ETV Bharat / health

আজ বুদ্ধ পূর্ণিমা, এই কাজগুলি করলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন - Buddha Purnima 2024 Remedies

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 1:08 PM IST

Updated : May 23, 2024, 10:25 AM IST

Buddha Purnima: 23 মে অর্থাৎ বৃহস্পতিবার পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা । এই তিথিতে কিছু সহজ নিয়ম পালন করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় । পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় বাড়িতে কিছু বিশেষ জিনিস কিনে আনলে ফল পাবেন । বাচ্চাদের পড়াশোনাতেও হবে মনোযোগী ৷ এই বিষয়ে জানালেন জ্যোতিষী রাহুল দে...

Buddha Purnima News
বুদ্ধ পূর্ণিমা (ইটিভি ভারত)

হায়দরাবাদ: হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে । বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা । এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলে সুফল পাওয়া যায় । কিছু কাজ করলে একদিকে ব্যক্তির জীবন ধন-ধান্যে ভরে যায়, অন্য দিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় । পূর্ণিমা তিথিতে স্নান-দান ও ব্রত পালন করলে দারিদ্র্য দূর হয় । এই দিনে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ করলেই জীবনে আসবে সুখ শান্তি এই বিষয়ে জানিয়েছেন জ্যোতিষী রাহুল দে (Vaishakh Purnima) ৷

তিনি বলেন, "বৈশাখের এই বুদ্ধ পূর্ণিমাতে কিছু জিনিস কিনলে অনেক জীবেনর চলার অনেক সুফল মেলে ৷ আর্থিক উন্নতির জন্য বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে 11টা লক্ষ্মীর কড়ি দিন (দশকর্মার দোকানে পাওয়া যায়) ৷ পরের দিন নিজের লকারে বা পার্সে রেখে দিন ৷ ফলে আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হবে ৷"

তিনি আরও বলেন, বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু টিপস মানলে সেটা বাচ্চাদের জন্য শুভ হবে ৷ পূর্ণিমা শেষ হওয়ার আগে অর্থাৎ 6টা 41 মিনিটের আগে হলুদ দিয়ে কপালে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এবং পূর্ণিমা শেষ হওয়ার পর অর্থাৎ 6টা 48 মিনিটে এই স্বস্তিক চিহ্ন মুছে দেবেন ৷ এটি করলে বাচ্চাদের জন্য উপকার হবে ৷

এছাড়াও কাল সকালে উঠে গঙ্গা স্নান করলেও খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷ বুদ্ধ পূর্ণিমার দিন সাধারণ দরিদ্র মানুষকে সামর্থ্য মতো দান করতে পারেন ৷ এছাড়াও বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালালে ভালো হবে ৷ এই জিনিসগুলি করলেই কোনও সমস্যার মুখোমুখি হবেন না । এছাড়াও কাঙ্খিত ফল লাভ করতে পারবেন । ফলে মানসিক শান্তি পাবেন ৷ কোনও কাজে বাধা আসবে না ৷

আরও পড়ুন:

  1. একটা লবঙ্গ কীভাবে বদলে দেবে আপনার ভাগ্য ? জানালেন জ্যোতিষী
  2. সোনাদানা নয়, অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে এই সাধারণ জিনিস কিনলেই ফিরবে ভাগ্য
  3. অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কাজ, সমৃদ্ধি আসবে জীবনে

হায়দরাবাদ: হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে । বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা । এই তিথিতে লক্ষ্মী ও বিষ্ণুর পাশাপাশি গৌতম বুদ্ধের আরাধনা করলে সুফল পাওয়া যায় । কিছু কাজ করলে একদিকে ব্যক্তির জীবন ধন-ধান্যে ভরে যায়, অন্য দিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় । পূর্ণিমা তিথিতে স্নান-দান ও ব্রত পালন করলে দারিদ্র্য দূর হয় । এই দিনে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ করলেই জীবনে আসবে সুখ শান্তি এই বিষয়ে জানিয়েছেন জ্যোতিষী রাহুল দে (Vaishakh Purnima) ৷

তিনি বলেন, "বৈশাখের এই বুদ্ধ পূর্ণিমাতে কিছু জিনিস কিনলে অনেক জীবেনর চলার অনেক সুফল মেলে ৷ আর্থিক উন্নতির জন্য বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে 11টা লক্ষ্মীর কড়ি দিন (দশকর্মার দোকানে পাওয়া যায়) ৷ পরের দিন নিজের লকারে বা পার্সে রেখে দিন ৷ ফলে আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হবে ৷"

তিনি আরও বলেন, বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু টিপস মানলে সেটা বাচ্চাদের জন্য শুভ হবে ৷ পূর্ণিমা শেষ হওয়ার আগে অর্থাৎ 6টা 41 মিনিটের আগে হলুদ দিয়ে কপালে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এবং পূর্ণিমা শেষ হওয়ার পর অর্থাৎ 6টা 48 মিনিটে এই স্বস্তিক চিহ্ন মুছে দেবেন ৷ এটি করলে বাচ্চাদের জন্য উপকার হবে ৷

এছাড়াও কাল সকালে উঠে গঙ্গা স্নান করলেও খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷ বুদ্ধ পূর্ণিমার দিন সাধারণ দরিদ্র মানুষকে সামর্থ্য মতো দান করতে পারেন ৷ এছাড়াও বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালালে ভালো হবে ৷ এই জিনিসগুলি করলেই কোনও সমস্যার মুখোমুখি হবেন না । এছাড়াও কাঙ্খিত ফল লাভ করতে পারবেন । ফলে মানসিক শান্তি পাবেন ৷ কোনও কাজে বাধা আসবে না ৷

আরও পড়ুন:

  1. একটা লবঙ্গ কীভাবে বদলে দেবে আপনার ভাগ্য ? জানালেন জ্যোতিষী
  2. সোনাদানা নয়, অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে এই সাধারণ জিনিস কিনলেই ফিরবে ভাগ্য
  3. অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কাজ, সমৃদ্ধি আসবে জীবনে
Last Updated : May 23, 2024, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.