বছর টাকা দেননি ৷ সেখানে 454টি টিম পাঠিয়েছেন। তারপরেও আমরা 59 লক্ষ লোককে টাকা দিয়েছি।"

আরও পড়ুন:

  1. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  2. ইডি বাড়িতে এলেই দল ছাড়ার হিড়িক! নাম না-করে তাপসকে খোঁচা মমতার
  3. 'কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব', যুবদের জন্য 5 গ্যারান্টি ঘোষণা খাড়গের

কলকাতা, 7 মার্চ: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে এসে নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিকে সামনে রেখে মমতা সরকারকে কড়া আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার নারী দিবসের মিছিলকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একবারও সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিলেন না তিনি। তবে, এদিন মমতার মুখে পিন্টুবাবুর কথা শোনা গিয়েছে। আর এই নাম নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে ৷

কে এই পিন্টুবাবু? তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির কথা বললেও রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি পিন্টুবাবু নামকরণ করেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে।" নাম না-করে এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "গতকালও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি সব থেকে বেশি নারী নির্যাতন হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা হল সেই রাজ্য যেখানে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "নারী নির্যাতন হলে বিহারে বিচার হয় না, উত্তরপ্রদেশেও মহিলারা বিচার পান না। রাজস্থানেও বিচার হয় না। হাথরাসে বিচার পায় না। মণিপুর যখন জ্বলছিল সেখানে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল তখন কোথায় ছিলেন বিজেপি নেতারা?" মমতা প্রশ্ন তোলেন, "হাথরাস যখন উত্তপ্ত হয়েছিল কোথায় ছিলেন আপনারা! এরপরেও পিন্টুবাবুর কেন বাংলার নাম শুনলেই রাগ হয়! বাংলার মেয়েকে নিয়ে তাঁর কীসের এত সমস্যা?"

মমতা আরও বলেন, "নারী সম্মানের কথা বলেন উনি। আপনারা মেয়েদের সম্মানের কথা বলেন? আপনারা মেয়েদের কী সম্মান করেন তার জলজ্যান্ত প্রমাণ হলেন সাক্ষী মালিক, তিনি একজন কুস্তিগীর ৷ আপনার পার্টির এমপি (ব্রিজভূষণ) সাক্ষীকে হেনস্থা করার পরও আপনি তাঁকেই বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না, তারাই মহিলা সম্মানের কথা বলেন। হাথরাসে মহিলাদের উপর এত অত্যাচার করার পরেও তাঁরা বিচার পায়নি। তিনদিন আগেও তারা আমার কাছে ফোন করেছিল। সংবাদমাধ্যমে তাদের কথা আর প্রকাশিত হয় না।"

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাংলায় 454টি টিম পাঠিয়েছে বিজেপি সরকার। মণিপুর এতদিন ধরে জ্বলছে। সেখানে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হল কতগুলি টিম পাঠানো হয়েছে সেখানে? মমতার প্রশ্ন হাথরাসে কতগুলি টিম গিয়েছিল? জবকার্ড হোল্ডারদের তিন বছর টাকা দেননি ৷ সেখানে 454টি টিম পাঠিয়েছেন। তারপরেও আমরা 59 লক্ষ লোককে টাকা দিয়েছি।"

আরও পড়ুন:

  1. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  2. ইডি বাড়িতে এলেই দল ছাড়ার হিড়িক! নাম না-করে তাপসকে খোঁচা মমতার
  3. 'কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব', যুবদের জন্য 5 গ্যারান্টি ঘোষণা খাড়গের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.