ETV Bharat / entertainment

নতুন মামলায় ফিরছেন আইনজীবী মাধব মিশ্রা, 'ক্রিমিনাল জাস্টিস' নিয়ে বড় ঘোষণা ডিজনি'র - Criminal Justice

author img

By PTI

Published : May 17, 2024, 6:58 PM IST

Pankaj Tripathi New Web Series: কোর্ট রুমে ন্যায়-বিচার দিতে আসছেন আইনজীবী মাধব মিশ্রা ৷ শুরু হতে চলেছে ক্রিমিনাস জাস্টিস-এর নতুন অধ্যায় ৷ আইনজীবী পঙ্কজ ত্রিপাঠীর কাঠগোড়ায় এবার কে?

Pankaj Tripathi New Web Series
আসছেন আইনজীবী মাধব মিশ্রা (ডিজনি প্লাস হটস্টার ইন্সটাগ্রাম)

মুম্বই, 17 মে: নিরাপরাধদের ন্যায়বিচার দিতে আসছেন আইনজীবী মাধব মিশ্রা ৷ চতুর অথচ সরল স্বভাবের, তুখোড় বুদ্ধি সম্পন্ন অথচ গোবেচারা প্রকৃতির আইনজীবী খুব কমই দেখা যায় ৷ ডিজনি প্লাস হটস্টারে আসছে 'ক্রিমিনাল জাস্টিস' ৷ ওটিটির পর্দা ফের জমাত করতে আসছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ শুক্রবার ওটিটি প্ল্য়াটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে নতুন সিরিজের ৷

ডিজনি প্লাস হটস্টারের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে কোর্টরুমের ৷ যেখানে দেখা যায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ৷ ক্যাপশনে লেখা, "কোর্টে বিচার চলছে আর নতুন সিজনের প্রস্তুতিও চলছে ৷ ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজন নিয়ে আসছেন মাধব মিশ্রা ৷" এই প্রসঙ্গে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'পর্দায় যে সকল অভিনেতারা আইনজীবীর ভূমিকা পালন করেন, সেখানে মাধব মিশ্রা চরিত্র জায়গা করে নিতে পেরেছে ৷ ক্রিমিনাস জাস্টিস সেই সুযোগ দিয়েছে ৷ আমি জানি না, মাধবের চরিত্রে আমাকে কতটা মানিয়েছে ৷ তবে সিরিজে প্রত্যেকটা কেসে জয় হোক বা হার, আমিও যেন সেটাই অনুভব করতাম ৷'

তিনি আরও জানান, ডিজনি প্লাস হটস্টারের তরফে নতুন সিজনের ঘোষণায় তিনি আপ্লুত ৷ আশা করছি, প্রতিবারের মতো এবারও দর্শকরা তাঁদের ভালোবাসা আমাদের দেবেন ৷ ব্রিটিশ টেলিভিশন সিরিজের নাম অনুযায়ী, 2018 সালে ওটিটি-র পর্দায় আসে ক্রিমিনাল জাস্টিস-এর প্রথম সিজন ৷ 2020 সালে আসে ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড ক্লোজড ডোর্স, 2022 সালে দর্শকরা দেখেছেন ক্রিমিনাল জাস্টিস: অধুরা সচ ৷ প্রতিটি সিজনে আলাদা গল্প ও আলাদা চরিত্র থাকলেও বদলাননি আইনজীবী মাধব মিশ্রা ৷

ডিজনি প্লাস হটস্টার ও এইচএসএম এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ওয়েব সিরিজের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ৷ আমরা আনন্দিত এই সিরিজের নতুন সিজন আনতে পেরে ৷ আমি নিশ্চিত, পঙ্কজ ত্রিপাঠীর আইকনিক চরিত্র মাধব মিশ্রা দর্শকদের হতাশ করবে না ৷" তবে এই সিরিজ ওটিটি-র পর্দায় কবে আসবে, তা জনতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন ৷

আরও পড়ুন

  1. ওটিটি-তে আসছে 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড', তালিকায় আরও চমক
  2. 'হেডস অফ স্টেট' ছবির সেটে প্রিয়াঙ্কা, মুক্তি নিয়ে দিলেন বড় খবর
  3. মেট গালার রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচী, তৈরি করলেন ইতিহাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.