ETV Bharat / state

আইনি বিয়ের পরও প্রত্যাখ্যান-মারধরে অ্যাসিড পান যুবতীর, গ্রেফতার 'প্রেমিক' - Suicide Attempt in Malda

Suicide Attempt in Malda: আইনি বিয়ের পরও স্ত্রীর মর্যাদা না দেওয়া এবং মারধর করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ দুঃখে অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন যুবতী ৷ পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 8:03 PM IST

ETV BHARAT
আত্মহত্যার চেষ্টা যুবতীর (ফাইল ছবি)

মালদা, 21 মে: আইনি বিয়ে করার পরও স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার ও মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতী ৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷

প্রথমে প্রেম ৷ ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা ৷ লুকিয়ে আইনি বিয়েও করেন দু’জন ৷ কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন ৷ প্রেমিকার অভিযোগ, আইনি বিয়ে হলেও তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন প্রেমিক ৷ শেষ পর্যন্ত প্রেমিকের পরিবার দু’লাখ টাকার বিনিময়ে প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে রাজি হয় ৷ কিন্তু এত টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না যুবতীর বাবার ৷ এই পণের দাবি নিয়ে প্রতিবাদ জানান প্রেমিকাও ৷ অভিযোগ, তার জেরে তাঁকে প্রকাশ্যে মারধর করেন প্রেমিক-সহ তাঁর পরিবারের লোকজন ৷ যুবতীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রাতভর বেঁধে রাখা হয় বলেও অভিযোগ ৷ এতেই মানসিকভাবে বিপর্যস্ত 21 বছরের ওই যুবতী বাড়ি ফিরেই অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন ৷ আশংকাজনক অবস্থায় মালদা শহরের একটি নার্সিংহোমে তিনি বর্তমানে চিকিৎসাধীন ৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

যুবতীর বাবার দাবি, “মেয়ের সঙ্গে শহরেরই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ ওরা দু’জন কারওকে কিছু না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজও করে ৷ কিন্তু তারপর ছেলে স্ত্রী হিসাবে আমার মেয়েকে ঘরে তুলতে অস্বীকার করে ৷ ওরা বলছে, দু’লাখ টাকা দিলে আমার মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে ৷ আমি একটি দোকানে কাজ করি ৷ সামান্য আয় ৷ এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ৷ আমার মেয়েও ওদের পণের দাবির প্রতিবাদ করেছিল ৷ তার জন্য ওকে খেসারতও দিতে হয়েছে ৷ গত মঙ্গলবার মেয়েকে একা পেয়ে শহরের সুকান্ত মোড়ে মারধর করে ছেলেটি ৷ মেয়ে সেখান থেকেই ওদের বাড়িতে চলে যায় ৷ স্ত্রীর মর্যাদা দাবি করে ৷ কিন্তু ছেলের বাড়ির লোকজন মেয়েকে ইলেকট্রিক পোলে বেঁধে ফের মারধর করে আমার মেয়েকে ৷ রাতে ওকে ওখানেই আটকে রাখে তারা ৷ পরদিন দুপুরে বাড়ি ফিরেই মেয়ে অ্যাসিড পান করে ৷ আসলে ছেলেটির কাছে আমার মেয়ের এমন কিছু গোপন জিনিস রয়েছে যেটা ভবিষ্যতে ওকে সমস্যায় ফেলতে পারে ৷ তাই ছেলেটি ডাকলেই মেয়েকে তার কাছে যেতে হত ৷ এভাবেই মেয়ের সঙ্গে ছেলেটি শারীরিক সম্পর্ক তৈরি করে ৷ গত বছর দুর্গাপুজোর আগে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে ৷ এই ঘটনায় আমি ওই ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি ৷ তা জানতে পেরে ওরা আমাদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ৷ অভিযোগ প্রত্যাহার করতে বলছে ৷ কিন্তু আমি বিচার চাই ৷”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়েছিল অভিযুক্ত যুবক ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বুধবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন:

  1. 18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক
  2. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি
  3. বিয়ের প্রস্তাব ফেরানোয় নাবালিকার গালে গরম লোহার রড দিয়ে নিজের নাম লিখল 'প্রেমিক'

মালদা, 21 মে: আইনি বিয়ে করার পরও স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার ও মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতী ৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷

প্রথমে প্রেম ৷ ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা ৷ লুকিয়ে আইনি বিয়েও করেন দু’জন ৷ কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন ৷ প্রেমিকার অভিযোগ, আইনি বিয়ে হলেও তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন প্রেমিক ৷ শেষ পর্যন্ত প্রেমিকের পরিবার দু’লাখ টাকার বিনিময়ে প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে রাজি হয় ৷ কিন্তু এত টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না যুবতীর বাবার ৷ এই পণের দাবি নিয়ে প্রতিবাদ জানান প্রেমিকাও ৷ অভিযোগ, তার জেরে তাঁকে প্রকাশ্যে মারধর করেন প্রেমিক-সহ তাঁর পরিবারের লোকজন ৷ যুবতীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রাতভর বেঁধে রাখা হয় বলেও অভিযোগ ৷ এতেই মানসিকভাবে বিপর্যস্ত 21 বছরের ওই যুবতী বাড়ি ফিরেই অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন ৷ আশংকাজনক অবস্থায় মালদা শহরের একটি নার্সিংহোমে তিনি বর্তমানে চিকিৎসাধীন ৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

যুবতীর বাবার দাবি, “মেয়ের সঙ্গে শহরেরই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ ওরা দু’জন কারওকে কিছু না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজও করে ৷ কিন্তু তারপর ছেলে স্ত্রী হিসাবে আমার মেয়েকে ঘরে তুলতে অস্বীকার করে ৷ ওরা বলছে, দু’লাখ টাকা দিলে আমার মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে ৷ আমি একটি দোকানে কাজ করি ৷ সামান্য আয় ৷ এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ৷ আমার মেয়েও ওদের পণের দাবির প্রতিবাদ করেছিল ৷ তার জন্য ওকে খেসারতও দিতে হয়েছে ৷ গত মঙ্গলবার মেয়েকে একা পেয়ে শহরের সুকান্ত মোড়ে মারধর করে ছেলেটি ৷ মেয়ে সেখান থেকেই ওদের বাড়িতে চলে যায় ৷ স্ত্রীর মর্যাদা দাবি করে ৷ কিন্তু ছেলের বাড়ির লোকজন মেয়েকে ইলেকট্রিক পোলে বেঁধে ফের মারধর করে আমার মেয়েকে ৷ রাতে ওকে ওখানেই আটকে রাখে তারা ৷ পরদিন দুপুরে বাড়ি ফিরেই মেয়ে অ্যাসিড পান করে ৷ আসলে ছেলেটির কাছে আমার মেয়ের এমন কিছু গোপন জিনিস রয়েছে যেটা ভবিষ্যতে ওকে সমস্যায় ফেলতে পারে ৷ তাই ছেলেটি ডাকলেই মেয়েকে তার কাছে যেতে হত ৷ এভাবেই মেয়ের সঙ্গে ছেলেটি শারীরিক সম্পর্ক তৈরি করে ৷ গত বছর দুর্গাপুজোর আগে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে ৷ এই ঘটনায় আমি ওই ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি ৷ তা জানতে পেরে ওরা আমাদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ৷ অভিযোগ প্রত্যাহার করতে বলছে ৷ কিন্তু আমি বিচার চাই ৷”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়েছিল অভিযুক্ত যুবক ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বুধবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন:

  1. 18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক
  2. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি
  3. বিয়ের প্রস্তাব ফেরানোয় নাবালিকার গালে গরম লোহার রড দিয়ে নিজের নাম লিখল 'প্রেমিক'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.