বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে তল্লাশির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ফোন করে তল্লাশি বিষয়টি জানতে চান ৷ এই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে ।
প্রসঙ্গত, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজে আচমকা পুলিশি হানা ও তল্লাশিতে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী । অভিযোগ জানানো হয়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছেও । এই ঘটনার প্রেক্ষিতে এসপিকে সরানোরও দাবি করেন শুভেন্দু ৷