পশ্চিমবঙ্গ

west bengal

Ranji Quarter-Final: 9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা

By

Published : Jun 9, 2022, 10:57 AM IST

রণজি ট্রফির (Bengal first class cricket record) কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ 129 বছরের রেকর্ড ভাঙার পর উচ্ছ্বসিত বাংলার হেড কোচ অরুণলাল (Ranji Quarter-Final)৷ বেঙ্গালুরু থেকে ইটিভি ভারতকে তিনি জানালেন, "ছেলেরা অসাধারণ খেলেছে ৷ আমি গর্বিত ৷"

ranji-quarter-final-bengal-first-team-in-history-of-first-class-cricket-to-have-9-batters-scoring-50-plus-runs
9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা

কলকাতা, 9 জুন:প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙার পর এ বার রণজি জয়ের স্বপ্ন দেখছেন বাংলার হেড কোচ অরুণলাল (Ranji Quarter-Final)৷ গতবার একটুর জন্য রণজি হাতছাড়া হয়েছিল ৷ তবে ঐতিহাসিক পারফরম্যান্সের পর ইটিভি ভারতের কাছে আত্মবিশ্বাসী অরুণলালের দাবি, "আমার বিশ্বাস এ বার ট্রফিটা জিতব, কারণ নিঃসন্দেহে এ বার এটাই সেরা দল ৷" বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষবার রণজি জয়ের আরও দুই কারিগর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও অশোক মালহোত্রাও ৷

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির (Bengal first class cricket record) কোয়ার্টার ফাইনাল ম্যাচে দীর্ঘ 129 বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলার ক্রিকেটাররা ৷ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম তুলে নিয়েছেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার-সহ 9 জন ব্যাটার ৷ তাঁদের দাদাগিরিতে ভেঙেছে 1893 সালে অস্ট্রেলিয়ানদের করা প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৷

129 বছর আগে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিল (Nine batsmen score 50 plus) অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচে প্রথম ইনিংসে 833 রান করে অজিরা ৷ 50 বা তার বেশি রান করেছিলেন আটজন অজি ব্যাটার ৷ এটাই ছিল এত বছরের রেকর্ড ৷ যা বুধবার ভেঙে দিল বাংলা দল ৷ বুধবার রণজি ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির শেষে 7 উইকেটে 773 রান করে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ হাফ সেঞ্চুরি করেছেন 9 জন ব্যাটার ৷ আর সুদীপ ও অনুষ্টুপের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 186 ও 117 রান ৷

বোলারদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল বাংলার ব্যাটিং ৷ 50-এর উপরে যাঁরা স্কোর করেছেন তাঁরা হলেন, অভিষেক রমন (61), অভিমন্যু ঈশ্বরণ (65), সুদীপ ঘরামি (186), অনুষ্টুপ মজুমদার (117), মনোজ তিওয়ারি (73), অভিষেক পোড়েল (68), শাহবাজ আহমেদ (78), সায়ন মণ্ডল (53) ওআকাশ দীপ(53*)

আরও পড়ুন:Ranji Quarter-Final : প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙল বাংলা রণজি দল

এই পারফরম্যান্সে (First class cricket new record) উচ্ছ্বসিত সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অরুণ লাল ও অশোক মালহোত্রার মতো বাংলার প্রাক্তন ক্রিকেটাররা ৷ তাঁরা প্রত্যেকেই 1989-90 সালে বাংলার শেষ রণজি জয়ের কারিগর ৷ সে সময় অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং ট্রফি ঘরে আনতে অরুণলাল ও অশোক মালহোত্রার অবদান ছিল অনস্বীকার্য (Bengal vs Jharkhand Ranji)৷

বাংলার প্রধান কোচ অরুণলালের (Arun Lal on Bengal record) উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর প্রতিক্রিয়ায় (Ranji Trophy quarter final match)৷ বেঙ্গালুরু থেকে ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, "আমরা রেকর্ডের জন্য খেলিনি, এটা হয়ে গিয়েছে ৷ শেষকালে আকাশ দীপের ওভার বাউন্ডারিই ওদের 9 জনের স্কোরকে 50-এর উপরে তুলে দিল ৷ আমরা ডিক্লেয়ার করে দিলাম তবে আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল, ও হয়তো সেঞ্চুরি করতে পারত ৷ এই ছেলেরা অসাধারণ, ওদের জন্য আমি খুবই গর্বিত ৷"

1989-90 রণজি জয়ের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বাংলার এই রেকর্ডের খবর পান ইটিভি ভারতের থেকে ৷ এটা শোনার পর যারপরনাই আপ্লুত এই প্রাক্তন ক্রিকেটার বলেন, "ওহ! এটা বিশ্ব রেকর্ড ! এটা দারুণ সাফল্য, খুবই বিরল ৷ আশা রাখি পরের ম্যাচেও ওরা এই ফর্ম ধরে রেখে ট্রফিটা ঘরে আনবে ৷" বাংলার এই রেকর্ডে উচ্ছ্বাস ধরা পড়েছে অপর কিংবদন্তি ক্রিকেটার অশোক মালহোত্রার গলাতেও ৷ তিনি বললেন, "আমার মনে হচ্ছে এ বার তাদের ট্রফি জেতার খুব ভালো একটা সুযোগ সামনে এসেছে ৷ বিশেষত তাদের ব্যাটিং-এর জন্য ৷ বাংলার বোলিং লাইন-আপ বরাবর খুব শক্তিশালী, তবে ব্যাটিং নিয়ে চিন্তা ছিল ৷" মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচেও বাংলা তাদের ফর্ম ধরে রাখবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেছেন, "মধ্যপ্রদেশ তাদের নিয়মিত বোলার আভেশ খানকে পরের ম্যাচে পাচ্ছে না ৷ ফলে এ বার খুব ভালো সুযোগ আছে ৷"

ABOUT THE AUTHOR

...view details