ETV Bharat / health

আরশোলার উপদ্রব ? বিষাক্ত স্প্রে নয়, ঘরোয়া উপায়ে মুক্তি পান মাত্র কয়েক ঘণ্টায় - Effective Home Remedies

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 4:45 PM IST

Get Rid of Cockroaches: আরশোালা উপদ্রব থেকে মুক্তি পতে আমরা বাজার থেকে নানা ধরনের স্প্রে ব্যবহার করি ৷ তবে ওই দামি স্প্রেগুলি স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর ! ঘরোয়া কিছু উপায়ে সহজেই আরশোলার উপদ্রব এড়ানো সম্ভব ৷ ঘর থেকে আরশোলা তাড়ানোর অব্যর্থ ঘরোয়া উপায়গুলি জেনে নিন ৷

How to get rid of Cockroaches News
আরশোলা তাড়ানোর ঘরোয়া উপায় (ইটিভি ভারত)

হায়দরাবাদ: গরম বাড়তেই ঘরে আরশোলার উপদ্রব বাড়তে শুরু করেছে ৷ ফ্লোরক্লিলিনার থেকে শুরু করে কেরোসিন, সবকিছু ব্যবহার করেও অনেক সময় আরশোলার উপদ্রব কমানো যায় না ৷ কখনও বাথরুমে, কখনও রান্নাঘরে আরশোলার উৎপাতে টেকা দায় হয়ে দাঁড়ায় ৷ বিশেষজ্ঞদের মতে, ঘরে আরশোলার আনাগোনা বাড়লে অনেক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায় । অনেকেই বাজারে উপলব্ধ বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে ঘর-বাড়ি আরশোলা-মুক্ত করার চেষ্টা করেন । এতে উপস্থিত ক্ষতিকর রাসায়নিকের কারণে স্বাস্থ্য সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে ৷ জেনে নিন, আরশোলা থেকে মুক্তির নিরাপদ ঘরোয়া উপায় (Tips To Avoid Cockroaches At Home) ৷

আরশোলার উপদ্রব কমাতে টিপস:

  • প্রায়শই অব্যবহৃত স্যাঁতসেঁতে জায়গায় এবং সিঙ্কের নীচে আরশোলা লুকিয়ে থাকে । তাই এই সব জায়গা পরিষ্কার রাখা জরুরি ।
  • যেখানে আরশোলা থাকে বা থাকতে পারে, সেখানে শুকনো তেজপাতা পাতা ছিটিয়ে দিন । দেখা গিয়েছে, এই তেজপাতার গুঁড়ো ঘরের কোণে কোণে ছিটিয়ে রাখলে আরশোলা তার ধারেকাছে ঘেঁষে না ৷
  • যেখানে আরশোলা দেখতে পাবেন, সেখানে পেপারমিন্ট অয়েল এবং লেমনগ্রাস অয়েল ছিটিয়ে দিতে পারেন । ঘর-বাড়ি আরশোলা-মুক্ত হবে ৷
  • রান্নাঘরে থাকা বেকিং সোডা আর চিনি ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিয়ে দেখতে পারেন ৷ আরশোলা মারা যাবে ।
  • আমরা বেশিরভাগই বোরিক পাউডার ব্যবহার করি ৷ এই পাউডার পোকার উপদ্রব কমাতে সাহায্য করে । ঘর থেকেও আরশোলা তাড়াতে বোরিক পাউডার ব্যবহার বাড়ির চারিদিক ছিটিয়ে দিলে আরশোলার উপদ্রব কমে যাবে ৷
  • একটি স্প্রে বোতলে সমান পরিমাণে জল ও ভিনিগার মিশিয়ে নিন । তারপর আরশোলা আছে বা থাকতে পারে, এমন জায়গায় এই মিশ্রণ স্প্রে করুন । আরশোলা ধারেকাছে ঘেঁষবে না ৷
  • যে সব জায়গায় আরশোলা রয়েছে বা থাকতে পারে, সেই সব জায়গায় লবঙ্গ রাখুন । আরশোলা এই গন্ধ পছন্দ করে না ৷ ঘরের চারপাশে লবঙ্গ রাখলে, ঘরে আরশোলার উপদ্রোপ কমে যায় ৷
  • নিম পাতা পেষ্ট করে একটি স্পে বোতলে জলের সঙ্গে মিশিয়ে ঢেলে রাখুন । এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করলে আরশোলা ধারেকাছে ঘেঁষবে না ৷
  • গোলমরিচ, পেঁয়াজ ও রসুন মিশিয়ে পেস্ট তৈরি করুন । এই মিশ্রণ ঘরের চারপাশে ছড়িয়ে দিন ৷ এই মিশ্রনের গন্ধেও আরশোলা ধারেকাছে আসে না ৷ এছাড়াও, সপ্তাহে একদিন কেরোসিন তেল স্প্রে করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. ডাবল চিনের সমস্যায় নাজেহাল, সমাধান করুন চিকিৎসকের পদ্ধতি মেনে
  2. দিনে কতটা চিনি খাওয়া ভালো? রইল বিশেষজ্ঞদের পরামর্শ
  3. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.