Tripura Ulto Rath Accident: রথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 29, 2023, 11:14 AM IST

ETV Bharat
ত্রিপুরায় রথ দুর্ঘটনা ()

বুধবার উলটো রথে রথযাত্রার সময় হাইটেনশন তারের সংস্পর্শে আসে রথের মাথা ৷ তাতে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 16 জন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন ৷

আগরতলা, 29 জুন: রথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার উলটো রথযাত্রায় ত্রিপুরার কুমারঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ রথ নিয়ে যাওয়ার সময় তার মাথা হাইটেনশন তারের সংস্পর্শে আসে ৷ এতেই বিপত্তি ঘটে 7 জনের মৃত্যু হয় ৷ আহত হন 16 জন পুণ্যার্থী ৷ এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তিনি এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি ৷ বুধবার রাতে টুইট করে মুখ্যমন্ত্রী জানান, তিনি কুমারঘাটে উলটো রথের দুর্ঘটনাস্থলটি ঘুরে দেখেছেন ৷ হাসপাতালে চিকিৎসাধীন জখমদের স্বাস্থ্য বিষয়ে খোঁজও নিয়েছেন ৷

  • Rs. 2 lakh ex-gratia from PMNRF would be given to the next of kin of each deceased and Rs. 50,000 would be given to those injured in the mishap in Tripura: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) June 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও ঘোষণা করেন, ত্রিপুরা সরকার মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা, 60 শতাংশ জখমদের 2.5 লক্ষ টাকা, 40-60 শতাংশ আহত ব্যক্তিদের 74 হাজার টাকা করে দেবে ৷ এই ঘটনার তদন্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তারা এর তদন্ত করে রিপোর্ট জমা দেবে ৷

আরও পড়ুন: জগন্নাথ, বলরাম ও সুভদ্রায় সেবায় ছাপান্ন ভোগ মায়াপুরের ইসকনে, পাতে পড়ছে পিৎজা-বার্গার

এদিকে হাইটেনশন তারের সংস্পর্শে এই দুর্ঘটনা ঘটায় ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথও একটি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ কুমারঘাটে উলটো রথযাত্রায় কীভাবে হাইটেনশন তারকে রথের মাথা স্পর্শ করল, তা জানতে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী ৷

এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, "এই দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷ রাজ্য সরকার এই দুঃসময়ে নিহত, আহতদের পরিবারের পাশে আছে ৷" রতন লাল নাথ আরও জানান, মানুষের পাশে থাকতে রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম সবদিক দিয়ে চেষ্টা করছে ৷

আরও পড়ুন: উলটো রথ ছুঁল হাইটেনশন তার, ত্রিপুরায় মৃত্যু 7 জনের

তিনি রাজ্যের বাইরে থাকায় বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং রাজ্য বিদ্যুৎ নিগমের ডিজিএম কুমারঘাটে যাবেন ৷ তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন ৷ বিদ্যুৎ মন্ত্রী ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কমিটি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজারকে তদন্ত করে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.