ETV Bharat / bharat

রাসায়নিক কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 8 - THANE BOILER BLAST

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 11:10 PM IST

BOILER BLAST AT THANE: মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভলিতে একটি রাসায়নিক কারখানার বয়লারে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷

BOILER BLAST AT THANE
থানেতে রাসায়নিক কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত)

থানে, 23 মে: বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভলিতে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের পরে একটি বড় অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে আটজন শ্রমিকের মৃত্যু ৷ ঘটনায় 60 জনেরও বেশি আহত হয়েছেন ৷ ডোম্বিভলি মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (MIDC) এলাকার ফেজ 2-এ অবস্থিত অ্যাম্বার কেমিক্যাল কোম্পানিতে বিস্ফোরণটি ঘটেছে । এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিস্ফোরণের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রী শিন্ডে নিহতদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আশ্বাস দিয়েছেন যে সরকার আহতদের চিকিৎসার যত্ন নেবে ।

বয়লারে ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের একটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং আশেপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

থানে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (টিএমসি) বিপর্যয় ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি জানান, বিস্ফোরণের ফলে আগুন থেকে পার্শ্ববর্তী তিনটি কারখানায় ছড়িয়ে পড়ে ৷ অনেক দূর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায় । ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে । তিনি বলেন, "যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছে তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা । আহতদের এআইএমএস, নেপচুন এবং গ্লোবাল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে ৷ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে । তাঁদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। বিভিন্ন দল ও প্রশাসনিক কর্মকর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন।"

আরও পড়ুন

হাসপাতালের তিনতলায় উঠল পুলিশের জিপ ! ঋষিকেশ এইমসের ভিডিয়ো ভাইরাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.