ETV Bharat / bharat

বুদ্ধ পূর্ণিমায় হর কি পৌরি-সহ হরিদ্বারের ঘাটগুলিতে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় - Buddha Purnima

Buddha Purnima 2024: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারের গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়া ভিড় ৷ কড়া পুলিশি নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে শহরকে ৷ পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও বিশেষ নজর রেখেছে পুলিশ প্রশাসন ৷

author img

By ANI

Published : May 23, 2024, 12:29 PM IST

Buddha Purnima
গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ভিড় (ফাইল চিত্র)

হরিদ্বার, 23 মে: আজ বুদ্ধ পূর্ণিমা ৷ এই পুণ্য তিথি উপলক্ষে গঙ্গায় স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে ৷ কথিত আছে, এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন । এই কারণে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে । তাই আজ হরিদ্বারের হর কি পৌরি-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে পবিত্র ডুব দিয়ে প্রার্থনা সারছেন পুণ্যার্থীরা ৷ এর ফলে গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের স্নানকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও ।

সোশাল মিডিয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বুদ্ধ পূর্ণিমা স্নান উৎসব উপলক্ষে হরিদ্বার হর কি পৌরি-সহ সমস্ত গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছে । মানুষ যাতে সুশৃঙ্খলভাবে গঙ্গাস্নান করে তাদের গন্তব্যে চলে যায় তা নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে ৷ গাড়োয়াল রেঞ্জের আইজি করণ সিং নাগন্যাল বলেন, "বুদ্ধ পূর্ণিমায় স্নান করতে গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় হবে ৷ তাই তার আগে বুধবার হার কি পাউরি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে । রাত 1টা থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি ৷ ঘাটে যারা ঘুমোচ্ছিলেন তাদের জাগিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে গঙ্গাস্নানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভিড় সামলাতে পুলিশ মোতায়েন রয়েছে । গঙ্গা আরতি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷"

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমনের পরিপ্রেক্ষিতে পুলিশে-পুলিশে ছয়লাপ হরিদ্বার । মেলাকে সাতটি জোন ও 19টি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে । যান নিয়ন্ত্রণ করায় ভক্তদের যাতে কোনো সমস্যা না-হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে ।

বুদ্ধ পূর্ণিমা মানে ভগবান বুদ্ধের রূপে পৃথিবীতে ভগবান বিষ্ণুর অবতরণের দিন । তীর্থনগরী হরিদ্বারে কড়া নিরাপত্তার মধ্যে চলছে বুদ্ধ পূর্ণিমার স্নান । দূর-দূরান্ত থেকে ভক্তরা স্নান করতে এসেছেন গঙ্গায় । বিশ্বাস করা হয় যে, এই দিনে বিষ্ণু ভগবান বুদ্ধ রূপে পৃথিবীতে অবতরণ করে বুদ্ধত্ব লাভ করেন এবং এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন । এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বিনায়ক উপবাস পালনের গুরুত্ব বুঝিয়েছিলেন । ভগবান নরসিংহের অবতার গ্রহণ করেছিলেন । এমনটা বিশ্বাস করা হয় যে, বুদ্ধ পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে এবং গঙ্গার পুজো করলে প্রচুর উপকার পাওয়া যায় ।

ছত্তিশগড় থেকে আসা পুণ্যার্থী নীরজ পাঠক বলেন, "বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপলক্ষ । তাই আমি এবং আমার পুরো পরিবার এখানে গঙ্গা স্নান করতে এবং ভগবান শিবের আর্শীবাদ নিতে এসেছি । ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যে মা গঙ্গা সকলের দুঃখ-কষ্ট দূর করুক এবং আমরা আশা করি প্রতি বছর এখানে এসে মা গঙ্গাকে যারা শ্রদ্ধা জানাবে তাদের দুঃখ-কষ্ট দূর হবে ৷ এখানে কয়েক হাজার মানুষ জমা হয়েছে তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ যার ফলে গঙ্গাস্নান করতে কোন সমস্যা হচ্ছে না ৷"

একইভাবে বারাণসীতেও দূর দূর থেকে আসা প্রচুর পুণ্যার্থী গঙ্গাস্নান সারছেন ৷ তাঁদের মধ্যে একজন রবি প্রভা সিং বলেছেন, "আমরা সবাই সঙ্গমে স্নান করতে একসঙ্গে এসেছি । অনেক দূর থেকে মানুষ এখানে আসে । ভগবান রাম এখানে এসেছিলেন এবং এখান থেকেই সীতা মাতা বনে গিয়েছিলেন । এখানে স্নান করলে অনেক উপকার পাওয়া যায় ।" আর এক পুণ্যার্থী পার্বতী বলেন, "আজ আমরা গঙ্গায় স্নান করতে এসেছি । এটি একটি খুব ভালো দিন ৷ বছরে একবার আমরা এই পবিত্র গঙ্গাস্নান করি ৷ পরে যার সুফল পাই । এটি পরিবারে সুখ এবং শান্তি নিয়ে আসে ৷ তাই আমরা মা গঙ্গার পবিত্র স্থানে আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি ।"

উত্তরাখণ্ডের পণ্ডিত মনোজ ত্রিপাঠী বলেছেন, "সমগ্র বৈশাখ মাস ভগবান শ্রী নারায়ণের সেবায় নিবেদিত । এর সমাপনী দিনটিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা বা পূর্ণমাসী বৈশাখী । দিনটি এতই পবিত্র যে ভগবান শ্রী নারায়ণের বেশিরভাগ অবতার এই মাসেই সংঘটিত হয়েছে । পূর্ণিমা তিথিতে বুদ্ধ আবির্ভূত হয়েছেন । বুদ্ধ অবতারের এই দিনে, যাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়, স্নান, দান ও নৈবেদ্যর বিশেষ গুরুত্ব রয়েছে ।"

আরও পড়ুন:

  1. আজ বুদ্ধ পূর্ণিমা, এই কাজগুলি করলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন
  2. দশহরা উপলক্ষ্যে হরিদ্বারে গঙ্গাস্নানে অগণিত পুণ্যার্থী, দেখুন ভিডিয়ো
  3. গঙ্গোত্রীর সামনে ভক্তিগীতিতে নাচে-গানে মাতলেন দর্শনার্থীরা, দেখুন ভিডিয়ো

হরিদ্বার, 23 মে: আজ বুদ্ধ পূর্ণিমা ৷ এই পুণ্য তিথি উপলক্ষে গঙ্গায় স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে ৷ কথিত আছে, এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন । এই কারণে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে । তাই আজ হরিদ্বারের হর কি পৌরি-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে পবিত্র ডুব দিয়ে প্রার্থনা সারছেন পুণ্যার্থীরা ৷ এর ফলে গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের স্নানকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও ।

সোশাল মিডিয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বুদ্ধ পূর্ণিমা স্নান উৎসব উপলক্ষে হরিদ্বার হর কি পৌরি-সহ সমস্ত গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছে । মানুষ যাতে সুশৃঙ্খলভাবে গঙ্গাস্নান করে তাদের গন্তব্যে চলে যায় তা নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে ৷ গাড়োয়াল রেঞ্জের আইজি করণ সিং নাগন্যাল বলেন, "বুদ্ধ পূর্ণিমায় স্নান করতে গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় হবে ৷ তাই তার আগে বুধবার হার কি পাউরি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে । রাত 1টা থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি ৷ ঘাটে যারা ঘুমোচ্ছিলেন তাদের জাগিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে গঙ্গাস্নানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভিড় সামলাতে পুলিশ মোতায়েন রয়েছে । গঙ্গা আরতি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷"

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমনের পরিপ্রেক্ষিতে পুলিশে-পুলিশে ছয়লাপ হরিদ্বার । মেলাকে সাতটি জোন ও 19টি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে । যান নিয়ন্ত্রণ করায় ভক্তদের যাতে কোনো সমস্যা না-হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে ।

বুদ্ধ পূর্ণিমা মানে ভগবান বুদ্ধের রূপে পৃথিবীতে ভগবান বিষ্ণুর অবতরণের দিন । তীর্থনগরী হরিদ্বারে কড়া নিরাপত্তার মধ্যে চলছে বুদ্ধ পূর্ণিমার স্নান । দূর-দূরান্ত থেকে ভক্তরা স্নান করতে এসেছেন গঙ্গায় । বিশ্বাস করা হয় যে, এই দিনে বিষ্ণু ভগবান বুদ্ধ রূপে পৃথিবীতে অবতরণ করে বুদ্ধত্ব লাভ করেন এবং এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন । এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বিনায়ক উপবাস পালনের গুরুত্ব বুঝিয়েছিলেন । ভগবান নরসিংহের অবতার গ্রহণ করেছিলেন । এমনটা বিশ্বাস করা হয় যে, বুদ্ধ পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে এবং গঙ্গার পুজো করলে প্রচুর উপকার পাওয়া যায় ।

ছত্তিশগড় থেকে আসা পুণ্যার্থী নীরজ পাঠক বলেন, "বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপলক্ষ । তাই আমি এবং আমার পুরো পরিবার এখানে গঙ্গা স্নান করতে এবং ভগবান শিবের আর্শীবাদ নিতে এসেছি । ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যে মা গঙ্গা সকলের দুঃখ-কষ্ট দূর করুক এবং আমরা আশা করি প্রতি বছর এখানে এসে মা গঙ্গাকে যারা শ্রদ্ধা জানাবে তাদের দুঃখ-কষ্ট দূর হবে ৷ এখানে কয়েক হাজার মানুষ জমা হয়েছে তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ যার ফলে গঙ্গাস্নান করতে কোন সমস্যা হচ্ছে না ৷"

একইভাবে বারাণসীতেও দূর দূর থেকে আসা প্রচুর পুণ্যার্থী গঙ্গাস্নান সারছেন ৷ তাঁদের মধ্যে একজন রবি প্রভা সিং বলেছেন, "আমরা সবাই সঙ্গমে স্নান করতে একসঙ্গে এসেছি । অনেক দূর থেকে মানুষ এখানে আসে । ভগবান রাম এখানে এসেছিলেন এবং এখান থেকেই সীতা মাতা বনে গিয়েছিলেন । এখানে স্নান করলে অনেক উপকার পাওয়া যায় ।" আর এক পুণ্যার্থী পার্বতী বলেন, "আজ আমরা গঙ্গায় স্নান করতে এসেছি । এটি একটি খুব ভালো দিন ৷ বছরে একবার আমরা এই পবিত্র গঙ্গাস্নান করি ৷ পরে যার সুফল পাই । এটি পরিবারে সুখ এবং শান্তি নিয়ে আসে ৷ তাই আমরা মা গঙ্গার পবিত্র স্থানে আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি ।"

উত্তরাখণ্ডের পণ্ডিত মনোজ ত্রিপাঠী বলেছেন, "সমগ্র বৈশাখ মাস ভগবান শ্রী নারায়ণের সেবায় নিবেদিত । এর সমাপনী দিনটিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা বা পূর্ণমাসী বৈশাখী । দিনটি এতই পবিত্র যে ভগবান শ্রী নারায়ণের বেশিরভাগ অবতার এই মাসেই সংঘটিত হয়েছে । পূর্ণিমা তিথিতে বুদ্ধ আবির্ভূত হয়েছেন । বুদ্ধ অবতারের এই দিনে, যাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়, স্নান, দান ও নৈবেদ্যর বিশেষ গুরুত্ব রয়েছে ।"

আরও পড়ুন:

  1. আজ বুদ্ধ পূর্ণিমা, এই কাজগুলি করলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন
  2. দশহরা উপলক্ষ্যে হরিদ্বারে গঙ্গাস্নানে অগণিত পুণ্যার্থী, দেখুন ভিডিয়ো
  3. গঙ্গোত্রীর সামনে ভক্তিগীতিতে নাচে-গানে মাতলেন দর্শনার্থীরা, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.