বার্বাডোজ, 20 জুন: ব্যাট হাতে সম্ভবত মোক্ষম সময় জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব ৷ বল হাতে ফের আগুন ঝরালেন জসপ্রীত বুমরা ৷ মূলত এই দুইয়ের পারফরম্যান্সে ভর করে টি-20 বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচ হাসতে হাসতে জিতল ভারত ৷ বৃহস্পতিবার বার্বাডোজে আফগানদের রানে 47 হারাল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ ভারতের দেওয়া 182 রানের লক্ষ্যমাত্রার জবাবে 134 রানে শেষ কাবুলিওয়ালার দেশ ৷
টসভাগ্য সঙ্গ দেওয়ায় রশিদ খান নেতৃত্বাধীন আফগান বোলিংয়ের বিরুদ্ধে আদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ মার্কিন মুলুক থেকে সরে এসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলল ভারত ৷ কিন্তু বিরাট কোহলির খারাপ ফর্ম চলছেই ৷ আইরিশদের বিরুদ্ধে অর্ধশতরান করলেও টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হলেন অধিনায়ক রোহিতও ৷
এমতাবস্থায় ভারতীয় ব্যাটিংয়ের হাল এদিন ধরেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ৷ পঞ্চম উইকেটে এই দুইয়ের 60 রানের জুটি আফগানদের সামনে কঠিন লড়াই ছুড়ে দেয় ৷ 5টি চার, 3টি ছয়ে 28 বলে 53 রান করেন সূর্য ৷ পান্ডিয়ার ব্যাট থেকে আসে মূল্যবান 24 বলে 32 রান ৷ সবমিলিয়ে 20 ওভারে 8 উইকেটে 181 রান তোলে ভারত ৷
জবাবে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদবদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি আফগানিস্তান ব্যাটিং ৷ ন্যূনতম লড়াইটুকু ছুড়ে দিতে ব্যর্থ গুরবাজ, জাগরান, নইবরা ৷ শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন বুমরা ৷ 4 ওভারে একটি মেডেন নিয়ে মাত্র 7 রান খরচ করেন গুজরাত পেসার ৷ তিন উইকেট যায় আর্শদীপের ঝুলিতেও ৷ 2টি উইকেট নেন কুলদীপ যাদব ৷
শেষ পর্যন্ত 20 ওভারে 134 রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান ৷ ম্যাচের সেরা সূর্যকুমার ৷ শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ৷