thumbnail

পুড়ে যাওয়া হলং বন বাংলো দেখতে গিয়ে বাধার মুখে সাংসদ মনোজ টিগ্গা - Hollong Bungalow Fire

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 10:47 PM IST

Updated : Jun 21, 2024, 11:22 AM IST

Hollong Tourist Lodge: পুড়ে যাওয়া হলং বন বাংলো দেখতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ৷ পাশাপাশি আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে যান রাজ্যের প্রধান মুখ্য বনপাল ৷ হলং বন বাংলো অগ্নিকাণ্ডে বেশকিছু প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ৷ বুধবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি। এদিন সকালে কলকাতা থেকে আলিপুরদুয়ার ফেরেন সাংসদ ৷ দুপুর নাগাদ তিনি জলদাপাড়া হলং বন বাংলো পরিদর্শন করতে যেতে চাইলে, জলদাপাড়া গেটে তাঁকে আটকে দেওয়া হয়। 

এই নিয়ে বিজেপি সাংসদ প্রশ্ন তুলেছেন, ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে কেন যেতে দেওয়া হল না ? তাহলে কি বন দফতর কিছু লুকোতে চাইছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন সাংসদ। তিনি আরও জানিয়েছেন, আগামিকাল আবার তিনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন। যদিও আগুন লাগার দিন স্থানীয় তৃণমূলের নেতাদের কিন্তু হলং বন বাংলোর সামনে দেখা গিয়েছে, বলে অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি এদিন হলং পরিদর্শন করেন রাজ্য বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল দেবল রায়। তিনি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিটের কারণেই আগুন লেগেছে ৷ এই বাংলো দেখার জন্য তিনজন কর্মী রয়েছেন এখানে ৷ দুর্ঘটনার দিন দু'জন রেঞ্জ অফিসার ছিল ৷ তাঁরা অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষরক্ষা হয়নি ৷

Last Updated : Jun 21, 2024, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.