ETV Bharat / state

বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে শিলিগুড়ি পৌরনিগমে ধুন্ধুমার - BJP Mohila Morcha Protest - BJP MOHILA MORCHA PROTEST

BJP Protest over Drinking Water: পানীয় জলের দাবিতে শনিবার শিলিগুড়ি পৌরনিগম ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ৷ তাদের সেই কর্মসূচীকে কেন্দ্র করে ধুন্ধু ৃমার ৷ উঠল পুলিশি হামলার অভিযোগ ৷

BJP mohila morcha
বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে ধুন্দুমার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 11:11 PM IST

শিলিগুড়ি, 1 জুন: পানীয় জলের ইস্যুতে এবার রাস্তায় নামলো বিজেপির মহিলা মোর্চা ৷ শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফা চলাকালীন শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির মহিলা মোর্চা ৷ তাদের সেই প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির পৌর ভবন এলাকায় ৷

বিজেপির বিক্ষোভ (ইটিভি ভারত)

শহরবাসীকে না-জানিয়ে দূষিত জল পান করানো ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা ৷ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ওই কর্মসূচি নেওয়া হয় ৷ মাথায় কলসি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে মিছিল করে যায় মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ৷

এদিকে, পৌরনিগমের সামনে মিছিল আটকাতে মোতায়েন ছিল পুলিশবাহিনী ও উইনার্স টিম ৷ বিজেপির মিছিল পৌরনিগের গেটে পৌঁছাতেই পুলিশি বাধার মুখ পরে বিজেপির কর্মী-সমর্থকরা৷ এরপরই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেধে যায়৷ পরিস্থিতি বেগতিক বুঝে উইনার্স টিম সামাল দিতে নামে ৷ কিন্তু তারপরও চলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ৷ অভিযোগ, মিছিল আটকানোর নামে পুলিশ বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ মহিলা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ৷ তাদের মারধর করে বলেও অভিযোগ ৷ দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

ঘটনা প্রসঙ্গে ফুলবাড়ির বিজেপি বিধায়ক বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে এসেছিলাম । কিন্তু মেয়র আন্দোলন আটকানোর নামে আমাদের উপর পুলিশকে দিয়ে আক্রমণ করেছেন ৷ আমাদের মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে । বিষাক্ত পানীয় জল শহরবাসীকে পান করিয়েছে এই মেয়র । আর এখন তিনি কথা শুনতে চান না । এই মেয়রের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ । যে মেয়র পানীয় জল দিতে পারে না তাঁর পদে থাকার কোন অধিকার নেই ।"

শিলিগুড়ি, 1 জুন: পানীয় জলের ইস্যুতে এবার রাস্তায় নামলো বিজেপির মহিলা মোর্চা ৷ শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফা চলাকালীন শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির মহিলা মোর্চা ৷ তাদের সেই প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির পৌর ভবন এলাকায় ৷

বিজেপির বিক্ষোভ (ইটিভি ভারত)

শহরবাসীকে না-জানিয়ে দূষিত জল পান করানো ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা ৷ ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ওই কর্মসূচি নেওয়া হয় ৷ মাথায় কলসি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে মিছিল করে যায় মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ৷

এদিকে, পৌরনিগমের সামনে মিছিল আটকাতে মোতায়েন ছিল পুলিশবাহিনী ও উইনার্স টিম ৷ বিজেপির মিছিল পৌরনিগের গেটে পৌঁছাতেই পুলিশি বাধার মুখ পরে বিজেপির কর্মী-সমর্থকরা৷ এরপরই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেধে যায়৷ পরিস্থিতি বেগতিক বুঝে উইনার্স টিম সামাল দিতে নামে ৷ কিন্তু তারপরও চলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ৷ অভিযোগ, মিছিল আটকানোর নামে পুলিশ বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ মহিলা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ৷ তাদের মারধর করে বলেও অভিযোগ ৷ দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

ঘটনা প্রসঙ্গে ফুলবাড়ির বিজেপি বিধায়ক বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে এসেছিলাম । কিন্তু মেয়র আন্দোলন আটকানোর নামে আমাদের উপর পুলিশকে দিয়ে আক্রমণ করেছেন ৷ আমাদের মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে । বিষাক্ত পানীয় জল শহরবাসীকে পান করিয়েছে এই মেয়র । আর এখন তিনি কথা শুনতে চান না । এই মেয়রের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ । যে মেয়র পানীয় জল দিতে পারে না তাঁর পদে থাকার কোন অধিকার নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.