ETV Bharat / politics

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের

Abhijit Gangopadhyay Joins BJP: বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, এদিনই তিনি তৃণমূলকে উপড়ে ফেলার হুঙ্কার দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 12:58 PM IST

Updated : Mar 7, 2024, 2:26 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 7 মার্চ: বিচার ব্যবস্থার আঙিনা ছেড়ে রাজনীতিতে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ আর বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সাফ জানিয়েদিলেন, দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাইছেন তিনি ৷ দল যা দায়িত্ব দেবে তা পালন করতেও তিনি বদ্ধপরিকর বলেও স্পষ্ট করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়া ৷ শুধু তাই নয়, এদিনই তিনি কার্যত হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন, বর্তমানে রাজ্যে যে সরকার চলছে তার উৎখাত করার লড়াই শুরু হল আজ থেকেই ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্য়াগ করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন ৷ সেইমতো এদিন এদিন সল্টলেকে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন ৷ এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান বিজেপি নেতা সজল ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ আর সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিজেপিতে যোগ দিতে যাচ্ছি ৷ আজ আমার খুবই ভালো লাগছে ৷ একটি সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি এটা তো বিরাট ব্য়াপার ৷ দল যা কাজ দেবে, যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠাভাবে পালন করব ৷ শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করব ৷" আর এদিন পালটা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বিজেপি সদর দফতরে পৌঁছতেই পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ এদিন তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মেরুদণ্ড সোজা করে লড়াই করা ব্যক্তিত্ব উনি ৷ বর্তমান রাজ্যের রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজন ছিল ৷ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন অকুতোভয় চিত্তে, তারপরও তাঁকে বার বার আক্রমণ করা হয়েছে ৷ এখনও তাঁকে নিশানা করা হচ্ছে ৷ বাংলা থেকে পরিবারবাদী দুর্নীতিবাজ পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করে আসল পরিবর্তনের ডঙ্কা বাজাব ৷" পালটা নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিবিআই তদন্তের আদেশ দেওয়া থেকে বিজেপিতে যোগদান পর্যন্ত একটি 180-ডিগ্রি পালা বদল সম্পর্কেও কিছু বলুন ৷ বিশেষ করে সিবিআই এফআইআরে নাম লেখা কোনও ব্যক্তির মাধ্যমে এই উজ্জ্বল ফ্লিপটি বিচার বিভাগের একটি অংশের সঙ্গে বিজেপির দুমড়ে-মুচড়ে যাওয়া বিষয়টিকেই প্রকাশ করছে ৷ যা সব কিছুই বাংলার স্বার্থের ক্ষতি করছে।"

অন্যদিকে, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহরা যে পার্টিতে আছেন, সেখানে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞ ৷ পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্থ দল এবং সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই মুহূর্তে আমাদের প্রথম উদ্দেশ্য ৷ বিজেপির বাংলায় আসা খুব দরকার ৷ এই দুর্নীতিগ্রস্থ দল এবং সরকাররের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ৷"

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই সময় তাঁকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানায় তৃণমূল ৷ এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে কটাক্ষ করার পাশাপাশি সাংবাদিক বৈঠক করেও আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ এদিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘তাঁর ঘরে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা-যাওয়া ছিল। আজকে পরিষ্কার যে, উনি বিচারপতির আসনে বসে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। উনি বিচারপতির পদের অবমাননা করেছেন।’’

আরও পড়ুন

গরম ভাতে চাই ঘি, খাবার নিয়ে শাহজাহানের হাজারো বায়নায় অতিষ্ঠ সিবিআই

রুজিরার তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ইডির, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

কলকাতা, 7 মার্চ: বিচার ব্যবস্থার আঙিনা ছেড়ে রাজনীতিতে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ আর বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সাফ জানিয়েদিলেন, দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাইছেন তিনি ৷ দল যা দায়িত্ব দেবে তা পালন করতেও তিনি বদ্ধপরিকর বলেও স্পষ্ট করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়া ৷ শুধু তাই নয়, এদিনই তিনি কার্যত হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন, বর্তমানে রাজ্যে যে সরকার চলছে তার উৎখাত করার লড়াই শুরু হল আজ থেকেই ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্য়াগ করার পরই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন ৷ সেইমতো এদিন এদিন সল্টলেকে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন ৷ এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান বিজেপি নেতা সজল ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ আর সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিজেপিতে যোগ দিতে যাচ্ছি ৷ আজ আমার খুবই ভালো লাগছে ৷ একটি সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি এটা তো বিরাট ব্য়াপার ৷ দল যা কাজ দেবে, যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠাভাবে পালন করব ৷ শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করব ৷" আর এদিন পালটা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বিজেপি সদর দফতরে পৌঁছতেই পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ এদিন তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মেরুদণ্ড সোজা করে লড়াই করা ব্যক্তিত্ব উনি ৷ বর্তমান রাজ্যের রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজন ছিল ৷ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন অকুতোভয় চিত্তে, তারপরও তাঁকে বার বার আক্রমণ করা হয়েছে ৷ এখনও তাঁকে নিশানা করা হচ্ছে ৷ বাংলা থেকে পরিবারবাদী দুর্নীতিবাজ পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করে আসল পরিবর্তনের ডঙ্কা বাজাব ৷" পালটা নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিবিআই তদন্তের আদেশ দেওয়া থেকে বিজেপিতে যোগদান পর্যন্ত একটি 180-ডিগ্রি পালা বদল সম্পর্কেও কিছু বলুন ৷ বিশেষ করে সিবিআই এফআইআরে নাম লেখা কোনও ব্যক্তির মাধ্যমে এই উজ্জ্বল ফ্লিপটি বিচার বিভাগের একটি অংশের সঙ্গে বিজেপির দুমড়ে-মুচড়ে যাওয়া বিষয়টিকেই প্রকাশ করছে ৷ যা সব কিছুই বাংলার স্বার্থের ক্ষতি করছে।"

অন্যদিকে, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহরা যে পার্টিতে আছেন, সেখানে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞ ৷ পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্থ দল এবং সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই মুহূর্তে আমাদের প্রথম উদ্দেশ্য ৷ বিজেপির বাংলায় আসা খুব দরকার ৷ এই দুর্নীতিগ্রস্থ দল এবং সরকাররের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ৷"

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই সময় তাঁকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানায় তৃণমূল ৷ এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে কটাক্ষ করার পাশাপাশি সাংবাদিক বৈঠক করেও আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ এদিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘তাঁর ঘরে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা-যাওয়া ছিল। আজকে পরিষ্কার যে, উনি বিচারপতির আসনে বসে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। উনি বিচারপতির পদের অবমাননা করেছেন।’’

আরও পড়ুন

গরম ভাতে চাই ঘি, খাবার নিয়ে শাহজাহানের হাজারো বায়নায় অতিষ্ঠ সিবিআই

রুজিরার তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ইডির, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

Last Updated : Mar 7, 2024, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.