ETV Bharat / technology

বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে একাধিক নতুন ফিচার ঘোষণা অ্যাপলের - Apple New Features

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 7:26 PM IST

Apples New Accessibility Features:এবার বিশেষভাবে সক্ষমদের জন্য একাধিক নতুন ফিচার ঘোষণা করল অ্যাপল ৷ তবে আপাতত না হলেও, চলতি বছরেই এই সুবিধা পাবেন অ্যাপল প্রেমিরা ৷ আইফোন ও আইপ্যাডে এই সুবিধা মিলবে ৷ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবার চোখ দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন তাঁদের আইফোন ও আইপ্যাড ৷ এই সুবিধা বধির ব্যক্তিদের জন্য বিশেষভাবে সাহায্য করবে ৷

Apples New Accessibility Features
নতুন ফিচার (ফাইল ছবি)

হায়দরাবাদ, 23 মে: চলতি বছরেই আসতে অ্যাপলের নতুন ফিচার ৷ আই ট্র্যাকিং বা চোখের ইশারতেই এবার কাজ করবে মুঠোফোন ৷ বিশেষত যেসমস্ত ব্যক্তি বিশেষ ভাবে সক্ষম তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ ৷ এই সুবিধা যুক্ত হলে চোখের ইশারাতেই চালানো যাবে আইফোন ৷ এই বছরের নতুন এই সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ যে সমস্ত ব্যক্তি বধির ও মুখ এই সুবিধা চালু হলে তাঁরা সহজেই ফোন অপারেট করতে পারবেন ৷

সমস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপলের সিইও টিম কুক বলেন, "আমরা প্রযুক্তির সীমানাকে ক্রমাগত বিস্তৃত করছি, এই নতুন বৈশিষ্ট্যগুলি আমাদের সমস্ত ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করবে ৷ এটাই আমাদের প্রতিশ্রুতি ৷"

মিউজিক হ্যাপটিক্স সিস্টেম চালু হওয়ায় বধির বা শ্রবণশক্তিহীন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেবে ৷ এরফলে সহজেই ব্যবহারকারীদের একটি কাস্টম শব্দ তৈরি করে কাজ করতে পারবেন ৷ আইফোন বা আইপ্যাড ব্যবহার করার সময় গাড়ির গতির সংকেত মোশন সিকনেস কমাতে সাহায্য করবে নতুন এই পদ্ধতি ৷ অ্যাক্সেসিবিলিটির বৈশিষ্ট্য ভিশনও যোগ হবে আইফোন ও আইপ্যাডে ৷

আইপ্যাড এবং আইফোনে আই ট্র্যাকিং:

অ্যাপলের মতে, আই ট্র্যাকিংয়ের সুবিধা থাকায় চোখ দিয়ে আইপ্যাড এবং আইফোন নেভিগেট করা যাবে ৷ বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কথা ভেবেই তৈরি করা হয়েছে এই নতুন গ্যাজেট দু’টি ৷ আই ট্র্যাকিং সেট আপ ক্যালিব্রেট করার জন্য সামনের দিকের ক্যামেরা ব্যবহার করে ৷ এই ডিভাইসে মেশিন লার্নিং সেট আপের ব্যবস্থা আছে ৷ ডেটা ডিভাইসে সুরক্ষিতভাবে রাখা হয়ে তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি অ্যপলের পক্ষ থেকে ৷ আই ট্র্যাকিং iPadOS এবং iOS দু’টি ক্ষেত্রেই কাজ করবে ৷ আই ট্র্যাকিংয়ের মাধ্যমে, ব্যবহারকারীরা যেকোনও অ্যাপকে সহজেই কাজ করাতে পারবেন ৷ শুধুমাত্র তাদের চোখ ইশারেই সোয়াইপ থেকে শুরু করে যেকোনও কাজ করতে পারবেন আইপ্যাড ও আইফোনে ৷

মিউজিক হ্যাপটিক্স:

মিউজিক হ্যাপটিক্স হল একটি নতুন উপায় যারা বধির বা শ্রবণশক্তিহীন তাঁদের জন্য এটি ব্যবহার করা হয় ৷ iPhone-এ এই পদ্ধতি চালু হওয়া বধিররাও সহজেই সঙ্গীত উপভোগ করতে পারবেন ৷ এই অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যটি চালু করার ফলে আইফোনের ট্যাপটিক ইঞ্জিনটি মিউজিক অডিয়োর মাধ্যমে সমস্ত কাজ করবে। মিউজিক হ্যাপটিক্স অ্যাপল মিউজিক ক্যাটালগের একাধিক গানের সঙ্গে কাজ করে ৷ অ্যাপে মিউজিককে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এই উদ্যোগ ৷

অন্যান্য অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য:

ভোকাল শর্টকাট বৈশিষ্ট্যটি যুক্ত হলে ব্যবহারকারীরা একটি কাস্টম সাউন্ড তৈরি করবে ৷ ফলে কন্ঠস্বরের মাধ্যমে চালু ফোনটি ব্যবহার করা যাবে ৷ মোশন কিউ- এর সুবিধা থাকায় গাড়িতে আইফোন বা আইপ্যাড ব্যবহার করার সময় গতির স্বচ্ছতা আনতে পারবে । অ্যাটিপিকাল স্পিচের সুবিধা থাকায় ব্যবহারকারীর বক্তৃতার প্যাটার্ন সনাক্ত করতে ডিভাইসে মেশিন লার্নিং ব্যবহার করতে পারেবন । এই বৈশিষ্ট্যগুলি একটি নতুন সুবিধা দেবে ব্যবহারকারীদের ৷

VisionOS-এ অতিরিক্ত বৈশিষ্ট্য:

এছাড়াও, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলি ভিশনওএস-এও আসবে। visionOS-এ যে অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলি আসবে তাতে প্রত্যেককে সাহায্য করার জন্য সিস্টেমওয়াইড লাইভ ক্যাপশন অন্তর্ভুক্ত থাকবে ৷ বধির বা শ্রবণশক্তিহীন ব্যবহারকারীদের লাইভ কথোপকথনে এবং অ্যাপ থেকে অডিয়োগুলি অনুসরণ করতে পারবে ।

visionOS-এ FaceTime-এর জন্য লাইভ ক্যাপশনের মাধ্যমে, আরও ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারবেন ৷ আইফোন হিয়ারিং ডিভাইস এবং কক্লিয়ার হিয়ারিং প্রসেসরেও এই বৈশিষ্ঠ্য যাতে ব্যবহার করা যায় সেই দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

আরও পড়ুন:

  1. জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল
  2. বাজেট 20 হাজার? রইল দারুণ ফিচারের তিনটি স্মার্টফোনের খোঁজ
  3. যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.