পশ্চিমবঙ্গ

west bengal

নির্দল হিসাবে মনোনয়ন প্রত্যাহার, বিজেপি প্রার্থীর হয়েই প্রচার করবেন নান্টু পাল

By

Published : Apr 1, 2021, 5:51 PM IST

Updated : Apr 1, 2021, 8:02 PM IST

নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত বিজেপি নেতা নান্টু পালের ৷ নান্টু পালের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তেমন কোনও হেলদোল নেই বললেই চলে ৷

নির্দলের মনোনয়ন প্রত্যাহার, সিদ্ধান্ত বিজেপি নেতা নান্টু পালের
নির্দলের মনোনয়ন প্রত্যাহার, সিদ্ধান্ত বিজেপি নেতা নান্টু পালের

শিলিগুড়ি, 1 এপ্রিল : টিকিট পাননি ৷ তাই তৃণমূল ছেড়েছিলেন শিলিগুড়ির নান্টু পাল ৷ নির্দল হয়ে লড়বেন বলে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন ৷ তারপরই হঠাৎ নির্দল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখান সস্ত্রীক নান্টু পাল ৷ এখন বিজেপিতে যোগ দিয়ে নির্দল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানিয়ে দেন তিনি ৷ এখন থেকে কেবল বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের হয়ে প্রচারে নামবেন নান্টুবাবু৷

আরও পড়ুন : আগেই বিধায়ক পদের দাবিদার ছিলাম, ক্ষুব্ধ নান্টুর নির্দলে মনোনয়ন জমা

গতকাল নান্টু পাল জোড়াসাঁকোয় কৈলাস বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ৷ পরে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও তাঁকে দেখা যায় ৷ তাঁর কথায়, "তৃণমূল কোনও উন্নয়ন করেনি ৷ রাজ্যজুড়ে উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে ৷ অশোক ভট্টাচার্য চিঠি লিখে নিজেদের সময় কাটিয়ে দিয়েছেন ৷ শিলিগুড়ির উন্নয়নের স্বার্থেই আমি বিজেপিতে নাম লিখিয়েছি ৷"

নান্টু পাল কী বলছেন, দেখুন ভিডিয়ো...

আজ শিলিগুড়িতে পৌঁছতেই নিজের বাড়িতে থাকা সমস্ত ব্যানার এবং তৃণমূলের পতাকা খুলে ফেলেন ৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারের বলেন, ‘উনি বিজেপিতে যোগ দিলেও ভোটব্যাঙ্কে কোনও বিরূপ প্রতিক্রিয়া পড়বে না ৷’’

এনিয়ে নান্টু পাল দীর্ঘ রাজনৈতিক জীবনে দল বদলেছেন 5 বার ৷ প্রথম শুরু করেছিলেন কংগ্রেসের হয়ে, পরে কংগ্রেস থেকে সিপিএমে চলে আসেন ৷ আবার সিপিএম থেকে কংগ্রেসে ফিরে যান ৷ এরপর কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন ৷ এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট মেলেনি ৷ ক্ষোভে দল ছেড়ে নির্দল প্রার্থী হবেন বলে জানিয়ে দেন আসেন ৷ শেষমেশ বিজেপিতে যোগ দেন ৷

Last Updated :Apr 1, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details