ETV Bharat / international

Virat Kohli Signed Cricket Bat: বিরাট কোহলির সই করা ব্যাট ঋষি সুনককে দীপাবলির উপহার জয়শংকরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 1:48 PM IST

Jaishankar gives Virat Kohli Signed Cricket Bat to UK PM: রবিবার লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি সেখানে বিরাট কোহলির সই করা একটি ব্যাট উপহার দেন সুনককে ৷ দীপাবলি উপলক্ষ্য়েই এই ব্যাট সুনককে ভারতের বিদেশমন্ত্রী উপহার দিয়েছেন ৷

PHOTO Courtsey: UK Prime Minister X Handle
PHOTO Courtsey: UK Prime Minister X Handle

হায়দরাবাদ, 13 নভেম্বর: বিরাট কোহলির সই করা ক্রিকেট ব্যাট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য এখন ব্রিটেন সফরে রয়েছেন ৷ সেই সফরের সময়ই তিনি ব্যাট উপহার দেন ঋষি সুনককে ৷

এই নিয়ে পরে সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী ঋষি সুনক আজ সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে ড. এস জয়শংকরকে স্বাগত জানান । বিশ্বজুড়ে ভারতীয়দের দীপাবলি উদযাপন শুরু করার সঙ্গে সঙ্গে তাঁরা একসঙ্গে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ৷"

রবিবার বিদেশমন্ত্রী এস জয়শংকর ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করেন ঋষি সুনকের সঙ্গে ৷ সস্ত্রীক সেখানে হাজির ছিলেন বিদেশমন্ত্রী ৷ সাক্ষাতের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তিও উপস্থিত ছিলেন ৷ সেই সাক্ষাতের সময়ই তিনি ব্যাট উপহার দেন সুনককে ৷

এই নিয়ে জয়শংকরও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘দীপাবলির দিনে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করে আনন্দিত বোধ করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছি । ভারত ও যুক্তরাজ্য সমসাময়িক সময়ের জন্য সম্পর্ক পুনর্গঠনে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে । ধন্যবাদ মিস্টার এবং মিসেস সুনককে, তাঁদের উষ্ণ অভ্যর্থনা এবং সহৃদয় আতিথেয়তার জন্য ।’’

  • Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.

    India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.

    Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, বিরাট কোহলির সই করা যে ব্যাটটি জয়শংকর উপহার দিয়েছেন, সেটি ‘জিনিয়াস এমআরএফ বিরাট কোহলি রান মেশিন’ এডিশনের ৷ ওই ব্যাটে বিরাটের একটি ছাপানো হস্তাক্ষর রয়েছে ৷ তাছাড়া আরও একটি সই লক্ষ্য করা গিয়েছে ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলে সম্ভবত সেটি বিরাট নিজেই সই করে দিয়েছেন কলম দিয়ে ৷

আরও পড়ুন:

  1. দিওয়ালির আনন্দে ভাসলেন সুনাক, ডাউনিং স্ট্রিটের চা চক্রে আমন্ত্রণ জয়শঙ্করকে
  2. ভারতে সফরে মার্কিন বিদেশ সচিব, কথা রাজনাথ-জয়শংকরের সঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.