ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ এবার তাদের গ্রাস করছে যারা দীর্ঘদিন ধরে তা লালন করে: জয়শংকর - Jaishankar on Terrorism

author img

By PTI

Published : May 17, 2024, 8:11 PM IST

Jaishankar on Terrorism: সন্ত্রাসবাদ এবার তাদের গ্রাস করতে শুরু করেছে যারা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসবাদকে লালন করে আসছে ৷ শুক্রবার এ কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

ETV BHARAT
বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ (ফাইল ছবি)

নয়াদিল্লি, 17 মে: এশিয়ার স্থলভাগ ও সমুদ্রে নতুন করে উত্তেজনা প্রত্যক্ষ করা যাচ্ছে ৷ কারণ বিভিন্ন চুক্তিকে অসম্মান করা হয়েছে এবং আইনের শাসনকে উপেক্ষা করা হয়েছে ৷ তার ফলে যেই এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালন করেছে, সেই এলাকাগুলিকে এ বার সেই সন্ত্রাসবাদই গ্রাস করতে শুরু করেছে ৷ শুক্রবার এ কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ পূর্ব লাদাখে সীমান্ত বরাবর চিনের সেনাবাহিনী তাদের অবস্থান অব্যাহত রেখে চলায় এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান সমর্থন করে চলার মাঝেই বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

সিআইই আয়োজিত একটি ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর মুদ্রার শক্তি এবং বিশ্ব কূটনীতিতে 'নিষেধাজ্ঞার হুমকি' কীভাবে প্রভাব ফেলছে সে সম্পর্কেও নিজের মত জানান ৷ প্রসঙ্গত, সম্প্রতি ভারত ও ইরান চাবাহার বন্দর নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে । তার পরই মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে ৷ তারই প্রেক্ষিতে জয়শংকরের এই মন্তব্য বলে মত বিশেষজ্ঞদের ৷

জয়শংকর ভূ-রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা, লোহিত সাগরে ড্রোন হামলার ঘটনা এবং জলবায়ু সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ায় হিংসা বৃদ্ধি এবং রসদ সরবরাহের বিঘ্নের পরিণতি সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন । কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, "জ্বালানি, খাদ্য ও সারের 3এফ সংকটের সম্মুখীন হচ্ছে বিশ্ব ৷ এশিয়ায়, চুক্তিগুলিকে অসম্মান করা এবং আইনের শাসনকে উপেক্ষা করায় স্থল ও সমুদ্রে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ৷" তাঁর কথায়, "সন্ত্রাসবাদ এবং চরমপন্থা তাদের গ্রাস করতে শুরু করেছে যারা দীর্ঘদিন ধরে এটি অনুশীলন করেছে । বিভিন্ন উপায়ে, আমরা আসলে নিখুঁত ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷"

এই ক্ষেত্রে দিল্লির অবস্থান স্পষ্ট করে জয়শংকর বলেন, "ভারতের জন্য কাজটি হল, নিজের উপর এর প্রভাব প্রশমিত করা এবং যতটা সম্ভব বিশ্বকে স্থিতিশীল করতে অবদান রাখা । এই দেশ 'ভারত প্রথম' এবং 'বসুধৈব কুটুম্বকম'-এর এই ন্যায়সঙ্গত সমন্বয়, যা আমাদের ভাবমূর্তিকে 'বিশ্ববন্ধু' হিসাবে সংজ্ঞায়িত করে ৷"

জয়শংকর বলেন যে, আজকের ভারতের আকর্ষণগুলির বৃহত্তর ব্র্যান্ডিং প্রচেষ্টা রয়েছে যা অংশীদারিত্বের সুবিধাগুলিকে বিশ্বের কাছে তুলে ধরবে ৷ বর্তমান সময় স্বাভাবিক ব্যবসার থেকে বেশি কিছু করার আহ্বান জানায় কারণ বিশ্বাস এবং নির্ভরযোগ্যতা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । তাঁর কথায়, "আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের অর্থনৈতিক অগ্রাধিকারগুলিকে আমাদের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে, আমরা বাজারে অ্যাক্সেস, বিনিয়োগ, প্রযুক্তি, এমনকি শিক্ষা এবং পর্যটনের কথা বলি না কেন, এটি আরও বেশি হবে যাতে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং ডিজিটালের মতো ডোমেনে 'মেক ইন ইন্ডিয়া' আরও অক্সিজেন সংগ্রহ করে ।" (পিটিআই)

আরও পড়ুন:

  1. 'নয়া ভারত' কোভিড টিকা আবিষ্কার করেছে, চাঁদের দক্ষিণ মেরুতে গিয়েছে: জয়শংকর
  2. 'বিশ্বায়নের যুগের নামে দীর্ঘদিন ধরে অন্যায় প্রতিযোগিতা সহ্য করছে ভারত', বললেন বিদেশমন্ত্রী
  3. কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.