ETV Bharat / bharat

জনসংযোগে জোর ! কানহাইয়াকে নিয়ে দিল্লি মেট্রোয় রাহুল, দেদার সেলফি যাত্রীদের - Lok Sabha Election 2024

Rahul in Delhi Metro: শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ তার আগে শেষ দিনের প্রচারে কংগ্রেস নেতা রাহুল গান্ধি উত্তর-পূর্ব দিল্লির প্রার্থী কানহাইয়া কুমারের সঙ্গে দিল্লি মেট্রোতে সফর করলেন । সোশাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ মেট্রো সফরের বেশকিছু ছবি শেয়ার করেছেন রাহুল গান্ধি ।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 5:36 PM IST

ETV BHARAT
কানহাইয়াকে নিয়ে দিল্লি মেট্রোয় রাহুল (ছবি: এক্স)

নয়াদিল্লি, 23 মে: ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে শেষ দিনের প্রচারে জনসংযোগ বাড়াতে দিল্লি মেট্রোয় সফর করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার ৷ এই সফর ঘিরে উৎসাহ ধরা পড়ে যাত্রীদের মধ্যে ৷

দেশজুড়ে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ আগামী শনিবার, 25 মে । ষষ্ঠ দফায় যেখানে ভোটগ্রহণ, সেই সব এলাকায় আজ বিকাল 5টায় শেষ নির্বাচনী প্রচার । তাই বৃহস্পতিবার শেষ প্রচারে জোয়ার এনেছে সব দলই ৷ পূর্ণ শক্তি দিয়ে দিনভর প্রচারে ব্যস্ত থাকেন নেতানেত্রীরা ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি দিল্লির উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেন । এছাড়াও, জনসংযোগ বাড়াতে এ দিন দিল্লি মেট্রোতে সফর করেন রাহুল ৷ তাঁকে ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷

সোশাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ তাঁর মেট্রো সফরের অনেক ছবি শেয়ার করেছেন রাহুল গান্ধি । ক্যাপশনে লিখেছেন, "দিল্লির প্রিয়জনদের সঙ্গে মেট্রো যাত্রা । সহযাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ-খবর নিয়েছি - দিল্লিতে আমাদের মেট্রো নির্মাণের উদ্যোগটি জনসাধারণের জন্য এতটা সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে যে, দেখে আমি আনন্দিত বোধ করছি ।"

রাহুল গান্ধি মেট্রোতে সফরের সময় সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, মেটান সেলফি আবদার ৷ এ দিন উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের সমর্থনে দিলশাদ গার্ডেনে একটি সমাবেশ করেন রাহুল ৷ এর পর মঙ্গলপুরীতে সমাবেশে যাওয়ার সময় কংগ্রেস নেতা মেট্রোতে সফর করেন । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কানহাইয়া কুমারও ।

নির্বাচনের আরও খবরের জন্য...

এ বার কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লির সাতটি লোকসভা আসনে যৌথভাবে নির্বাচনে লড়ছে । সাতটি আসনের মধ্যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস এবং চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি । কানহাইয়া কুমার উত্তর-পূর্ব আসন থেকে নির্বাচনী ময়দানে লড়ছেন এবং ডা. উদিত রাজ উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৷ চাঁদনি চক লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেপি আগরওয়াল । রাহুল গান্ধি ইতিমধ্যে জেপি আগরওয়ালের আসনে সমাবেশে ভাষণ দিয়েছেন ।

এ দিন তাঁর মেট্রো সফরের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেশ কয়েকবার দিল্লি মেট্রোতে সফর করেছেন ।

আরও পড়ুন:

  1. রাহুলবাবা, আপনার নানি এলেও সিএএ হঠাতে দেব না: শাহ
  2. শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির
  3. বর্ণবিদ্বেষী মন্তব্য বিতর্কে ইস্তফা স্য়াম পিত্রোদার, রাহুলের জবাব চাইলেন মোদি

নয়াদিল্লি, 23 মে: ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে শেষ দিনের প্রচারে জনসংযোগ বাড়াতে দিল্লি মেট্রোয় সফর করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার ৷ এই সফর ঘিরে উৎসাহ ধরা পড়ে যাত্রীদের মধ্যে ৷

দেশজুড়ে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ আগামী শনিবার, 25 মে । ষষ্ঠ দফায় যেখানে ভোটগ্রহণ, সেই সব এলাকায় আজ বিকাল 5টায় শেষ নির্বাচনী প্রচার । তাই বৃহস্পতিবার শেষ প্রচারে জোয়ার এনেছে সব দলই ৷ পূর্ণ শক্তি দিয়ে দিনভর প্রচারে ব্যস্ত থাকেন নেতানেত্রীরা ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি দিল্লির উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেন । এছাড়াও, জনসংযোগ বাড়াতে এ দিন দিল্লি মেট্রোতে সফর করেন রাহুল ৷ তাঁকে ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷

সোশাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ তাঁর মেট্রো সফরের অনেক ছবি শেয়ার করেছেন রাহুল গান্ধি । ক্যাপশনে লিখেছেন, "দিল্লির প্রিয়জনদের সঙ্গে মেট্রো যাত্রা । সহযাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ-খবর নিয়েছি - দিল্লিতে আমাদের মেট্রো নির্মাণের উদ্যোগটি জনসাধারণের জন্য এতটা সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে যে, দেখে আমি আনন্দিত বোধ করছি ।"

রাহুল গান্ধি মেট্রোতে সফরের সময় সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, মেটান সেলফি আবদার ৷ এ দিন উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের সমর্থনে দিলশাদ গার্ডেনে একটি সমাবেশ করেন রাহুল ৷ এর পর মঙ্গলপুরীতে সমাবেশে যাওয়ার সময় কংগ্রেস নেতা মেট্রোতে সফর করেন । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কানহাইয়া কুমারও ।

নির্বাচনের আরও খবরের জন্য...

এ বার কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লির সাতটি লোকসভা আসনে যৌথভাবে নির্বাচনে লড়ছে । সাতটি আসনের মধ্যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস এবং চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি । কানহাইয়া কুমার উত্তর-পূর্ব আসন থেকে নির্বাচনী ময়দানে লড়ছেন এবং ডা. উদিত রাজ উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৷ চাঁদনি চক লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেপি আগরওয়াল । রাহুল গান্ধি ইতিমধ্যে জেপি আগরওয়ালের আসনে সমাবেশে ভাষণ দিয়েছেন ।

এ দিন তাঁর মেট্রো সফরের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেশ কয়েকবার দিল্লি মেট্রোতে সফর করেছেন ।

আরও পড়ুন:

  1. রাহুলবাবা, আপনার নানি এলেও সিএএ হঠাতে দেব না: শাহ
  2. শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির
  3. বর্ণবিদ্বেষী মন্তব্য বিতর্কে ইস্তফা স্য়াম পিত্রোদার, রাহুলের জবাব চাইলেন মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.