পশ্চিমবঙ্গ

west bengal

Top News : টপ নিউজ @ রাত 9 টা

By

Published : Apr 24, 2022, 9:23 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News ) ।

Top News
টপ নিউজ @ রাত 9 টা

1.TRS Signs Up With I-PAC : পিকে-র কংগ্রেস জল্পনার মাঝেই আই-প্যাকের হাত ধরলেন কেসিআর

রবিবার বিকেল গড়াতেই প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সঙ্গে পথ চলার খবর নিশ্চিত করা হল তেলাঙ্গানার শাসকদলের তরফেই (TRS signs up with election consultant I-PAC amid PK's Congress plans) ৷

2.Five Children Injured In Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম 5 শিশু

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম 5 শিশু ৷ গুরুতর আহত অবস্থায় 2 জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (Five Children Injured In Bomb Blast) ৷

3.Hanskhali Gang Rape: হাঁসখালি নাবালিকা ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের জালে আরও 3

হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের জালে আরও 3 অভিযুক্ত । এদিন তাদের গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় (Hanskhali Gang Rape)।

4.Weather Forecast in Kolkata : মরসুমের উষ্ণতম দিন তিলোত্তমায়, আগামী সাতদিনেও নেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পেরোল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরশুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷

5.Tangra Fire : তিন ঘণ্টা পার, নিয়ন্ত্রণে আসেনি ট্যাংরার আগুন

ট্য়াংরার কারখানায় ফের আগুন (Fire at Tangra Factory) ৷ ট্য়াংরার ক্রিস্টোফার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছে দমকলের 17টি ইঞ্জিন ৷ আগুন নেভাতে দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এলাকার বাসিন্দারা ৷ 50টিরও বেশি ঝুপড়ি বাড়ি ও একটি মন্দির ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে ৷

6.Sachin Tendulkar : বাইশ গজে ভারতের 'মুশকিল আসান', ক্রিকেট বিশ্বে আজও প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার

ভারতীয়দের কাছে ক্রিকেট ঈশ্বর যদি কেউ থাকেন, তিনি নিঃসন্দেহে সচিন রমেশ তেন্ডুলকর ৷ আজ 24 এপ্রিল, সচিনের 49তম জন্মদিন ৷ ভারতবর্ষের প্রতিটি অনুরাগীর কাছে আজ উৎসব । এই ধরাধামে যতদিন ক্রিকেট নামক শব্দটির অস্তিত্ব থাকবে ঠিক ততদিনই সচিন রমেশ তেন্ডুলকর নামটি জ্বলজ্বল করবে ক্রিকেটানুরাগীদের মননে (Sachin Tendulkar turns 49 today) ৷

7.Bundesliga 2021-22 : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

শনিবার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 3-1 গোলে হারিয়ে 32তম ঘরোয়া খেতাব নিশ্চিত করল বাভারিয়ানরা (Bayern Munich beat Borrusia Dortmund to seal the title) ৷ বায়ার্নের হয়ে এদিন গোল করলেন সার্জ ন্যাবরি, রবার্ট লেওয়ানদোস্কি এবং জামাল মুসিয়ালা ৷

8.Nadia Child's Record: গড়গড়িয়ে বলছে রঙ-পশু-গ্রহ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একরত্তি

গড়গড়িয়ে বলতে পারে রঙ, পশু, গ্রহের নাম ৷ এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে ফেলল নদিয়ার সাড়ে তিন বছরের ঐশান্যা হালদার (Nadia Child's Record)৷

9.Firhad Criticises Governor : রাজ্যপালকে 'দাদু' বলে কটাক্ষ ফিরহাদের

'দাদু'-র জন্য হাওড়া পৌরনিগমের নির্বাচন হচ্ছে না ৷ এভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে কটাক্ষ রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের। রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে যোগ দেন তিনি (Firhad hakim Criticises Governor Jagdeep Dhankhar on HMC election)।

10.Haridevpur bomb recovery: হরিদেবপুর কাণ্ডে সিসিটিভি ফুটেজ দেখে উঠছে একাধিক প্রশ্ন

হরিদেবপুরে অটোয় বোমা উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজ (cctv footage of Haridevpur) খতিয়ে দেখছে পুলিশ ৷ সেই ফুটেজ দেখে একাধিক প্রশ্ন উঠে আসছে (Haridevpur bomb recovery)৷

ABOUT THE AUTHOR

...view details