ETV Bharat / state

গাইঘাটায় নেশাগ্রস্ত যুবকের হামলায় বৃদ্ধের মৃত্য, আহত চার - Murder in Gaighata

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 6:41 PM IST

Updated : May 23, 2024, 8:14 PM IST

Murder in Gaighata: বৃহস্পতিবার গাইঘাটায় নেশাগ্রস্ত যুবকের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ওই হামলার ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

Murder in Gaighata
(বাঁদিকে) মৃত ভরত সরকার৷ (ডানদিকে) শোকার্ত পরিবার (ইটিভি ভারত)

গাইঘাটা, 23 মে: নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক প্রতিবেশীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঝিকরায় ৷ ওই যুবকের হামলায় প্রাণ গিয়েছে ভরত সরকার নামে এক বৃদ্ধের ৷ তাঁর বয়স 60 ৷ আরও চারজন আহত হয়েছেন এই ঘটনায় ৷

গাইঘাটায় নেশাগ্রস্ত যুবকের হামলায় বৃদ্ধের মৃত্য, আহত চার (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক হেরোইনের নেশায় আসক্ত । নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যেই তাঁর বাবা-মাকে মারধর করতেন ৷ ঝামেলা করতেন গ্রামেও । এ দিন সকালে ওই যুবক তাঁর মাকে মারার জন্য শাবল তাড়া করেন ৷ তাঁর মা পালিয়ে গেলে ওই শাবল নিয়ে হামলা চালান গ্রামবাসীর উপরে । শাবলের আঘাতে চারজন আহতও হয়েছেন । তবে মৃত্যু হয় ভরত সরকারের ৷

গ্রামবাসীদের দাবি, শাবল দিয়ে ওই যুবক ভরতের মাথায় কোপ মারে । রক্তাক্ত অবস্থায় ভরতকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে । এবং বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় ওই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী । পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে ৷

গ্রামবাসীদের আরও দাবি, ঝিকরা বাজারে হেরোইন বিক্রি হয় । গ্রামের বহু ছেলে নেশায় আসক্ত হয়েছে । ওই যুবকের শাস্তির পাশাপাশি গ্রামে হিরোইনের বিক্রি বন্ধ হোক । ওই যুবকের মা বিনা ঢালী জানান, ছেলে দীর্ঘদিন নেশা করে । টাকার জন্য তাদের মারধর করে ৷ তিনি চাইছেন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক । তা না হলে আগামিদিনে এই ধরনের ঘটনা আরও ঘটাতে পারে ।

আরও পড়ুন:

  1. পরকীয়ায় বিএসএফে কর্মরত স্ত্রী ! প্রতিবাদের পরই উদ্ধার স্বামীর দেহ
  2. আইনি বিয়ের পরও প্রত্যাখ্যান-মারধরে অ্যাসিড পান যুবতীর, গ্রেফতার 'প্রেমিক'

গাইঘাটা, 23 মে: নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক প্রতিবেশীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঝিকরায় ৷ ওই যুবকের হামলায় প্রাণ গিয়েছে ভরত সরকার নামে এক বৃদ্ধের ৷ তাঁর বয়স 60 ৷ আরও চারজন আহত হয়েছেন এই ঘটনায় ৷

গাইঘাটায় নেশাগ্রস্ত যুবকের হামলায় বৃদ্ধের মৃত্য, আহত চার (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক হেরোইনের নেশায় আসক্ত । নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যেই তাঁর বাবা-মাকে মারধর করতেন ৷ ঝামেলা করতেন গ্রামেও । এ দিন সকালে ওই যুবক তাঁর মাকে মারার জন্য শাবল তাড়া করেন ৷ তাঁর মা পালিয়ে গেলে ওই শাবল নিয়ে হামলা চালান গ্রামবাসীর উপরে । শাবলের আঘাতে চারজন আহতও হয়েছেন । তবে মৃত্যু হয় ভরত সরকারের ৷

গ্রামবাসীদের দাবি, শাবল দিয়ে ওই যুবক ভরতের মাথায় কোপ মারে । রক্তাক্ত অবস্থায় ভরতকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে । এবং বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় ওই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী । পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে ৷

গ্রামবাসীদের আরও দাবি, ঝিকরা বাজারে হেরোইন বিক্রি হয় । গ্রামের বহু ছেলে নেশায় আসক্ত হয়েছে । ওই যুবকের শাস্তির পাশাপাশি গ্রামে হিরোইনের বিক্রি বন্ধ হোক । ওই যুবকের মা বিনা ঢালী জানান, ছেলে দীর্ঘদিন নেশা করে । টাকার জন্য তাদের মারধর করে ৷ তিনি চাইছেন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক । তা না হলে আগামিদিনে এই ধরনের ঘটনা আরও ঘটাতে পারে ।

আরও পড়ুন:

  1. পরকীয়ায় বিএসএফে কর্মরত স্ত্রী ! প্রতিবাদের পরই উদ্ধার স্বামীর দেহ
  2. আইনি বিয়ের পরও প্রত্যাখ্যান-মারধরে অ্যাসিড পান যুবতীর, গ্রেফতার 'প্রেমিক'
Last Updated : May 23, 2024, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.