ETV Bharat / bharat

'বিশ্বায়নের যুগের নামে দীর্ঘদিন ধরে অন্যায় প্রতিযোগিতা সহ্য করছে ভারত', বললেন বিদেশমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 12:22 PM IST

EAM Jaishankar in FICCI: ফিকির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় ভারতের অবস্থান তুলে ধরে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, আজ ভারতকে বিশ্বের ফার্মেসি, ডিজাইনার এবং প্রযোজক বলা হয় ৷
EAM Jaishankar in FICCI
বিদেশমন্ত্রী এস জয়শংকর

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বিশ্বায়নের যুগের নামে দীর্ঘকাল ধরে 'অন্যায় প্রতিযোগিতা' সহ্য করে আসছে ভারত ৷ মত বিদেশমন্ত্রী এস জয়শংকরের ৷ তিনি বলেন যে, প্রতিযোগিতাটি অন্যায্য হলে ভারতের অবশ্যই তা বলার ক্ষমতা থাকতে হবে । শুক্রবার ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) 96তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় জয়শংকর উল্লেখ করেন যে, ইতিহাস ভারতের পক্ষে এবং প্রতিটি পরিমাপযোগ্য সূচক ভারতের পক্ষে কাজ করছে ।

জয়শংকর বলেন, "আমাদের জন্য, দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই একটি চ্যালেঞ্জ, প্রকৃতপক্ষেই অন্যায্য প্রতিযোগিতা । আমরা কীভাবে ডেটা পেতে পারি, কীভাবে আমরা বোঝাপড়া তৈরি করি এবং কীভাবে আমরা নিশ্চিত করব যে নীতিগুলিতে মানা হচ্ছে ? কীভাবে ? তাহলে আমরা কীভাবে আমাদের প্রতিরক্ষা গড়ে তুলব ? এবং আমরা কীভাবে অন্যায্য প্রতিযোগিতার বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ অনেক দিন ধরেই এই দেশটি (ভারত) বিশ্বায়নের যুগের নামে অন্যায় প্রতিযোগিতা সহ্য করে আসছে, এটাই হয়ে আসছে, আমাদের এর সঙ্গেই থাকতে হবে ।"

তিনি আরও বলেন, "আমাদের এর সঙ্গে বাঁচতে হবে না । প্রতিযোগিতা যদি অন্যায় হয় তবে আমাদের অবশ্যই এটিকে তুলে ধরার ক্ষমতা থাকতে হবে এবং আমরা কীভাবে ভারতের বিশ্বায়নে সাহায্য করব ? কারণ বিশ্বজুড়ে বিশ্বায়ন হচ্ছে ৷ ইতিহাস আমাদের পাশে রয়েছে । প্রতিটি পরিমাপযোগ্য সূচক আমাদের পক্ষে কাজ করছে । গত 25 বছরে শুধুমাত্র ভারতে ভিক্ষিত ভারত হিসাবে বেড়ে ওঠেনি, দেশ বিশ্বজুড়ে একটি ভিক্ষিত ভারত হিসাবেও বাড়ছে ৷"

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বে ভারতের অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে তা তুলে ধরে জয়শংকর বলেন যে, 15 বছর আগে ভারতকে বিশ্বের ব্যাক অফিস বলা হত । আজ ভারতকে বিশ্বের ফার্মেসি, বিশ্বের ডিজাইনার এবং বিশ্বের প্রযোজক বলা হয় ।

জয়শংকরের কথায়, "হয়তো প্রায় 15 বছর আগে, আমাদেরকে বিশ্বের ব্যাক অফিস বলা হত । আজ, আমাদের বলা হয় বিশ্বের ফার্মেসি । আমাদের বলা হয় বিশ্বের ডিজাইনার । আমাদের বলা হয় বিশ্বের গবেষক । আমাদের বলা হয় বিশ্বের প্রযোজক । আমাদের বলা হয় ডিজিটাল, এক অর্থে, ডিজিটাল পাইওনিয়ার ।"

আরও পড়ুন:

  1. বিরাট কোহলির সই করা ব্যাট ঋষি সুনককে দীপাবলির উপহার জয়শংকরের
  2. ভারতে সফরে মার্কিন বিদেশ সচিব, কথা রাজনাথ-জয়শংকরের সঙ্গে
  3. কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.