ETV Bharat / entertainment

মোদির সঙ্গে দেখা করা সম্মানের, ছবি শেয়ার করে আপ্লুত বলিউডের 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা - GOVINDA Meets Modi

Govinda with PM Modi: 14 বছরের বনবাস কাটিয়ে ফের রাজনীতির আঙিনায় অভিনেতা গোবিন্দা ৷ লোকসভা নির্বাচনের ঠিক আগেই শিবসেনা দলে যোগ দিয়েছেন তিনি ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সারলেন বলিউডের হিরো নম্বর ওয়ান ৷

author img

By ANI

Published : May 23, 2024, 7:29 PM IST

Govinda with PM Modi
অভিনেতা গোবিন্দা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইন্সটাগ্রাম)

মুম্বই, 23 মে: মাত্র পাঁচ বছর তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ সালটা 2004 থেকে 2009 ৷ তারপর ব্যক্তিগত কারণে রাজনীতিকে বিদায় জানান রূপোলি পর্দার 'রাজা বাবু' ৷ তবে 14 বছর পর আবারও তিনি রাজনীতিতে ৷ যোগ দিয়েছেন শিবসেনা দলে ৷ দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷ কেমন ছিল অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন অভিনেতা ৷

সোশাল মিডিয়ায় বলিউডের হিরো নম্বর 1 যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে, তিনি মোদিজির সঙ্গে হাসিমুখে হাত মেলাচ্ছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "এটা আমার কাছে গর্বের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে সাক্ষাৎ করা৷ মুম্বইয়ে নির্বাচনী ভোট প্রচারে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে ৷" শনিবার অর্থাৎ 25 তারিখ দেশে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ তার আগে মুম্বইতে প্রচার সারেন মোদি ৷

গত এপ্রিলেও অভিনেতা গোবিন্দা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, "ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি ৷" প্রসঙ্গত, 2024 সালের মার্চে 14 বছর পর ফের একবার রাজনীতির ময়দানে নামেন অভিনেতা গোবিন্দা ৷ তিনি জানিয়েছেন, 2004 সালে যখন তিনি রাজনীতি করতে আসেন তখন চলছিল 14 দফা লোকসভা নির্বাচন ৷ কাকতালীয়ভাবে এবার তিনি 18তম লোকসভা নির্বাচনে ফের রাজনীতিতে এসেছেন ৷

মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনা দলে যোগদান করেন অভিনেতা গোবিন্দা ৷ রাজনীতিতে আসা প্রসঙ্গে শিন্ডে জানিয়েছিলেন, গোবিন্দার রাজনীতি যোগ দলের জন্য ভালো ৷ আটের দশকের অন্যতম সফল অভিনেতার রাজনীতি যোগ নিয়ে সেই সময়ে অনেকে অনেক কথা বলেছিলেন ৷ 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 2004 সালে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়ান ৷ বিজেপি নেতা রাম নায়েককে তিনি ভোটে হারান ৷ যদিও পরবর্তী সময়ে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন ৷ এরপর তিনি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন ৷ তারপর বনবাস কাটিয়ে দীর্ঘ 14 বছর পর আবারও গোবিন্দা রাজনীতির আঙিনায় ৷

আরও পড়ুন

  1. স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো
  2. জয়ার হাত ধরে শাহেনশা, সুহানা-গৌরিকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ বাদশার; রইল ভিডিয়ো
  3. অক্ষয়-ফারহান থেকে পরেশ রাওয়াল, গণতন্ত্রের মহোৎসবে সামিল বলি তারকারা

মুম্বই, 23 মে: মাত্র পাঁচ বছর তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ সালটা 2004 থেকে 2009 ৷ তারপর ব্যক্তিগত কারণে রাজনীতিকে বিদায় জানান রূপোলি পর্দার 'রাজা বাবু' ৷ তবে 14 বছর পর আবারও তিনি রাজনীতিতে ৷ যোগ দিয়েছেন শিবসেনা দলে ৷ দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷ কেমন ছিল অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন অভিনেতা ৷

সোশাল মিডিয়ায় বলিউডের হিরো নম্বর 1 যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে, তিনি মোদিজির সঙ্গে হাসিমুখে হাত মেলাচ্ছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "এটা আমার কাছে গর্বের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে সাক্ষাৎ করা৷ মুম্বইয়ে নির্বাচনী ভোট প্রচারে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে ৷" শনিবার অর্থাৎ 25 তারিখ দেশে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ তার আগে মুম্বইতে প্রচার সারেন মোদি ৷

গত এপ্রিলেও অভিনেতা গোবিন্দা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, "ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি ৷" প্রসঙ্গত, 2024 সালের মার্চে 14 বছর পর ফের একবার রাজনীতির ময়দানে নামেন অভিনেতা গোবিন্দা ৷ তিনি জানিয়েছেন, 2004 সালে যখন তিনি রাজনীতি করতে আসেন তখন চলছিল 14 দফা লোকসভা নির্বাচন ৷ কাকতালীয়ভাবে এবার তিনি 18তম লোকসভা নির্বাচনে ফের রাজনীতিতে এসেছেন ৷

মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনা দলে যোগদান করেন অভিনেতা গোবিন্দা ৷ রাজনীতিতে আসা প্রসঙ্গে শিন্ডে জানিয়েছিলেন, গোবিন্দার রাজনীতি যোগ দলের জন্য ভালো ৷ আটের দশকের অন্যতম সফল অভিনেতার রাজনীতি যোগ নিয়ে সেই সময়ে অনেকে অনেক কথা বলেছিলেন ৷ 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 2004 সালে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়ান ৷ বিজেপি নেতা রাম নায়েককে তিনি ভোটে হারান ৷ যদিও পরবর্তী সময়ে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন ৷ এরপর তিনি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন ৷ তারপর বনবাস কাটিয়ে দীর্ঘ 14 বছর পর আবারও গোবিন্দা রাজনীতির আঙিনায় ৷

আরও পড়ুন

  1. স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো
  2. জয়ার হাত ধরে শাহেনশা, সুহানা-গৌরিকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ বাদশার; রইল ভিডিয়ো
  3. অক্ষয়-ফারহান থেকে পরেশ রাওয়াল, গণতন্ত্রের মহোৎসবে সামিল বলি তারকারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.