ETV Bharat / sports

Bundesliga 2021-22 : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

author img

By

Published : Apr 24, 2022, 7:57 PM IST

শনিবার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 3-1 গোলে হারিয়ে 32তম ঘরোয়া খেতাব নিশ্চিত করল বাভারিয়ানরা (Bayern Munich beat Borrusia Dortmund to seal the title) ৷ বায়ার্নের হয়ে এদিন গোল করলেন সার্জ ন্যাবরি, রবার্ট লেওয়ানদোস্কি এবং জামাল মুসিয়ালা ৷

Bundesliga 2021-22
এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

মিউনিখ, 24 এপ্রিল : একবার নয় দু'বার নয়, টানা দশবার বুন্দেসলিগা খেতাব জিতে নিল বায়ার্ন মিউনিখ ৷ বুন্দেসলিগায় বাভারিয়ানদের আধিপত্য সম্পর্কে অবগত ফুটবল বিশ্ব ৷ 2021-22 লিগ খেতাব দখলে নিয়ে সেই আধিপত্য আরও কিছুটা বিস্তার করল তারা ৷ 2012-13 মরসুম থেকে টানা খেতাব ঘরে তুলল বায়ার্ন (Bayern Munich wins Bundesliga title for consecutive 10th time) ৷ বায়ার্নের খেতাব জয় অনেকটাই নিশ্চিত থাকলেও লড়াইয়ে ছিল বরুসিয়া ডর্টমুন্ডও ৷

শনিবার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে 3-1 গোলে হারিয়েই 32তম ঘরোয়া খেতাব নিশ্চিত করল বাভারিয়ানরা (Bayern Munich beat Borussia Dortmund to seal the title) ৷ বায়ার্নের হয়ে এদিন গোল করলেন সার্জ ন্যাবরি, রবার্ট লেওয়ানদোস্কি এবং জামাল মুসিয়ালা ৷ ফলস্বরূপ তিন ম্যাচ বাকি থাকতেই 12 পয়েন্টের নিরাপদ ব্যবধান তৈরি করে খেতাব পকেটে পুরলেন মুলাররা ৷

বায়ার্নের টানা দশবার ঘরোয়া খেতাব জয় পিছনে ফেলল সিরি-এ'তে জুভেন্তাসের টানা ন'বার খেতাব জয়ের রেকর্ডকে ৷ দ্বিতীয় কনিষ্ঠ কোচ হিসেবে খেতাব জিতলেন জুলিয়ান নাগেলসম্যান ৷ কোচ হিসেবে দলের দায়িত্বভার গ্রহণ করেন বায়ার্নকে খেতাব দিলেন তিনি ৷ ভিল্লারিয়ালের কাছে হেরে জার্মান জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের ক্ষতে ঘরোয়া খেতাব কিছুটা প্রলেপ দিল ৷

আরও পড়ুন : ট্রফি খরা কাটাতে ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্বে ‘অনভিজ্ঞ’ টেন হ্যাগ

খেতাব জয়ের পর এদিন মাঠেই বিয়ার হাতে সেলিব্রেশনে মেতে ওঠেন পাভার্ড-কিমিচ-ন্যুয়েররা ৷ প্রথমার্ধে ন্যাবরি এবং লেওয়ানদোস্কির গোলেই খেতাব কার্যত নিশ্চিত হয়ে যায় বায়ার্নের ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে এমরে ক্যান ব্যবধান কমালেও 83 মিনিটে মুসিয়ালার গোলে সব সংশয় দূর হয় বায়ার্নের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.