ETV Bharat / health

ঘরকে পরিষ্কার রাখুন এই উপায়ে, রইল কিছু সহজ টিপস - Easy Home Clean Tips

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 7:43 PM IST

Tips To Keep Home Clean Easy: বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার রাখা একটি বড় কাজ । যদি আপনিও মনে করেন যে ঘণ্টার পর ঘণ্টা ঘর সাফাই করার পরেও আপনার ঘর সবসময় আগোছালো থাকে বা খুব দ্রুত নোংরা হয়ে যায়, তাহলে এই সহজ টিপসগুলি অনুসরণ করতে পারেন ।

Tips To Keep Home Clean Easy
ঘর এইভাবে পরিষ্কার করুন (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ: অনেকেই ঘর পরিষ্কার ও সুন্দর করে সাজাতে পছন্দ করেন । কিন্তু ঘরের সবকিছু চকচকে রাখা সহজ কাজ নয় । একটি অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ কাজ । তার চেয়েও বড় কথা, আজকের ব্যস্ত লাইফস্টাইলে সব কাজ একবারে করা অসম্ভব তাই কিছু কাজ তাৎক্ষণিকভাবে করা দরকার । বাড়িকে সুন্দর ও গুছিয়ে রাখতে কিছু টিপস মেনে চলা উচিত

বিছানা সুন্দর রাখা দরকার: যারা সকালে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে রাখেন তাদের মনও সারাদিন সতেজ থাকে ৷ ফলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া উচিত ৷ বিছানা ঘরের একটা সবথেকে আকর্ষণীয় জিনিষ ৷ তাই বিছানা যদি সুন্দর থাকে ঘরকেও সুন্দর লাগবে ৷

কাপড় ধোয়া: আপনার সপ্তাহান্তে কাজের চাপ কমাতে ও ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে অন্তত দু'বার লন্ড্রি করা উচিত । নিয়মিত কাপড় ধোয়া ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সপ্তাহান্তে আপনাকে আরাম দেবে ।

আরও পড়ুন:

রান্নাঘর: রান্নাঘর পুরো বাড়ির সবচেয়ে ঘন ঘন ব্যবহৃত জায়গাগুলির মধ্যে একটি । রান্না করার পর সবসময় এলোমেলো হয়ে যায় । তাই রান্না করার পর হাতে কিছুক্ষণ সময় রেখে রান্নাঘর পরিষ্কার করে নেওয়া ভালো ৷

খাবার টেবিল: সবার খাওয়া শেষ হলে প্রথমে ডাইনিং টেবিল পরিষ্কার করতে ভুলবেন না । খাবারের বাকি জিনিসগুলিও পরিষ্কার পাত্রে রেখে টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রাখলে পুরো ঘরকে পরিষ্কার ও আকর্ষণীয় দেখায় ।

আবর্জনা: অনেকেরই অভ্যাস আছে ময়লা-আবর্জনা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেলে তারপর ফেলার । কিন্তু এটা মোটেও ভালো নয় । দীর্ঘদিন ঘরে আবর্জনা রাখলে ঘরে দুর্গন্ধ হতে পারে ও ব্যাকটেরিয়া বাড়তে পারে যা স্বাস্থ্য সমস্যা হতে পারে ।

নুন জল দিয়ে ঘর মোছা ভালো: আপনার ঘর পরিষ্কার এবং সুন্দর রাখতে প্রতি সপ্তাহে আপনাকে একটি জিনিস করতে হবে । হালকা গরম জলে সামান্য নুন দিয়ে ঘরের সব জায়গা ধুয়ে ফেলতে হবে । এতে ঘরে নেগেটিভ এনার্জিও দূর হবে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.