ETV Bharat / bharat

CJI NV Ramana রামানার অবসর, ফিরে দেখা বর্ণময় কর্মজীবন

author img

By

Published : Aug 26, 2022, 2:12 PM IST

Updated : Aug 26, 2022, 3:02 PM IST

তিনি মানুষের বিচারপতি নামেই পরিচিত ৷ আজ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার শেষ দিন ৷ আজ তিনি অবসর নিচ্ছেন ৷ যাওয়ার আগে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় নির্দেশ দিয়েছেন ৷ রইল তাঁর সংক্ষিপ্ত জীবন ও রায় (CJI NV Ramana) ৷

CJI NV Ramana
এন ভি রামানা

নয়াদিল্লি, 26 অগস্ট: দেশের প্রধান বিচারপতি হিসেবে আজই শেষ দিন বিচারপতি নুতালাপতি ভেঙ্কটা রামানা (Justice Nutalapati Venkata Ramana) ওরফে এন ভি রামানার ৷ গত বছর 24 এপ্রিল 48তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷ বিদায়ী প্রধান বিচারপতি এসএ বোবরে (Former CJI Sharad Arvind Bobde) তাঁকে মনোনীত করেন ৷ 26 অগস্ট, 2022-এ 16 মাস দীর্ঘ মেয়াদের সমাপ্তি ঘটল ৷ ভারতীয় বিচারব্যবস্থায় কয়েকটি ব্যতিক্রমী রায় এবং নিজের স্বকীয়তার জন্য তিনি আলাদা জায়গা করে নিয়েছেন ৷

এন ভি রামানা

1957 সালের 27 অগস্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় পুন্নাভারাম গ্রামে জন্মগ্রহণ করেন বিচারপতি এন ভি রামানা ৷ তিনি কৃষক পরিবারের সন্তান ৷ শৈশবে গ্রামের একটি ছোট স্কুলে হাতেখড়ি প্রধান বিচারপতির ৷ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি নাগার্জুনা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন ৷

দেশে এমারজেন্সি অবস্থার সময় তিনি ছাত্র ৷ সেই সময় গ্রেফতার হন নাগার্জুনা বিশ্ববিদ্যালয়ে তাঁর বহু সহপাঠী ৷ তাঁদের সমর্থন করেছিলেন ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি ৷ আইনজীবী হিসেবে পেশা শুরুর আগে 'এনাডু' নামের একটি দক্ষিণী পত্রিকায় সাংবাদিকতার চাকরি করেন এন ভি রামানা ৷

1983 সালের ফেব্রুয়ারি মাসে বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেন বিচারপতি এন ভি রামানা ৷ বিজয়ওয়াড়ায় এক বিখ্যাত আইনজীবীর কাছে সহকারী হিসেবে কয়েক মাস কাজ করেন তিনি ৷ তারপর হায়দরাবাদে প্রবীণ আইনজীবী এরাসু আয়াপু রেড্ডির অধীনে 10 বছর প্র্যাকটিস করেন ৷ আয়াপু রেড্ডি রাজনীতিতে ব্যস্ত হয়ে যাওয়ায় তাঁর মামলাগুলি রামানাই দেখভাল করতেন ৷

1998-এর এপ্রিলে এন ভি রামানা অন্ধ্রপ্রদেশের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্বভার নেন ৷ 2008-এর 27 জুন হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 2013-র 2 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন এন ভি রামানা ৷ সুপ্রিম কোর্টে তাঁর প্রবেশ 2014-র 17 ফেব্রুয়ারি ৷ এরপর 2021-এ দেশের 48তম প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মামলার তালিকা তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি রামানার কয়েকটি উল্লেখযোগ্য রায়

গতকাল, 25 অগস্টই পেগাসাস নিয়ে নির্দেশ বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানার গঠিত বেঞ্চ ৷ এছাড়া সরকারের শতাব্দী প্রাচীন দেশদ্রোহিতা আইন বা সিডিশন অ্যাক্টের আওতায় সাধারণ মানুষকে হেনস্থা করা থেকে তিনি রক্ষা করেন ৷ এছাড়া, 'ফাস্টার' (FASTER) নামক একটি সুরক্ষিত ইলেকট্রনিক সিস্টেম তৈরি করা হয় ৷ এতে আদালত থেকে জামিন না পাওয়ার কারণে বন্দিদের মুক্তি পেতে দেরি হওয়ার বিষয়টি এড়ানো যায় ৷

কেরালার এক সাংবাদিককে ইউএপিএ (Unlawful Activities (Prevention) Act, UAPA) আইনে গ্রেফতার করা হয় ৷ সাংবাদিক অসুস্থ হয়ে পড়লে দিল্লিতে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷ তিনি জানান, এটা তাঁর বেঁচে থাকার অধিকার (right to life) ৷ ধানবাদের অতিরিক্ত জেলা বিচারক (Additional District Judge) উত্তম আনন্দকে দিনের আলোয় একটি অটো ধাক্কা মারে এবং তিনি মারা যান ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন রামানা ৷

সম্প্রতি মহারাষ্ট্র শিবসেনার দাবিদার নিয়ে দ্বিধাবিভক্ত উদ্ধব ঠাকরে এবং মুখ্যমন্ত্রী শিণ্ডে ৷ এই মামলাটি সাংবিধানিক বেঞ্চের হাতে তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ৷ এছাড়া, অতিমারির সময় প্রধান বিচারপতি অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিনের দাম নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থা গ্রহণ করেন ৷ এর ফলে কেন্দ্রে বিজেপি সরকারকে তাদের নীতি বদলাতে হয়েছিল ৷ দেশে 18 এবং তার ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনাটিকা দিচ্ছে মোদি সরকার ৷ সেই সময় লিডউইনা জোসেফ, কেরালার পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিচারপতি রামানাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখে ৷

আরও পড়ুন: বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

Last Updated :Aug 26, 2022, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.