দুর্গাপুর, 1 জুন: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কেন্দ্রে বিজেপি আবার ক্ষমতায় এলে বিরোধী দলগুলির অনেক নেতা গ্রেফতার হতে পারেন ৷ তিনি যে নেতাদের নাম বলেছিলেন, সেই তালিকায় ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামও ৷ বিভিন্ন সভার মঞ্চ থেকে মমতার মুখে গ্রেফতারি নিয়ে আশঙ্কার ইঙ্গিত মিলেছে ৷ এই নিয়ে শনিবার কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ এ দিন তিনি বলেন, "মনের মধ্যে যদি পাপ থাকে, তাহলে ভয় তো পাবেন । যদি অন্যায় না করে থাকেন কেউ কিছু করবে না । আইন আছে, আইন দেখবে । আর অন্যায় করলে কেউ বাঁচাতে পারবে না ।"
সপ্তম দফার সঙ্গে সঙ্গে লোকসভা নির্বাচন শেষ আজ । এবার 4 জুন ফল ঘোষণা । পানাগড়ে একটি বেসরকারি হোটেলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে যাঁরা গণনা কর্মী হিসাবে যাবেন, তাঁদের নিয়ে গুরুত্বপূর্ণ ও ম্যারাথন বৈঠক শুরু করেন দিলীপ ঘোষ-সহ বর্ধমান জেলা বিজেপির নেতারা । তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ।
আরও পড়ুন:
এ দিনের ভোটে হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "অনেক জায়গাতে হিংসা ছড়ানো হয়েছে । ডায়মন্ড হারবারেও হয়েছে । তৃণমূল জিতবে না বলে আমার ধারণা । কারণ, মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন ।" সম্প্রতি বিজেপির অভিযোগ যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ভোট গণনা কেন্দ্রে ‘আইপ্যাক’-এর কর্মীদের একটা বড় হাত ছিল শাসকদলের ভালো ফলের জন্য । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এবার প্রশাসন ও আমাদের কর্মীরা অনেক সতর্ক । কেন্দ্রীয় বাহিনী কড়া নজর রাখছে । তাছাড়া এই বিষয়ে নতুন আইন আনা হয়েছে ।"